Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Extra Marital Affair: পরকীয়ার আভাস, মনে সন্দেহ! কোন অভিনেত্রীরা চক্ষুশূল হয়ে ওঠেন গৌরী-টুইঙ্কলদের?

Bollywood Gossip: বি-টাউনে পরকীয়ার খবর তো হামেশাই শোনা যায়। কিছু রটে আবার কিছু ঘটে। সূত্র বলে, তাবড় অভিনেতাদের নামের পাশেও নাকি কোনও না কোনও সময় জুড়েছে পরকীয়ার গন্ধ। আর তাতেই স্ত্রীরা রেগে লাল। স্বামী সেই অভিনেত্রীর সঙ্গে কাজ করুক তা নাকি একেবারে নাপসন্দ তাঁদের।

| Edited By: | Updated on: Nov 23, 2022 | 8:15 AM
বি-টাউনে পরকীয়ার খবর তো হামেশাই শোনা যায়। কিছু রটে আবার কিছু ঘটে। সূত্র বলে, তাবড় অভিনেতাদের নামের পাশেও নাকি কোনও না কোনও সময় জুড়েছে পরকীয়ার গন্ধ। আর তাতেই স্ত্রীরা রেগে লাল। স্বামী সেই অভিনেত্রীর সঙ্গে কাজ করুক তা নাকি একেবারে নাপসন্দ তাঁদের।

বি-টাউনে পরকীয়ার খবর তো হামেশাই শোনা যায়। কিছু রটে আবার কিছু ঘটে। সূত্র বলে, তাবড় অভিনেতাদের নামের পাশেও নাকি কোনও না কোনও সময় জুড়েছে পরকীয়ার গন্ধ। আর তাতেই স্ত্রীরা রেগে লাল। স্বামী সেই অভিনেত্রীর সঙ্গে কাজ করুক তা নাকি একেবারে নাপসন্দ তাঁদের।

1 / 5
এ তালিকায় প্রথমেই নাম আসে অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার। আর স্বামী-স্ত্রী মাঝে তৃতীয় ব্যক্তি নাকি প্রিয়াঙ্কা চোপড়া। স্বামীর সঙ্গে পিগি চপসের অনস্ক্রিন রসায়ন নাকি একেবারেই পছন্দ হয় রাজেশ খান্নার মেয়ের। সূত্র এও বলে, এক ছবির শুটিং শুরু হয়ে যাওয়া সত্ত্বেও স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ দৃশ্য থাকার দরুন তিনি নাকি অক্ষয়কে সেই ছবি করতেই দেননি।

এ তালিকায় প্রথমেই নাম আসে অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার। আর স্বামী-স্ত্রী মাঝে তৃতীয় ব্যক্তি নাকি প্রিয়াঙ্কা চোপড়া। স্বামীর সঙ্গে পিগি চপসের অনস্ক্রিন রসায়ন নাকি একেবারেই পছন্দ হয় রাজেশ খান্নার মেয়ের। সূত্র এও বলে, এক ছবির শুটিং শুরু হয়ে যাওয়া সত্ত্বেও স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ দৃশ্য থাকার দরুন তিনি নাকি অক্ষয়কে সেই ছবি করতেই দেননি।

2 / 5
শাহরুখ খান পরিচিত কিং অব রোম্যান্স হিসেবে। এমনিতে তাঁকে নিয়ে পরকীয়া চর্চা নেই বললেই চলে। তবে একবার নাকি বাদশা মন দিয়েছে ফেলেছেন সেই প্রিয়াঙ্কাকেই। শোনা যায় এমনটাই। ব্যাপারটা নাকি একেবারেই পছন্দ হয়নি গৌরীর। স্বামীর সঙ্গে তাঁর কাজ নাকি রীতিমতো বন্ধ করে দেন গৌরী।

শাহরুখ খান পরিচিত কিং অব রোম্যান্স হিসেবে। এমনিতে তাঁকে নিয়ে পরকীয়া চর্চা নেই বললেই চলে। তবে একবার নাকি বাদশা মন দিয়েছে ফেলেছেন সেই প্রিয়াঙ্কাকেই। শোনা যায় এমনটাই। ব্যাপারটা নাকি একেবারেই পছন্দ হয়নি গৌরীর। স্বামীর সঙ্গে তাঁর কাজ নাকি রীতিমতো বন্ধ করে দেন গৌরী।

3 / 5
'কাইটস' ছবির শুটিংয়ের সময় বারবারা মোরি ও হৃতিক রোশনের ঘনিষ্ঠতা নিয়ে হয়েছিল জোর চর্চা। সে খবর স্ত্রীর কানে পৌঁছবে না তা কী করে হয়। অভিনেতার অধুনা প্রাক্তন স্ত্রী সুজান খান সাবধান করেছিলেন স্বামীকে। হয় বারবারা, নয় তিনি। হৃতিকও চাননি ঘর ভাঙতে। অগত্যা ঘরের ছেলে ঘরে।

'কাইটস' ছবির শুটিংয়ের সময় বারবারা মোরি ও হৃতিক রোশনের ঘনিষ্ঠতা নিয়ে হয়েছিল জোর চর্চা। সে খবর স্ত্রীর কানে পৌঁছবে না তা কী করে হয়। অভিনেতার অধুনা প্রাক্তন স্ত্রী সুজান খান সাবধান করেছিলেন স্বামীকে। হয় বারবারা, নয় তিনি। হৃতিকও চাননি ঘর ভাঙতে। অগত্যা ঘরের ছেলে ঘরে।

4 / 5
অমিতাভ-জয়া ও রেখার এই ত্রিকোণ সম্পর্কের কথা কারও অজানা নয়। শোনা যায়, জয়ার কারণেই আজও জনসমক্ষে অথবা আড়ালেও নাকি কথা বলেন না অমিতাভ-জয়া। ছবি তো দূরস্ত!

অমিতাভ-জয়া ও রেখার এই ত্রিকোণ সম্পর্কের কথা কারও অজানা নয়। শোনা যায়, জয়ার কারণেই আজও জনসমক্ষে অথবা আড়ালেও নাকি কথা বলেন না অমিতাভ-জয়া। ছবি তো দূরস্ত!

5 / 5
Follow Us: