মাত্র ৪ শতাংশ সুদ! সবথেকে সস্তার ঋণ দেয় সরকারই, কী স্কিম জানেন?

Loan Scheme: সাধারণ মানুষের ঘাড়ে ঋণের বোঝা যাতে না পারে, তার জন্য সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে, যা অনেকেরই অজানা। এমনই এক ঋণের খোঁজ রইল।

| Updated on: Jan 17, 2025 | 2:17 PM
হঠাৎ করে কোনও বিপদে পড়লে বা হঠাৎ টাকার দরকার পড়লে অনেকেই দিশেহারা হয়ে পড়েন। ব্যক্তিগতভাবে কারোর কাছ থেকে টাকা ধার করা যেমন অস্বস্তিকর, সেক্ষেত্রে চড়া সুদও দিতে হয়।

হঠাৎ করে কোনও বিপদে পড়লে বা হঠাৎ টাকার দরকার পড়লে অনেকেই দিশেহারা হয়ে পড়েন। ব্যক্তিগতভাবে কারোর কাছ থেকে টাকা ধার করা যেমন অস্বস্তিকর, সেক্ষেত্রে চড়া সুদও দিতে হয়।

1 / 9
তাই ভরসা ব্যাঙ্ক-ই। তবে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কেও চড়া হারে সুদ দিতে হয়।

তাই ভরসা ব্যাঙ্ক-ই। তবে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কেও চড়া হারে সুদ দিতে হয়।

2 / 9
সাধারণ মানুষের ঘাড়ে ঋণের বোঝা যাতে না পারে, তার জন্য সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে, যা অনেকেরই অজানা। এমনই এক ঋণের খোঁজ রইল।

সাধারণ মানুষের ঘাড়ে ঋণের বোঝা যাতে না পারে, তার জন্য সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে, যা অনেকেরই অজানা। এমনই এক ঋণের খোঁজ রইল।

3 / 9
বিভিন্ন সরকারি যে ঋণ প্রকল্প রয়েছে, তার মধ্যে সবথেকে কম সুদে ঋণ পাওয়া যায় কিসান ক্রেডিট কার্ড।

বিভিন্ন সরকারি যে ঋণ প্রকল্প রয়েছে, তার মধ্যে সবথেকে কম সুদে ঋণ পাওয়া যায় কিসান ক্রেডিট কার্ড।

4 / 9
 এই স্কিমের অধীনে মাত্র ৪ শতাংশ সুদের হারে ঋণ পাওয়া যায়।

এই স্কিমের অধীনে মাত্র ৪ শতাংশ সুদের হারে ঋণ পাওয়া যায়।

5 / 9
 সর্বাধিক ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় এই স্কিমের অধীনে।

সর্বাধিক ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় এই স্কিমের অধীনে।

6 / 9
এই স্কিমের অধীনে ঋণ পাওয়ার জন্য কৃষিজমি থাকা বাধ্যতামূলক। যদি নিজের নামে কৃষিজমি থাকে, তবে অনলাইন বা অফলাইনে কিসান ক্রেডিট কার্ডে ঋণের আবেদন করা যায়।

এই স্কিমের অধীনে ঋণ পাওয়ার জন্য কৃষিজমি থাকা বাধ্যতামূলক। যদি নিজের নামে কৃষিজমি থাকে, তবে অনলাইন বা অফলাইনে কিসান ক্রেডিট কার্ডে ঋণের আবেদন করা যায়।

7 / 9
কৃষক ছাড়াও যারা মৎসচাষ বা পশুপালনের সঙ্গে যুক্ত, তারাও এই ঋণ পেতে পারেন।

কৃষক ছাড়াও যারা মৎসচাষ বা পশুপালনের সঙ্গে যুক্ত, তারাও এই ঋণ পেতে পারেন।

8 / 9
অনেক সময় নির্বাচনের আগে সরকার কিসান ক্রেডিট কার্ডে ঋণের সুদ মকুব করে দেওয়া হয়।

অনেক সময় নির্বাচনের আগে সরকার কিসান ক্রেডিট কার্ডে ঋণের সুদ মকুব করে দেওয়া হয়।

9 / 9
Follow Us: