Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relationship Controversy: দীপিকার হস্তক্ষেপে রণবীরের জীবনে বড় রদবদল, দীর্ঘ দিনের অভ্যাসে কোপ

Ranveer Deepika: একাধিক সাক্ষাৎকারে তিনি এই নিয়ে কথা বলেছেন। দীপিকা আসার পরই তাঁর জীবনে এসেছে এই বদল।

| Edited By: | Updated on: May 04, 2022 | 4:21 PM
দীপিকা পাড়ুকোন এক কথায় বলতে গেলে বরাবরই ভীষণ রকমভাবে সিস্টেমেটিক জীবন যাপনে বিশ্বাসী। একাধিক সাক্ষাৎকারে তিনি এই নিয়ে কথা বলেছেন।

দীপিকা পাড়ুকোন এক কথায় বলতে গেলে বরাবরই ভীষণ রকমভাবে সিস্টেমেটিক জীবন যাপনে বিশ্বাসী। একাধিক সাক্ষাৎকারে তিনি এই নিয়ে কথা বলেছেন।

1 / 6
জানিয়েছেন, কোথাও গিয়ে যদি জীবনের ব্যালান্স নষ্ট হয়, তবে এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে, একটা সময়ের পর তা কাজের উদ্যমকে নষ্ট করে দিতে থাকে।

জানিয়েছেন, কোথাও গিয়ে যদি জীবনের ব্যালান্স নষ্ট হয়, তবে এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে, একটা সময়ের পর তা কাজের উদ্যমকে নষ্ট করে দিতে থাকে।

2 / 6
গভীর চুম্বনে একে অন্যের মধ্যে হারিয়ে গিয়ে ভুলে গেলেন এটা শুটিং সেট। রামলীলার সেটে গিয়ে রোল বলতেই শুরু ঘনিষ্ট দৃশ্যের শুটিং। এরপরই শুট শেষ হতেই পরিচালক বলেন কাট।

গভীর চুম্বনে একে অন্যের মধ্যে হারিয়ে গিয়ে ভুলে গেলেন এটা শুটিং সেট। রামলীলার সেটে গিয়ে রোল বলতেই শুরু ঘনিষ্ট দৃশ্যের শুটিং। এরপরই শুট শেষ হতেই পরিচালক বলেন কাট।

3 / 6
তাতে লাভের লাভ কিছুই হল না। কারণ চুম্বন থেকে বিরত থাকলেন না রণবীর দীপিকা। তাঁরা সেই অবস্থাতেই চালিয়ে গেলেন চুম্বন। সেটে সাক্ষী থেকে ছিল সকলেই।

তাতে লাভের লাভ কিছুই হল না। কারণ চুম্বন থেকে বিরত থাকলেন না রণবীর দীপিকা। তাঁরা সেই অবস্থাতেই চালিয়ে গেলেন চুম্বন। সেটে সাক্ষী থেকে ছিল সকলেই।

4 / 6
২০১৩ সালের ঘটনা। তখনও তাঁরা একে অন্যের সঙ্গে ঘর করা শুরু করেনি। তবে ভাললাগা জন্মে গিয়েছিলেন মনের গভীরে। দীপিকা নিজেই জানিয়ে ছিলেন, এমন অনেক পরিস্থিতি হয় যেখানে কাট বলার সঙ্গে সঙ্গে থেমে যাওয়া সম্ভবপর হয় না।

২০১৩ সালের ঘটনা। তখনও তাঁরা একে অন্যের সঙ্গে ঘর করা শুরু করেনি। তবে ভাললাগা জন্মে গিয়েছিলেন মনের গভীরে। দীপিকা নিজেই জানিয়ে ছিলেন, এমন অনেক পরিস্থিতি হয় যেখানে কাট বলার সঙ্গে সঙ্গে থেমে যাওয়া সম্ভবপর হয় না।

5 / 6
দীপিকার কথায়, একটা সময় ছিল যখন সকলেই এই ধরনের কাজ করতে বেশ দ্বিধাবোধ করতেন। কিন্তু এখন সময়টা পাল্টেছে। পাল্টে গিয়েছে চিন্তাভাবনা।

দীপিকার কথায়, একটা সময় ছিল যখন সকলেই এই ধরনের কাজ করতে বেশ দ্বিধাবোধ করতেন। কিন্তু এখন সময়টা পাল্টেছে। পাল্টে গিয়েছে চিন্তাভাবনা।

6 / 6
Follow Us: