AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hair Treatment: বোটক্স না কেরাটিন, চুলের জন্য কোন ট্রিটমেন্ট বেশি ভালো?

কালো ও ঘন চুল নিয়ে কথা উঠলেই চোখের সামনে একটা অবয়ব যেন ভেসে ওঠে! আজকাল প্রতিটি মেয়েই চায় নিজের চুল যেন লম্বা, কালো, ঘন এবং সুন্দর হয়। কিন্তু বর্তমানে দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপন, খারাপ খাদ্যাভ্যাস, কেমিক্যালে ভরা চুলের বিভিন্ন পন্য ও হিট স্টাইলিংয়ের জন্য চুলের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ছে। অনেকে চুল ঠিক করার জন্য বোটক্স বা কেরাটিন ট্রিটমেন্ট করাচ্ছেন। জানেন চুলের জন্য কোনটা বেশি ভালো?

| Updated on: May 28, 2025 | 7:31 PM
আজকাল প্রতিটি মেয়েই চায় নিজের চুল যেন লম্বা, কালো, ঘন এবং সুন্দর হয়। কিন্তু বর্তমানে দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপন, খারাপ খাদ্যাভ্যাস, কেমিক্যালে ভরা চুলের বিভিন্ন পন্য ও হিট স্টাইলিংয়ের জন্য চুলের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ছে। (Pic Credit - Freepik)

আজকাল প্রতিটি মেয়েই চায় নিজের চুল যেন লম্বা, কালো, ঘন এবং সুন্দর হয়। কিন্তু বর্তমানে দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপন, খারাপ খাদ্যাভ্যাস, কেমিক্যালে ভরা চুলের বিভিন্ন পন্য ও হিট স্টাইলিংয়ের জন্য চুলের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ছে। (Pic Credit - Freepik)

1 / 8
অনেকের চুল রীতিমতো শুষ্ক হচ্ছে। ফ্রিজি হয়ে যাচ্ছে। পাশাপাশি চুল পড়ার মতো সমস্যা বড়সড় আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে অনেকই প্রচুর টাকা খরত করে নানা হেয়ার ট্রিটমেন্ট করান।  (Pic Credit - Freepik)

অনেকের চুল রীতিমতো শুষ্ক হচ্ছে। ফ্রিজি হয়ে যাচ্ছে। পাশাপাশি চুল পড়ার মতো সমস্যা বড়সড় আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে অনেকই প্রচুর টাকা খরত করে নানা হেয়ার ট্রিটমেন্ট করান। (Pic Credit - Freepik)

2 / 8
বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে চুল উজ্জ্বল ও ঝলমলে করে তোলা যায়। অনেকে তার জন্য টাকা খরচ করে বোটক্স এবং কেরাটিন ট্রিটমেন্ট করান। এই দুটির মধ্যে চুলের জন্য কোনটি বেশি ভালো? (Pic Credit - Freepik)

বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে চুল উজ্জ্বল ও ঝলমলে করে তোলা যায়। অনেকে তার জন্য টাকা খরচ করে বোটক্স এবং কেরাটিন ট্রিটমেন্ট করান। এই দুটির মধ্যে চুলের জন্য কোনটি বেশি ভালো? (Pic Credit - Freepik)

3 / 8
হেয়ার বোটক্স এবং কেরাটিন এই দুটি ট্রিটমেন্টই চুলের সৌন্দর্য বাড়ায়। চুল মসৃণ করে দুটো ট্রিটমেন্টই, তবে তার মধ্যে কোনটি বেশি উপকারী হবে, তা অনেকেই বুঝতে পারেন না। ফলে একবার চুলে বোটক্স বা কেরাটিন ট্রিটমেন্ট করার আগে জানতে হবে দুটোর মধ্যে ফারাক কোথায়। (Pic Credit - Freepik)

হেয়ার বোটক্স এবং কেরাটিন এই দুটি ট্রিটমেন্টই চুলের সৌন্দর্য বাড়ায়। চুল মসৃণ করে দুটো ট্রিটমেন্টই, তবে তার মধ্যে কোনটি বেশি উপকারী হবে, তা অনেকেই বুঝতে পারেন না। ফলে একবার চুলে বোটক্স বা কেরাটিন ট্রিটমেন্ট করার আগে জানতে হবে দুটোর মধ্যে ফারাক কোথায়। (Pic Credit - Freepik)

4 / 8
হেয়ার বোটক্স কী? চুলে বোটক্স কোনও ইঞ্জেকশনের মাধ্যমে ট্রিটমেন্ট নয়। তা একটি গভীর কন্ডিশনিং ট্রিটমেন্ট। এটি প্রোটিন, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা ক্ষতিগ্রস্থ এবং শুষ্ক চুল সারিয়ে তোলে। (Pic Credit - Freepik)

হেয়ার বোটক্স কী? চুলে বোটক্স কোনও ইঞ্জেকশনের মাধ্যমে ট্রিটমেন্ট নয়। তা একটি গভীর কন্ডিশনিং ট্রিটমেন্ট। এটি প্রোটিন, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা ক্ষতিগ্রস্থ এবং শুষ্ক চুল সারিয়ে তোলে। (Pic Credit - Freepik)

5 / 8
চুলে বোটক্স করানোর অর্থ, তা ভেতর থেকে পুষ্টি জোগায় ও মেরামত করে। এ ছাড়া চুলের শুষ্ক ভাব ও কোঁকড়া ভাবও কমায়। একইসঙ্গে চুলের স্বাভাবিক আয়তন বজায় রাখে। চুল ঘন করে ও পড়ায় কমায়। যেহেতু বোটক্স ট্রিটমেন্টে কোনও রাসায়নিক নেই, তাই চুলের স্বাভাবিক উজ্জ্বলতা এবং ঘনত্ব বজায় থাকে। (Pic Credit - Freepik)

চুলে বোটক্স করানোর অর্থ, তা ভেতর থেকে পুষ্টি জোগায় ও মেরামত করে। এ ছাড়া চুলের শুষ্ক ভাব ও কোঁকড়া ভাবও কমায়। একইসঙ্গে চুলের স্বাভাবিক আয়তন বজায় রাখে। চুল ঘন করে ও পড়ায় কমায়। যেহেতু বোটক্স ট্রিটমেন্টে কোনও রাসায়নিক নেই, তাই চুলের স্বাভাবিক উজ্জ্বলতা এবং ঘনত্ব বজায় থাকে। (Pic Credit - Freepik)

6 / 8
কেরাটিন ট্রিটমেন্ট কী? যাঁদের চুল কোঁকড়ানো, তাঁদের কেরাটিন ট্রিটমেন্ট করানো ভালো। কোঁকড়ানো চুলকে মসৃণ ও সোজা করতে যাঁরা চান, তাঁরা কেরাটিন ট্রিটমেন্ট করাতে পারেন। তবে এই ট্রিটমেন্টে রাসায়নিক ও ফর্মালডিহাইড ব্যবহার করা হয়। সেটি চুলের বাইরের স্তরে মসৃণ আবরণ সৃষ্টি করে। যার ফলে চুল সোজা দেখায়। (Pic Credit - Freepik)

কেরাটিন ট্রিটমেন্ট কী? যাঁদের চুল কোঁকড়ানো, তাঁদের কেরাটিন ট্রিটমেন্ট করানো ভালো। কোঁকড়ানো চুলকে মসৃণ ও সোজা করতে যাঁরা চান, তাঁরা কেরাটিন ট্রিটমেন্ট করাতে পারেন। তবে এই ট্রিটমেন্টে রাসায়নিক ও ফর্মালডিহাইড ব্যবহার করা হয়। সেটি চুলের বাইরের স্তরে মসৃণ আবরণ সৃষ্টি করে। যার ফলে চুল সোজা দেখায়। (Pic Credit - Freepik)

7 / 8
কেরাটিন ট্রিটমেন্টের উপকারিতা কী? এটি করানো হলে চুল সোজা ও মসৃণ হয়। কোঁকড়ানো চুলের জট ছেড়ে যায়। চুল ঝলমলে এবং নরম করে তোলে। একবার কেরাটিন ট্রিটমেন্ট করালে হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেইটনারের প্রয়োজনীয়তা কমে যায়।  (Pic Credit - Freepik)

কেরাটিন ট্রিটমেন্টের উপকারিতা কী? এটি করানো হলে চুল সোজা ও মসৃণ হয়। কোঁকড়ানো চুলের জট ছেড়ে যায়। চুল ঝলমলে এবং নরম করে তোলে। একবার কেরাটিন ট্রিটমেন্ট করালে হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেইটনারের প্রয়োজনীয়তা কমে যায়। (Pic Credit - Freepik)

8 / 8
Follow Us: