Yuzvendra Chahal: ধোনি ডাকেন ‘তিল্লি’ নামে, চৌষট্টি খোপের জগৎ ছেড়ে বাইশ গজের চাহাল

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 23, 2022 | 10:54 AM

Happy Birthday Yuzvendra Chahal:ছিলেন দাবা খেলোয়াড়। হয়ে গেলেন ক্রিকেটার। ভারতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের কেরিয়ার এভাবেই বাঁক নিয়েছে। মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলে প্রবেশ। রোগাসোগা, সামান্য দাঁত উঁচু ছেলেটাই বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম নামী লেগ স্পিনার।

1 / 6
ছিলেন দাবা খেলোয়াড়। হয়ে গেলেন ক্রিকেটার। ভারতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের কেরিয়ার এভাবেই বাঁক নিয়েছে। রোগাসোগা, সামান্য দাঁত উঁচু ছেলেটাই বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম নামী লেগ স্পিনার।(ছবি: ইনস্টাগ্রাম)

ছিলেন দাবা খেলোয়াড়। হয়ে গেলেন ক্রিকেটার। ভারতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের কেরিয়ার এভাবেই বাঁক নিয়েছে। রোগাসোগা, সামান্য দাঁত উঁচু ছেলেটাই বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম নামী লেগ স্পিনার।(ছবি: ইনস্টাগ্রাম)

2 / 6
গ্রিসে অনুষ্ঠিত বিশ্ব ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন চাহাল। অনূর্ধ্ব-১২ বিভাগের চেস চ্যাম্পিয়ন। চৌষট্টি খোপের জগতেই ভবিষ্যৎ দেখেছিলেন। কিন্তু ভাগ্যদেবী তা মোটেও চাননি। দাবায় স্পনসর পাচ্ছিলেন না। একটা সময় রাজা,মন্ত্রী, হাতি, ঘোড়া ছেড়ে ব্যাটে-বলের দুনিয়ায় নেমে পড়েন। সিদ্ধান্ত বদল কাজ করে ম্যাজিকের মতো।(ছবি: ইনস্টাগ্রাম)

গ্রিসে অনুষ্ঠিত বিশ্ব ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন চাহাল। অনূর্ধ্ব-১২ বিভাগের চেস চ্যাম্পিয়ন। চৌষট্টি খোপের জগতেই ভবিষ্যৎ দেখেছিলেন। কিন্তু ভাগ্যদেবী তা মোটেও চাননি। দাবায় স্পনসর পাচ্ছিলেন না। একটা সময় রাজা,মন্ত্রী, হাতি, ঘোড়া ছেড়ে ব্যাটে-বলের দুনিয়ায় নেমে পড়েন। সিদ্ধান্ত বদল কাজ করে ম্যাজিকের মতো।(ছবি: ইনস্টাগ্রাম)

3 / 6
২০১৬ সালে ভারতীয় দলে অভিষেক। পরের বছরই টি-২০ ফরম্যাটে একটি ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েন চাহাল। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ রান খরচ করে ৬টি উইকেট নিয়েছিলেন। ডেবিউয়ের পাঁচ বছর পরও টেস্ট দলে প্রবেশের অপেক্ষায় রয়েছেন।(ছবি: ইনস্টাগ্রাম)

২০১৬ সালে ভারতীয় দলে অভিষেক। পরের বছরই টি-২০ ফরম্যাটে একটি ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েন চাহাল। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ রান খরচ করে ৬টি উইকেট নিয়েছিলেন। ডেবিউয়ের পাঁচ বছর পরও টেস্ট দলে প্রবেশের অপেক্ষায় রয়েছেন।(ছবি: ইনস্টাগ্রাম)

4 / 6
প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির তাঁকে ডাকেন 'তিল্লি' নামে। হিন্দিতে তিল্লি মানে দেশলাই কাঠি। রোগা-পাতলা চেহারার জন্যই যে এমন ডাকনাম, তাতে সন্দেহ নেই। সেই 'তিল্লি' বল হাতে আগুন ঝরাচ্ছেন।(ছবি: ইনস্টাগ্রাম)

প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির তাঁকে ডাকেন 'তিল্লি' নামে। হিন্দিতে তিল্লি মানে দেশলাই কাঠি। রোগা-পাতলা চেহারার জন্যই যে এমন ডাকনাম, তাতে সন্দেহ নেই। সেই 'তিল্লি' বল হাতে আগুন ঝরাচ্ছেন।(ছবি: ইনস্টাগ্রাম)

5 / 6
অদ্ভুত এক রেকর্ডের অধিকারী যুজবেন্দ্র চাহাল। প্রথম ক্রিকেটার যিনি কনকাশন সাব হিসেবে নেমে ম্যাচ সেরা হন। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে রবীন্দ্র জাডেজা চোট পান। ম্যাচে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

অদ্ভুত এক রেকর্ডের অধিকারী যুজবেন্দ্র চাহাল। প্রথম ক্রিকেটার যিনি কনকাশন সাব হিসেবে নেমে ম্যাচ সেরা হন। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে রবীন্দ্র জাডেজা চোট পান। ম্যাচে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

6 / 6
আজ ৩২ বছরে পা দিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। দিনটি ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে পালন করছেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম

আজ ৩২ বছরে পা দিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। দিনটি ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে পালন করছেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম

Next Photo Gallery