দীপিকা পাড়ুকোন: ৮০ লাখ টাকা বার্ষিক পারিশ্রমিক পান দীপিকা পাড়ুকোনের দেহরক্ষী জালাল। সারাক্ষণই দিপুকে ঘিরে থাকেন জালাল।
প্রত্যেক বন্ধুর বাড়িতে সবার প্রথমে ডাক পেতেন দীপিকা। তাঁকে ডাকতে ভুলতেন না বন্ধুরা।
সব মিলিয়ে কোথাও যেন পারফেস্ট সম্পর্কের গোল সেটার এই সেলেব জুটি নেটদুনিয়ায় ভীষণ পছন্দের। তবে দীপিকাকে নিয়ে যে রণবীরের বিন্দুমাত্র অভিযোগ নেই এমনটাো ভাবনা ভুল, কারণ দীপিকা এতটাই বেশি বাতিকগ্রস্থ জিনিসপত্র পরিষ্কার করা নিয়ে, যে রীতিমত নাজেহাল অবস্থায় রণবীর ফোর করে বসেছিলেন দীপিকার বাড়িতে। এই প্রসঙ্গও সামনে আনতে দ্বিধাবোধ করেননি রণবীর।
এবং সেই কারণেই সব পার্টিতে, রাতে বন্ধুদের বাড়িতে স্লিপওভারে ডাক পান তিনি।
কিন্তু আদতে বিষয়টা সেরকম ছিল না। বন্ধুরা বোকা বানাতেন আবেগপ্রবণ দীপিকাকে।
তাঁরা দীপিকাকে দিয়ে নিজেদের ঘর পরিস্কার করাতেন, আলমারি গোছাতেন। এবং সব কাজই হাসি মুখে করে দিতেন দীপিকা।
কিন্তু একটা সময় পর তিনি বুঝতে পারেন বন্ধুরা তাঁকে ব্যবহার করছেন, তাঁকে একেবারেই ভালবাসেন না।
তারপর থেকে বন্ধুদের বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছিলেন দীপিকা। কিছু জনের সঙ্গে যোগাযোগও বন্ধ করেছিলেন মনের দুঃখে।