Mahuya Dutta |
Jun 05, 2022 | 1:51 AM
প্রতি বছর বিভিন্ন জায়গায় আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এই বছর হচ্ছে আবু ধাবিতে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান মানেই রেড কার্পেটে হাঁটা। কিন্তু আইফা ব্যতিক্রমী।
১৫ বছর আগে ঠিক করা হয়েছিল, লাল নয় সবুজ ঘাসে হাঁটবেন সেলিব্রিটিরা। এর কারণ পৃথিবীর জলবায়ু আর সবুজ যেভাবে শেষ হয়ে যাচ্ছে, তার বার্তা দিতেই এই ভাবনা।
অনুষ্ঠানের আয়োজকদের মতে, সারা বিশ্বে পরিবেশ সচেতনাতার বার্তা দিতেই এই উদ্যোগ।
২০০০ সালে প্রথমবার লন্ডনে আইফার আয়োজন করা হয়।
এই বছরও আয়োজকরা তাঁদের সবুজের বার্তা রেখেই আয়োজন করেছেন পুরো অনুষ্ঠানের।
অনেক তারকারা এই বছর তাঁদের পোশাকেও রেখেছেন সবুজের ছোঁয়া