Fit ex-footballers: বয়স বোঝার জো নেই, ফিটনেসে তাক লাগাচ্ছেন জিদান, পিরলোরা

খেলোয়াড়ি জীবনে ফিট থাকাটা কেরিয়ারের জন্য জরুরি। কিন্তু অবসরের পর? বেশিরভাগ অবসর নেওয়া ফুটবলার নিয়মের বেড়াজালে নিজেদের আটকে রাখতে পছন্দ করেন না। এক্ষেত্রে ঠিক উল্টো মনোভাব ডেভিড বেকহ্যাম, জিনেদিন জিদানদের।

| Edited By: | Updated on: Aug 17, 2022 | 8:00 AM
খেলোয়াড়ি জীবনে ফিট থাকাটা কেরিয়ারের জন্য জরুরি। কিন্তু অবসরের পর? বেশিরভাগ অবসর নেওয়া ফুটবলার নিয়মের বেড়াজালে নিজেদের আটকে রাখতে পছন্দ করেন না। এক্ষেত্রে ঠিক উল্টো মনোভাব ডেভিড বেকহ্যাম, জিনেদিন জিদানদের। অবসরের পর যেন তাঁদের বেশি ফিট বলে মনে হয়। ৫০ বছরের জিদান রীতিমতো সাইক্লিং করেন। নিজেকে সর্বদা রাখেন ফিট।(ছবি:ইনস্টাগ্রাম)

খেলোয়াড়ি জীবনে ফিট থাকাটা কেরিয়ারের জন্য জরুরি। কিন্তু অবসরের পর? বেশিরভাগ অবসর নেওয়া ফুটবলার নিয়মের বেড়াজালে নিজেদের আটকে রাখতে পছন্দ করেন না। এক্ষেত্রে ঠিক উল্টো মনোভাব ডেভিড বেকহ্যাম, জিনেদিন জিদানদের। অবসরের পর যেন তাঁদের বেশি ফিট বলে মনে হয়। ৫০ বছরের জিদান রীতিমতো সাইক্লিং করেন। নিজেকে সর্বদা রাখেন ফিট।(ছবি:ইনস্টাগ্রাম)

1 / 6
ইতালিয়ান ফুটবলে একটি কথা প্রচলিত ছিল, 'নো পিরলো, নো পার্টি'। ২০১৮ সালে অবসর বুটজোড়া তুলে রাখলেও নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখেন আন্দ্রে পিরলো।(ছবি:ইনস্টাগ্রাম)

ইতালিয়ান ফুটবলে একটি কথা প্রচলিত ছিল, 'নো পিরলো, নো পার্টি'। ২০১৮ সালে অবসর বুটজোড়া তুলে রাখলেও নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখেন আন্দ্রে পিরলো।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
অবসরের পর চেহারায় বদল আসে। ৪৮ বছরের প্রাক্তন বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ তারকা জি রবের্তোর বদল হচ্ছে যেন উল্টোদিক থেকে। পাঁচবছর আগে অবসর নেওয়া রবের্তোর সিক্স প্যাক অ্যাবস তাক লাগিয়ে দেওয়ার মতো।(ছবি:ইনস্টাগ্রাম)

অবসরের পর চেহারায় বদল আসে। ৪৮ বছরের প্রাক্তন বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ তারকা জি রবের্তোর বদল হচ্ছে যেন উল্টোদিক থেকে। পাঁচবছর আগে অবসর নেওয়া রবের্তোর সিক্স প্যাক অ্যাবস তাক লাগিয়ে দেওয়ার মতো।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
ফিট ফুটবলারদের তালিকায় ডেভিড বেকহ্যাম না থাকলে সেই লিস্ট অসম্পূর্ণ। ২০১৩ সালে বুটজোড়া তুলে রাখার পর প্রাক্তন ইংল্যান্ড ফুটবল তারকা মডেলিং করতে শুরু করেন। ট্যাটু সর্বস্ব শরীরে বয়স বাড়ার সঙ্গে যেন আরও তীক্ষ্ণ হচ্ছেন বেকহ্য়াম।(ছবি:ইনস্টাগ্রাম)

ফিট ফুটবলারদের তালিকায় ডেভিড বেকহ্যাম না থাকলে সেই লিস্ট অসম্পূর্ণ। ২০১৩ সালে বুটজোড়া তুলে রাখার পর প্রাক্তন ইংল্যান্ড ফুটবল তারকা মডেলিং করতে শুরু করেন। ট্যাটু সর্বস্ব শরীরে বয়স বাড়ার সঙ্গে যেন আরও তীক্ষ্ণ হচ্ছেন বেকহ্য়াম।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
২০১৯ সালে অবসর নেওয়ার আগে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্তাস, মোনাকোর মতো দলে খেলে এসেছেন প্যাট্রিস এভরা। ইনস্টাগ্রামে প্রায়ই ফিট চেহারার ছবি, ভিডিও পোস্ট করেন। (ছবি:ইনস্টাগ্রাম)

২০১৯ সালে অবসর নেওয়ার আগে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্তাস, মোনাকোর মতো দলে খেলে এসেছেন প্যাট্রিস এভরা। ইনস্টাগ্রামে প্রায়ই ফিট চেহারার ছবি, ভিডিও পোস্ট করেন। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক রিও ফার্দিনান্দ। ৪৩ বছরের প্রাক্তন ফুটবলারের বাইসেপস যেন জামার ফাঁক দিয়ে ঠিকরে বেরিয়ে আসতে চায়। (ছবি:ইনস্টাগ্রাম)

প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক রিও ফার্দিনান্দ। ৪৩ বছরের প্রাক্তন ফুটবলারের বাইসেপস যেন জামার ফাঁক দিয়ে ঠিকরে বেরিয়ে আসতে চায়। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
Follow Us: