Chaitra Navratri 2024: গোটা চৈত্র মাসে ভুলেও এই কাজ করবেন না! করলেই দশভুজার রোষের শিকার হবেন আপনি

Mar 27, 2024 | 2:08 PM

Chaitra Month: শারদীয়া দুর্গাপুজো আসলে দেবী দুর্গার অকালবোধন। তাই শাস্ত্রীয় আচার মেনে বাসন্তী পুজো করা হয় সর্বত্র। ধর্মীয় বিশ্বাস অনুসারে, নবরাত্রি উপবাস পালন ও নয় দিন দেবীর পুজো করার সময় অনেক কিছুর বিশেষ যত্ন নেওয়া উচিত। রীতি মেনে এই সময় কোন কোন জিনিস ভুলেও ঘরে আনবেন না। না মানলেই দশভুজার রোষে পড়তে পারেন, জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার।

1 / 11
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, আগামী ৮ এপ্রিলে পড়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। তবে হিসেব করলে চৈত্র নবরাত্রি শুরু হবে আগামী ৯ এপ্রিল থেকে। শেষ হবে  ১৭ এপ্রিল। চৈত্র মাসের এই ৯দিন ধরে চলবে চৈত্র নবরাত্রি। অবাঙালিদের কাছে চৈত্র নবরাত্রি নামে পরিচিত হলেও, বাঙালির কাছে বাসন্তী পুজো হিসেবে বেশি পরিচিত।

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, আগামী ৮ এপ্রিলে পড়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। তবে হিসেব করলে চৈত্র নবরাত্রি শুরু হবে আগামী ৯ এপ্রিল থেকে। শেষ হবে ১৭ এপ্রিল। চৈত্র মাসের এই ৯দিন ধরে চলবে চৈত্র নবরাত্রি। অবাঙালিদের কাছে চৈত্র নবরাত্রি নামে পরিচিত হলেও, বাঙালির কাছে বাসন্তী পুজো হিসেবে বেশি পরিচিত।

2 / 11
হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি শুরু হয়। হিন্দু ধর্মে নবরাত্রির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নবরাত্রির নয় দিনে ভক্তদের ডাকে সাড়া দিতে মর্ত্যে নেমে আসেন দেবী দশভুজা। সমস্ত ভক্তের সমস্ত ইচ্ছাপূরণ করেন এই সময়। নিয়ম অনুসারে, এই নবরাত্রিতে সপ্তমী থেকে নবমী, টানা তিনদিন ধরে পালিত হয় বাঙালির আসল দুর্গাপুজো, বাসন্তী পুজো।

হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি শুরু হয়। হিন্দু ধর্মে নবরাত্রির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নবরাত্রির নয় দিনে ভক্তদের ডাকে সাড়া দিতে মর্ত্যে নেমে আসেন দেবী দশভুজা। সমস্ত ভক্তের সমস্ত ইচ্ছাপূরণ করেন এই সময়। নিয়ম অনুসারে, এই নবরাত্রিতে সপ্তমী থেকে নবমী, টানা তিনদিন ধরে পালিত হয় বাঙালির আসল দুর্গাপুজো, বাসন্তী পুজো।

3 / 11
শারদীয়া দুর্গাপুজো আসলে দেবী দুর্গার অকালবোধন। তাই শাস্ত্রীয় আচার মেনে বাসন্তী পুজো করা হয় সর্বত্র। ধর্মীয় বিশ্বাস অনুসারে, নবরাত্রি উপবাস পালন ও নয় দিন দেবীর পুজো করার সময় অনেক কিছুর বিশেষ যত্ন নেওয়া উচিত। রীতি মেনে এই সময় কোন কোন জিনিস ভুলেও ঘরে আনবেন না। না মানলেই দশভুজার রোষে পড়তে পারেন,  জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার।

শারদীয়া দুর্গাপুজো আসলে দেবী দুর্গার অকালবোধন। তাই শাস্ত্রীয় আচার মেনে বাসন্তী পুজো করা হয় সর্বত্র। ধর্মীয় বিশ্বাস অনুসারে, নবরাত্রি উপবাস পালন ও নয় দিন দেবীর পুজো করার সময় অনেক কিছুর বিশেষ যত্ন নেওয়া উচিত। রীতি মেনে এই সময় কোন কোন জিনিস ভুলেও ঘরে আনবেন না। না মানলেই দশভুজার রোষে পড়তে পারেন, জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার।

4 / 11
নবরাত্রি উৎসবে অখন্ড জ্যোতির বিশেষ গুরুত্ব রয়েছে। বহু ভক্ত রয়েছেন, যারা চৈত্র নবরাত্রির নয় দিন উপোস করে আদ্যাশক্তির পুজো করেন। নবরাত্রিতে কলস স্থাপন করেন ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রদীপ জ্বালিয়ে রাখেন। এমনটা করলে নয় দিনে ঘর খালি রাখা উচিত নয়। লক্ষ্য রাখতে হবে, অখন্ড জ্যোতি কখনওই  যেন নিভে না যায়।

নবরাত্রি উৎসবে অখন্ড জ্যোতির বিশেষ গুরুত্ব রয়েছে। বহু ভক্ত রয়েছেন, যারা চৈত্র নবরাত্রির নয় দিন উপোস করে আদ্যাশক্তির পুজো করেন। নবরাত্রিতে কলস স্থাপন করেন ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রদীপ জ্বালিয়ে রাখেন। এমনটা করলে নয় দিনে ঘর খালি রাখা উচিত নয়। লক্ষ্য রাখতে হবে, অখন্ড জ্যোতি কখনওই যেন নিভে না যায়।

5 / 11
নবরাত্রির সময় চামড়ার তৈরি জিনিস ব্যবহার করা নিষিদ্ধ। ভুল করেও চামড়ার বেল্ট, জুতা ও চপ্পল ব্যবহার করবেন না। এমনকি কেউ গিফট করলেও তা গ্রহণ করা উচিত নয়।

নবরাত্রির সময় চামড়ার তৈরি জিনিস ব্যবহার করা নিষিদ্ধ। ভুল করেও চামড়ার বেল্ট, জুতা ও চপ্পল ব্যবহার করবেন না। এমনকি কেউ গিফট করলেও তা গ্রহণ করা উচিত নয়।

6 / 11
মাংস ও মদ্যপান এই সময় ভুলেও করবেন না। নবরাত্রির পবিত্র ও আধ্যাত্মিকতা যাতে নষ্ট না হয়, তার জন্য এদিকে বিশেষ লক্ষ রাখা উচিত। কেউ বললেও সেই কথা কানে তুলবেন না।

মাংস ও মদ্যপান এই সময় ভুলেও করবেন না। নবরাত্রির পবিত্র ও আধ্যাত্মিকতা যাতে নষ্ট না হয়, তার জন্য এদিকে বিশেষ লক্ষ রাখা উচিত। কেউ বললেও সেই কথা কানে তুলবেন না।

7 / 11
নবরাত্রির সময় থেকে কখনওই কোনও খাবারে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা উচিত নয়। পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্যের মধ্যে গণ্য করা হয়। নবরাত্রিতে শুধু তাজা ও মরসুমি ফল গ্রহণ করা উচিত।

নবরাত্রির সময় থেকে কখনওই কোনও খাবারে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা উচিত নয়। পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্যের মধ্যে গণ্য করা হয়। নবরাত্রিতে শুধু তাজা ও মরসুমি ফল গ্রহণ করা উচিত।

8 / 11
চৈত্র মাসে এমনিতেই বেশ কিছু রীতি মেনে চলা হয়। এছাড়া যারা বাসন্তী পুজোয় বা নবরাত্রির সময় যারা উপবাস পালন করেন তাদের দাড়ি ও চুল কাটা উচিত নয়। এছাড়া নখও কাটা উচিত নয়।

চৈত্র মাসে এমনিতেই বেশ কিছু রীতি মেনে চলা হয়। এছাড়া যারা বাসন্তী পুজোয় বা নবরাত্রির সময় যারা উপবাস পালন করেন তাদের দাড়ি ও চুল কাটা উচিত নয়। এছাড়া নখও কাটা উচিত নয়।

9 / 11
হিন্দুশাস্ত্র মতে, কালো পোশাক কখনওই কোনও শুভ কাজে পরিধান করা উচিত নয়। নবরাত্রির নয় দিনে দশভুজার ভক্তদের কালো রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে কালো পোশাক পরিধান করলে অশুভ বলে মনে করা হয়।

হিন্দুশাস্ত্র মতে, কালো পোশাক কখনওই কোনও শুভ কাজে পরিধান করা উচিত নয়। নবরাত্রির নয় দিনে দশভুজার ভক্তদের কালো রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে কালো পোশাক পরিধান করলে অশুভ বলে মনে করা হয়।

10 / 11
সপ্তাহের বেশ কয়কেটি দিন রয়েছে, যেদিনগুলিতে ভুলেও নখ কাটা উচিত নয়। নবরাত্রির দিন নিয়মগুলি আরও কঠিন হয়ে যায়। নবরাত্রির সময় নখ কাটা নিষিদ্ধ। পারলে নবরাত্রি শুরুর আগেই নখ কেটে ফেলে রাখুন।

সপ্তাহের বেশ কয়কেটি দিন রয়েছে, যেদিনগুলিতে ভুলেও নখ কাটা উচিত নয়। নবরাত্রির দিন নিয়মগুলি আরও কঠিন হয়ে যায়। নবরাত্রির সময় নখ কাটা নিষিদ্ধ। পারলে নবরাত্রি শুরুর আগেই নখ কেটে ফেলে রাখুন।

11 / 11
নবরাত্রির নয়দিনে দশভুজার আরাধনায় বিশেষ ফল পেয়ে থাকেন। এই সময় লবণ খাওয়া উচিত নয়। নবরাত্রির খাবারে ফলমূল,আটা,আটার রুটি সাবুদানা,খিচুড়ি খাওয়া যেতে পারে। যে কোনও খাবারে সাধারণ লবণের বদলে সন্ধক লবণ ব্যবহার করা উচিত।

নবরাত্রির নয়দিনে দশভুজার আরাধনায় বিশেষ ফল পেয়ে থাকেন। এই সময় লবণ খাওয়া উচিত নয়। নবরাত্রির খাবারে ফলমূল,আটা,আটার রুটি সাবুদানা,খিচুড়ি খাওয়া যেতে পারে। যে কোনও খাবারে সাধারণ লবণের বদলে সন্ধক লবণ ব্যবহার করা উচিত।

Next Photo Gallery