Bollywood: পছন্দের নায়িকাকে নেওয়ার জন্য পরিচালককে ‘চাপ’ দেওয়ার অভিযোগ উঠেছে যে অভিনেতাদের বিরুদ্ধে

পছন্দের নায়িকাকে নেওয়ার জন্য পরিচালককে রীতিমতো বাধ্য করেছেন কেউ কেউ। তালিকায় রয়েছেন অনেক তাবড় অভিনেতা। তাঁরা কারা? দেখে নেওয়া যাক।

1/7
নেপোটিজম নিয়ে হালফিলে বেশ চর্চায় বলিউড। নেপোটিজমের বাংলা তর্জমা করলে দাঁড়ায় স্বজনপোষণ। বলিউডে এই নেপোটিজম যদিও আজকের ব্যাপার নয়। অতীতে বহু তাবড় অভিনেতার বিরুদ্ধে উঠেছে নেপোটিজমের অভিযোগ। পছন্দের নায়িকাকে নেওয়ার জন্য পরিচালককে রীতিমতো বাধ্য করেছেন কেউ কেউ। তালিকায় রয়েছেন অনেক তাবড় অভিনেতা। তাঁরা কারা? দেখে নেওয়া যাক।
নেপোটিজম নিয়ে হালফিলে বেশ চর্চায় বলিউড। নেপোটিজমের বাংলা তর্জমা করলে দাঁড়ায় স্বজনপোষণ। বলিউডে এই নেপোটিজম যদিও আজকের ব্যাপার নয়। অতীতে বহু তাবড় অভিনেতার বিরুদ্ধে উঠেছে নেপোটিজমের অভিযোগ। পছন্দের নায়িকাকে নেওয়ার জন্য পরিচালককে রীতিমতো বাধ্য করেছেন কেউ কেউ। তালিকায় রয়েছেন অনেক তাবড় অভিনেতা। তাঁরা কারা? দেখে নেওয়া যাক।
2/7
বিভিন্ন ছবিতে তৎকালীন প্রেমিকা ঐশ্বর্যা ও ক্যাটরিনাকে মুখ্য ভূমিকায় নেওয়ার জন্য পরিচালককে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ভাইজানের বিরুদ্ধে।
বিভিন্ন ছবিতে তৎকালীন প্রেমিকা ঐশ্বর্যা ও ক্যাটরিনাকে মুখ্য ভূমিকায় নেওয়ার জন্য পরিচালককে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ভাইজানের বিরুদ্ধে।
3/7
অক্ষয়ের ক্ষেত্রে ক্যাটরিনার নাম এক থাকলেও তালিকায় যোগ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
অক্ষয়ের ক্ষেত্রে ক্যাটরিনার নাম এক থাকলেও তালিকায় যোগ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
4/7
শোনা যায় থাগস অব হিন্দুস্থান ছবিতে আমিরের সুপারিশেই নাকি ফতিমা সানা শেখকে নেওয়া হয়েছিল।
শোনা যায় থাগস অব হিন্দুস্থান ছবিতে আমিরের সুপারিশেই নাকি ফতিমা সানা শেখকে নেওয়া হয়েছিল।
5/7
ধর্মেন্দ্রর নামেও উঠেছে এই অভিযোগ। হেমা মালিনীর সঙ্গে কাজই ছিল তাঁর পছন্দ
ধর্মেন্দ্রর নামেও উঠেছে এই অভিযোগ। হেমা মালিনীর সঙ্গে কাজই ছিল তাঁর পছন্দ
6/7
বাদ যান না বিগ-বিও। রেখা অথবা পারভিন ববিকে সুপারিশ করার ঘটনা শোনা যায় তাঁর ক্ষেত্রে।
বাদ যান না বিগ-বিও। রেখা অথবা পারভিন ববিকে সুপারিশ করার ঘটনা শোনা যায় তাঁর ক্ষেত্রে।
7/7
মাধুরী দীক্ষিতের প্রতি সঞ্জয় দত্তের বিশেষ আকর্ষণের কথা কে না জানে? সঞ্জয়েরও তাই ইচ্ছে ছিল মাধুরীর সঙ্গেই জুটি বাঁধার। অগত্যা...।
মাধুরী দীক্ষিতের প্রতি সঞ্জয় দত্তের বিশেষ আকর্ষণের কথা কে না জানে? সঞ্জয়েরও তাই ইচ্ছে ছিল মাধুরীর সঙ্গেই জুটি বাঁধার। অগত্যা...।

Click on your DTH Provider to Add TV9 Bangla