সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার একটি ছবি শেয়ার করলেন সলমন খান। সেই ছবিতেই এবার চরম ট্রোল সলমন খান। স্পষ্টভাষায় নেটিজ়েনরা দাবি করে বসলেন, তাঁকে বুড্ঢা লাগছে।
প্রিয়াঙ্কা চোপড়া, কেরিয়ারের শুরু থেকেই যাঁর নামের সঙ্গে ট্রোল শব্দটি বারে বারে ব্যবহৃত কখনও সম্পর্ক, কখনও আবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে তাঁর নানা কাণ্ড কারখানা।
কৃষ ছবি এই পিতা-পুত্র জুটির অন্যতম জনপ্রিয় ছবি। সেই সিরিজ় থেকেই বাদ পড়ছে বাবা! বলিউডে এমনই জল্পনা তুঙ্গে। কারণ হিসেবে শোনা যাচ্ছে অন্য খবর। হৃত্বিকের ভাবনায় ছবির বাজার। বর্তমানে দর্শকদের স্বাদ বদল ঘটেছে।
এবার অক্ষয় কুমার রক্ষা বন্ধন ছবি করতে চার্জ নিলেন মোট ১১০ কোটি টাকা। এই খবর ছড়িয়ে পড়েছে বি-টাউন সূত্রে। যার ১০ শতাংশও পাননি ছবির বাকি স্টারেরা।
ব্রহ্মাস্ত্র ছবির প্রস্তাব নিয়ে শাহরুখ খানের বাড়িতে উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাট, অয়ন মুখোপাধ্যায় ও রণবীর কাপুর। শাহরুখ খান প্রথমে সবটা শুনেই বলে বসেন, তিনি রাজি। তাঁকে দিয়ে যা খুশি করিয়ে নেওয়া যাবে এই চরিত্রের জন্য।
হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্ক। হৃত্বিকের সঙ্গে করিনার পর্দায় রসায়ন ছিল বেশ পোক্ট। সেই সূত্রেই করিনা কাপুর খানের সঙ্গে হৃত্বিকের নাম জড়িয়ে শুরু হয় জল্পনা। যদিও হৃত্বিক রোশন ও করিনার মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না বলেই দাবি করেন জুটি। তবে তাঁদের পথ হয়ে যায় আলাদা।