সাম্প্রতিক প্রতিবেদনগুলো থেকে খবর, শাহরুখ খান ফারহান আখতারের ডন ৩ ছবি প্রত্যাখ্যান করেছেন। কারণ হিসেবে শোনা যাচ্ছে তিনি ছবিটির স্ক্রিপ্টের উপর পুরোপুরি বিশ্বাসী ছিলেন না। আর তাই ফারহান আখতার আবার স্ক্রিপ্টে কাজ করছেন এবং সকলের আশা নতুন স্ক্রিপ্ট বাদশার ভাল লাগবে। খবরটি শিরোনাম আসতেই শাহরুখ ভক্তরা হতাশা প্রকাশ করেছেন কারণ তাঁরা তাঁকে আবার ডন অবতারে দেখতে চান। তবে চিন্তা কোনও কারণ নেই, কিং খানের পাঠান, জওয়ানসহ তিনটে ছবি মুক্তি পাবে আগামী বছর। আর সেই সব ছবি দিয়ে দর্শকে মন জয় করতে শাহরুখ কোনও খামতি রাখতে নারাজ। প্রচার দিয়েই শুরু করবেন ৪ বছর ফিরে আসার সফর।