No Pants: পরনে ছিল না প্যান্ট, তবে সাহস ও আত্মবিশ্বাস ছিল ভরপুর; দেখুন বলি-নায়িকাদের নো-প্যান্টস ফ্যাশন

Bollywood Actresses: নানা সময়ে নানাভাবে প্যান্ট না পরেই প্রকাশ্যে এসেছেন এই কয়েকজন বলি নায়িকা। তাঁদের বোল্ডনেসে ফিদা হয়েছে গোটা দুনিয়া।

| Edited By: | Updated on: Oct 29, 2022 | 11:26 AM
তাঁরাই তৈরি করেছিলেন এই ট্রেন্ড। যে ট্রেন্ডের নাম 'নো প্যান্টস' লুক। সাহসী ও আত্মবিশ্বাসের সঙ্গে বারেবারে প্রকাশ্যে এসেছেন কখনও দীপিকা, ক্যাটরিনা, ঐশ্বর্যরা। প্যান্ট ছাড়াই মেলে ধরেছেন নিজেদের। ফিদা হয়েছে গোটা দুনিয়া।

তাঁরাই তৈরি করেছিলেন এই ট্রেন্ড। যে ট্রেন্ডের নাম 'নো প্যান্টস' লুক। সাহসী ও আত্মবিশ্বাসের সঙ্গে বারেবারে প্রকাশ্যে এসেছেন কখনও দীপিকা, ক্যাটরিনা, ঐশ্বর্যরা। প্যান্ট ছাড়াই মেলে ধরেছেন নিজেদের। ফিদা হয়েছে গোটা দুনিয়া।

1 / 7
ঐশ্বর্য রাই বচ্চন - বিশ্ব সুন্দরী, অভিনেত্রী এবং বচ্চন পরিবারের বউমা ঐশ্বর্য চিরকালই ট্রেন্ড সেটার। তাঁর রূপে মুগ্ধ তো বটেই, তাঁর ফ্যাশনও নকল করেছেন অনেকেই। 'নো প্যান্টস' ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন তিনি।

ঐশ্বর্য রাই বচ্চন - বিশ্ব সুন্দরী, অভিনেত্রী এবং বচ্চন পরিবারের বউমা ঐশ্বর্য চিরকালই ট্রেন্ড সেটার। তাঁর রূপে মুগ্ধ তো বটেই, তাঁর ফ্যাশনও নকল করেছেন অনেকেই। 'নো প্যান্টস' ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন তিনি।

2 / 7
করিনা কাপুর খান - কাপুর খানদানের কন্যা, নবাবদের বধূ এবং অভিনেত্রী করিনা যা পরেন, তাতেই তাঁকে দারুণ মানিয়ে যায়। একবার আকাশি রঙের একটি পুরুষদের শার্ট পরে ফটো পোস্ট করেছিলেন করিনা। পরনে ছিল না প্যান্ট।

করিনা কাপুর খান - কাপুর খানদানের কন্যা, নবাবদের বধূ এবং অভিনেত্রী করিনা যা পরেন, তাতেই তাঁকে দারুণ মানিয়ে যায়। একবার আকাশি রঙের একটি পুরুষদের শার্ট পরে ফটো পোস্ট করেছিলেন করিনা। পরনে ছিল না প্যান্ট।

3 / 7
রণবীর যেখানে নিজের ব্যস্ত শিডিউলের মাঝেই পৌঁছে গেলেন উপহার নিয়ে দীপিকার কাজের ফাঁকেই। কিন্তু বদলে, দীপিকা কী করলেন! মিলল না সারাদিনে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনও পোস্ট।

রণবীর যেখানে নিজের ব্যস্ত শিডিউলের মাঝেই পৌঁছে গেলেন উপহার নিয়ে দীপিকার কাজের ফাঁকেই। কিন্তু বদলে, দীপিকা কী করলেন! মিলল না সারাদিনে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনও পোস্ট।

4 / 7
ক্যাটরিনা কাইফ - তাঁর মিষ্টি মুখখানি দেখলে সকলের মন গলে জল হয়ে যায়। ক্যাটরিনাও স্টাইন আইকন। তিনিও ফটোশুট করেছেন প্যান্ট না পরে।

ক্যাটরিনা কাইফ - তাঁর মিষ্টি মুখখানি দেখলে সকলের মন গলে জল হয়ে যায়। ক্যাটরিনাও স্টাইন আইকন। তিনিও ফটোশুট করেছেন প্যান্ট না পরে।

5 / 7
শিল্পা শেট্টি - দুই সন্তানের মা শিল্পা যোগাকে দিয়েছেন মন। তাঁর ফিগার অন্যতম সুন্দর। তিনি একবার প্যান্ট ছাড়া কুর্তা পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সঙ্গে ছিল তাঁর পুত্র। পাপারাৎজ়ির ক্যামেরায় ধরা পড়েন শিল্পা।

শিল্পা শেট্টি - দুই সন্তানের মা শিল্পা যোগাকে দিয়েছেন মন। তাঁর ফিগার অন্যতম সুন্দর। তিনি একবার প্যান্ট ছাড়া কুর্তা পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সঙ্গে ছিল তাঁর পুত্র। পাপারাৎজ়ির ক্যামেরায় ধরা পড়েন শিল্পা।

6 / 7
আর এখান থেকেই শুরু কটাক্ষ। নেটাগরিকদের একটা বড় অংশের মতে, 'ড্যামেজ কন্ট্রোল' করার জন্যই নাকি ভারতীয় পোশাকে সেজেছেন তিনি, দাবি তেমনটাই।

আর এখান থেকেই শুরু কটাক্ষ। নেটাগরিকদের একটা বড় অংশের মতে, 'ড্যামেজ কন্ট্রোল' করার জন্যই নাকি ভারতীয় পোশাকে সেজেছেন তিনি, দাবি তেমনটাই।

7 / 7
Follow Us: