বলিউডের 'হট টপিক' এখন তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা। গোয়ায় বর্ষবরণের পার্টিতে তাঁদের চুম্বনের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করা গিয়েছে। বি-টাউনের নতুন জুটি এখন তামান্না ও বিজয়। জানা গিয়েছে 'লাস্ট স্টোরিজ় ২'-এর সেটেই আলাপ তাঁদের। ঘনিষ্ঠতা বাড়ে সেখান থেকেই।
নতুন বছরেই বলিউডের ফিসফাস শাহরুখ-পুত্র নাকি প্রেমে পড়েছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহির। দুবাইতে নববর্ষের পার্টিতে একসঙ্গে ডিনারে গিয়েছিলেন আরিয়ান ও 'দিলবার গার্ল।' গুঞ্জনের সূত্রপাত সেখান থেকেই।
শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর সম্পর্কে জড়িয়েছেন শীখর পাহাড়িয়ার সঙ্গে। ছেলেবেলা থেকেই পরিচয় তাঁদের। শীখর, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী সুশীল কুমার সিন্দের নাতি।
বছর শুরুতেই আরও এক নতুন প্রেমের গল্প লিখছেন কিং খান শাহরুখের কন্যা সুহানা ও বিগ বির নাতি অগস্থ্য নন্দা। তাঁদের প্রথম অভিনীত ছবি 'দ্যা আর্চিজ়ে'-এর শুটিং-এর সময়ই কাছাকাছি আসেন তাঁরা।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ 'বুলবুল'-এর সেই মিষ্টি নায়িকা তৃপ্তিকে মনে আছে? সেই তৃপ্তি ডিমড়ি এখন হাবুডুবু খাচ্ছেন কর্নিশ শর্মার প্রেমে। কর্নিশ, ক্লিন শ্লেট ফিল্মসের কর্নধার। বছর শুরুতে ক্লাউড নাইনে রয়েছেন এই জুটি।