অতিমারিতে বেতন কমলেও কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যে সব তারকা

পে কাটের রোষে পড়তে হয়েছে একের পর এক ব্যক্তিকে। দেখে নিন এমন কিছু অভিনেতাকে, অতিমারিতে বেতন কমলেও কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যারা।

| Edited By: | Updated on: Jul 30, 2021 | 3:38 PM
পে-কাট, করোনার দ্বিতীয় ঢেউয়ে অন্যতম চর্চিত শব্দ। কর্পোরেট সেক্টর থেকে বিনোদন দুনিয়া-- পে কাটের রোষে পড়তে হয়েছে একের পর এক ব্যক্তিকে। দেখে নিন এমন কিছু অভিনেতাকে,  অতিমারিতে বেতন কমলেও কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যারা।

পে-কাট, করোনার দ্বিতীয় ঢেউয়ে অন্যতম চর্চিত শব্দ। কর্পোরেট সেক্টর থেকে বিনোদন দুনিয়া-- পে কাটের রোষে পড়তে হয়েছে একের পর এক ব্যক্তিকে। দেখে নিন এমন কিছু অভিনেতাকে, অতিমারিতে বেতন কমলেও কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যারা।

1 / 6
কপিল শর্মার পরবর্তী সিজনে দেখা যাবে ভারতীকে। ভারতী নিজেই জানিয়েছে পে-কাট নিয়ে চ্যানেলের সঙ্গে কথা হয়েছে তাঁর। প্যান্ডেমিকের কারণে বেতনের তারতম্য মেনে নিয়েছেন তিনি।

কপিল শর্মার পরবর্তী সিজনে দেখা যাবে ভারতীকে। ভারতী নিজেই জানিয়েছে পে-কাট নিয়ে চ্যানেলের সঙ্গে কথা হয়েছে তাঁর। প্যান্ডেমিকের কারণে বেতনের তারতম্য মেনে নিয়েছেন তিনি।

2 / 6
সুনীল গ্রোভারকে চেনেন না এমন ব্যক্তি কম। নিজের অভিনয় দক্ষতার জোর বহু মানুষের মন জয় করেছেন সুনীল। সেই সুনীলও কিন্তু কম পারিশ্রমিক মেনে নিয়েছেন।

সুনীল গ্রোভারকে চেনেন না এমন ব্যক্তি কম। নিজের অভিনয় দক্ষতার জোর বহু মানুষের মন জয় করেছেন সুনীল। সেই সুনীলও কিন্তু কম পারিশ্রমিক মেনে নিয়েছেন।

3 / 6
এই তালিকায় আরও এক অভিনেত্রী শিল্পা শিন্দে। তিনি যা পারিশ্রমিক নিয়ে থাকেন অতিমারির কারণে তা তিনি নেননি। শিল্পার কথায়, "এই নিয়ে অভিনেতাদের অভিযোগ করা মোটেই উচিত নয়।"

এই তালিকায় আরও এক অভিনেত্রী শিল্পা শিন্দে। তিনি যা পারিশ্রমিক নিয়ে থাকেন অতিমারির কারণে তা তিনি নেননি। শিল্পার কথায়, "এই নিয়ে অভিনেতাদের অভিযোগ করা মোটেই উচিত নয়।"

4 / 6
এই মুহূর্তে নাগিন ৫ ধারাবাহিকে কাজ করছেন শরদ মালহোত্র। এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানো উচিত মনে করেন তিনিও। তাই পে-কাট মেনে নিয়েছেন।

এই মুহূর্তে নাগিন ৫ ধারাবাহিকে কাজ করছেন শরদ মালহোত্র। এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানো উচিত মনে করেন তিনিও। তাই পে-কাট মেনে নিয়েছেন।

5 / 6
মহিমা মাখওয়ানাকে কাজ করেছেন ৪০ শতাংশ পে-কাট নিয়ে। তিনি কাজ থামাননি। কাজ করে গিয়েছেন।

মহিমা মাখওয়ানাকে কাজ করেছেন ৪০ শতাংশ পে-কাট নিয়ে। তিনি কাজ থামাননি। কাজ করে গিয়েছেন।

6 / 6
Follow Us: