বিদীপ্তা চক্রবর্তী এবং বিরসা দাশগুপ্ত। বেড়াতে ভালবাসেন টলিউডের এই দম্পতি। বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ারও করে নেন।
কখনও পাহাড়, কখনও বা জঙ্গল পছন্দ তাঁদের। সমুদ্রে বরং কম বেড়াতে যেতে দেখা যায়। এ বারের ডেস্টিনেশনও পাহাড়।
হিমালয়কে কাছ থেকে দেখার স্মৃতি জমা করছেন দম্পতি। স্লিপিং বুদ্ধার ছবি স্পষ্ট তাঁদের সোশ্যাল পোস্টে।
কখনও সপরিবার, কখনও বা বন্ধুদের সঙ্গে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন বিরসা-বিদীপ্তা। দম্পতির দুই মেয়ে তাঁদের সঙ্গ দেয়। তবে এ বারের ট্রিপে এখনও পর্যন্ত অন্য কারও ছবি শেয়ার করেননি তাঁরা।
দিন কয়েক আগেই বিরসার জন্মদিন ছিল। এ বছরের জন্মদিন পাহাড়ে কাটালেন পরিচালক। সঙ্গে প্রিয় বন্ধু।
টেলিভিশনে বিদীপ্তার কাজ প্রায় প্রতিদিনই দেখতে পান দর্শক। পাশাপাশি সিনেমা এবং নাটকের মঞ্চেও অভিনয় করেন তিনি।
বিরসা এই মুহূর্তে টলিউডের অন্যতম পরিচালক। গল্প বলার মুন্সিয়ানায় তাঁর কাজ পছন্দ করেন দর্শক।