আজ কিয়ারার জন্মদিনে জেনে নিন কিয়ারা সম্পর্কে কিছু অজানা তথ্য।
কিয়ারার বাবা মুম্বইয়ের এক সিন্ধ্রি ব্যবসায়ী। মা জেনেভিভ জাফরি একজন শিক্ষিকা। মুম্বইতেই জন্ম কিয়ারার।
অশোক কুমার এবং সইদ জাফরি, বলিউডের এই দুই প্রবাদপ্রতিম অভিনেতার দূর সম্পর্কের নাতনি কিয়ারা। কিয়ারার মা জেনেভিভের বাবা হামিদ জাফরির দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন অশোক কুমারের কন্যা। হামিদের নিজের দাদা হলেন সইদ জাফরি। ফলে অভিনয় তাঁর রক্তে।
সলমন খানের সঙ্গে কিয়ারার সম্পর্ক রয়েছে। কিয়ারার মা এবং সলমন নাকি একসঙ্গে বড় হয়েছেন। বান্দ্রায় একসঙ্গে সাইকেল চালানো, বড় হয়ে স্টার হবার স্বপ্ন একদা সলমন শেয়ার করতেন তাঁর বান্ধবী জেনেভিভের সঙ্গে। যিনি কিয়ারার মা। মায়ের কাছ থেকেই এ সব গল্প শুনেছেন বলে এক সাক্ষাৎকারে দাবি করেন কিয়ারা।
কিয়ারার মাসি শাহিনের সঙ্গে নাকি এক সময় ডেট করতেন সলমন। কিয়ারা জানিয়েছিলেন, সেটাই সম্ভবত তাঁদের প্রথম ডেট ছিল।
আগামী ১২ অগস্ট ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে শেরশাহ। সেখানে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কিয়ারা। এই দুই শিল্পীর প্রেমের গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও তা নিয়ে কেউই মুখ খোলেননি।