Controversy: ছবির বাজার ধরতে পোস্টারেই নগ্নতা, পোশাক খুলতে পিছপা হননি যে ৬ বলিউড স্টার

Viral News: নগ্নতাকে অস্ত্র করে পাবলিসিটি, কোন কোন ছবির পোস্টার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল।

| Edited By: | Updated on: May 30, 2022 | 7:56 PM
পুনম পান্ডে- নশা ছবির পোস্টারে বোল্ড লুকে ধরা দিয়েছিলেন পুনম পান্ডে। সম্পূর্ণ নগ্ন এই পোস্টার মুহূর্তে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল।

পুনম পান্ডে- নশা ছবির পোস্টারে বোল্ড লুকে ধরা দিয়েছিলেন পুনম পান্ডে। সম্পূর্ণ নগ্ন এই পোস্টার মুহূর্তে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল।

1 / 6
করিনা কাপুর- কুরবান ছবির পোস্টারে সইফ আলি খান ও করিনা কাপুর দুজনেই নগ্ন অবস্থায় এই ছবির পোস্টারে ধরা দিয়েছিলেন।

করিনা কাপুর- কুরবান ছবির পোস্টারে সইফ আলি খান ও করিনা কাপুর দুজনেই নগ্ন অবস্থায় এই ছবির পোস্টারে ধরা দিয়েছিলেন।

2 / 6
নেহা ধুপিয়া- খবরের শিরোনামে এসেছিলেন তিনি জুলি ছবির পোস্টারের মধ্যে দিয়ে। সেখানেও তাঁকে নগ্ন অবস্থায় পোজ় দিতে দেখা যায়।

নেহা ধুপিয়া- খবরের শিরোনামে এসেছিলেন তিনি জুলি ছবির পোস্টারের মধ্যে দিয়ে। সেখানেও তাঁকে নগ্ন অবস্থায় পোজ় দিতে দেখা যায়।

3 / 6
সানি লিওন- রাগিনি এমএমএস ছবির পোস্টারেও সানি লিওন ধরা দিয়েছিলেন বোল্ড লুকে। ঝড়ের গতিতে ভাইলার হয়েছিলেন সানি লিওন

সানি লিওন- রাগিনি এমএমএস ছবির পোস্টারেও সানি লিওন ধরা দিয়েছিলেন বোল্ড লুকে। ঝড়ের গতিতে ভাইলার হয়েছিলেন সানি লিওন

4 / 6
পিকে- পিকে ছবির শুটিং-এ নগ্ন হয়ে ধরা দিলেন আমির খান। ছবির পোস্টারেও দিয়েছিলেন নগ্ন লুকে ধরা।

পিকে- পিকে ছবির শুটিং-এ নগ্ন হয়ে ধরা দিলেন আমির খান। ছবির পোস্টারেও দিয়েছিলেন নগ্ন লুকে ধরা।

5 / 6
কঙ্গনা রানাওয়াত- কঙ্গনা রানাওয়াত রাজ ছবির পোস্টারে খোলা পিঠে ধরা দিয়েছিলেন। ঝড়ের গতিতে সেই পোস্টার হয়ে উঠেছিল ভাইরাল।

কঙ্গনা রানাওয়াত- কঙ্গনা রানাওয়াত রাজ ছবির পোস্টারে খোলা পিঠে ধরা দিয়েছিলেন। ঝড়ের গতিতে সেই পোস্টার হয়ে উঠেছিল ভাইরাল।

6 / 6
Follow Us: