Rang Panchami 2023: আজই হোলি খেলতে মর্ত্যে নামেন সব দেব-দেবীরা! চরম অর্থকষ্ট কাটবে এই বিশেষ প্রতিকারেই

Goddess Lakshmi: হোলির ঠিক পাঁচ দিন পরেই পালিত হয় রঙ পঞ্চমী। এ বছর ১২ মার্চ পালিত হচ্ছে রঙিন পঞ্চমীর উত্‍সব। এইদিনটিকে দেব পঞ্চমীও বলা হয়।

| Edited By: | Updated on: Mar 12, 2023 | 6:59 PM
হোলির ঠিক পাঁচ দিন পরেই পালিত হয় রঙ পঞ্চমী। এ বছর ১২ মার্চ পালিত হচ্ছে রঙিন পঞ্চমীর উত্‍সব। এইদিনটিকে দেব পঞ্চমীও বলা হয়।

হোলির ঠিক পাঁচ দিন পরেই পালিত হয় রঙ পঞ্চমী। এ বছর ১২ মার্চ পালিত হচ্ছে রঙিন পঞ্চমীর উত্‍সব। এইদিনটিকে দেব পঞ্চমীও বলা হয়।

1 / 8
কথিত আছে, এদিনই স্বর্গ থেকে সব দেব-দেবীরা মর্ত্যে হোলি খেলতে নেমে আসেন। এদিন বিশেষ প্রতিকার মেনে চললে ধনলক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। চরম অর্থাভাবও দূর হয় নিমেষের মধ্যে।

কথিত আছে, এদিনই স্বর্গ থেকে সব দেব-দেবীরা মর্ত্যে হোলি খেলতে নেমে আসেন। এদিন বিশেষ প্রতিকার মেনে চললে ধনলক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। চরম অর্থাভাবও দূর হয় নিমেষের মধ্যে।

2 / 8
রাধা-কৃষ্ণের প্রেমের প্রতীক হল রঙ পঞ্চমী। হোলি দিয়ে রঙিন উত্‍সব শুরু হলেও এই রঙের খেলা শেষ হয় রঙ পঞ্চমীর মাধ্যমে। ধর্মীয় বিশ্বাস যে প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমীতে দেবতারা হোলি খেলতে মর্ত্যে আগমন ঘটে। তাই একে রঙ পঞ্চমী বলা হয়।

রাধা-কৃষ্ণের প্রেমের প্রতীক হল রঙ পঞ্চমী। হোলি দিয়ে রঙিন উত্‍সব শুরু হলেও এই রঙের খেলা শেষ হয় রঙ পঞ্চমীর মাধ্যমে। ধর্মীয় বিশ্বাস যে প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমীতে দেবতারা হোলি খেলতে মর্ত্যে আগমন ঘটে। তাই একে রঙ পঞ্চমী বলা হয়।

3 / 8
এই পবিত্র তিথিতে আবির, রঙ , হলুদ ও চন্দনের পাশাপাশি আকাশে ফুলের তৈরি আবির উড়িয়ে দেওয়ার রীতি রয়েছে। কথিত আছে, এদিন রঙ খেলে সব দেব-দেবী খুব খুশিতে থাকেন। যাঁরা এদিন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন, তাঁদের গৃহে সুখ-সমৃদ্ধি করেন।

এই পবিত্র তিথিতে আবির, রঙ , হলুদ ও চন্দনের পাশাপাশি আকাশে ফুলের তৈরি আবির উড়িয়ে দেওয়ার রীতি রয়েছে। কথিত আছে, এদিন রঙ খেলে সব দেব-দেবী খুব খুশিতে থাকেন। যাঁরা এদিন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন, তাঁদের গৃহে সুখ-সমৃদ্ধি করেন।

4 / 8
এদিন দেবতাদের সঙ্গে হোলি খেলার সময় হল সকাল ৯টা ৩৮ মিনিট থেকে  ১২টা ২৭ মিনিট পর্যন্ত। শাস্ত্রমতে, রঙ পঞ্চমী দৈবশক্তির প্রভাবে তীব্র হয়, তাই আকাশে নানা রঙের ফুল ফোটে। বাতাসে জমে থাকা শক্তির কণা নেগেটিভ শক্তির সঙ্গে লড়াই করে। জীবনে ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে।

এদিন দেবতাদের সঙ্গে হোলি খেলার সময় হল সকাল ৯টা ৩৮ মিনিট থেকে ১২টা ২৭ মিনিট পর্যন্ত। শাস্ত্রমতে, রঙ পঞ্চমী দৈবশক্তির প্রভাবে তীব্র হয়, তাই আকাশে নানা রঙের ফুল ফোটে। বাতাসে জমে থাকা শক্তির কণা নেগেটিভ শক্তির সঙ্গে লড়াই করে। জীবনে ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে।

5 / 8
রঙ পঞ্চমীতে দেবী লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এদিন লক্ষ্মীকে গোলাপী রঙের আবির নিবেদন করা উচিত। কনকধারা স্তোত্র পাঠ করলে গৃহ থেকে কখনও ধনলক্ষ্মী প্রস্থান করেন না। অর্থের অভাব দূর হয় নিমেষে।

রঙ পঞ্চমীতে দেবী লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এদিন লক্ষ্মীকে গোলাপী রঙের আবির নিবেদন করা উচিত। কনকধারা স্তোত্র পাঠ করলে গৃহ থেকে কখনও ধনলক্ষ্মী প্রস্থান করেন না। অর্থের অভাব দূর হয় নিমেষে।

6 / 8
রঙ পঞ্চমীতে রাধা-কৃষ্ণকে হলুদ নিবেদন করতে পারেন। কথিত আছে, এতে দাম্পত্য জীবনের টানাপোড়েনের অবসান ঘটে। নিজের পছন্দমতো জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছাপূরণ হতে পারে।

রঙ পঞ্চমীতে রাধা-কৃষ্ণকে হলুদ নিবেদন করতে পারেন। কথিত আছে, এতে দাম্পত্য জীবনের টানাপোড়েনের অবসান ঘটে। নিজের পছন্দমতো জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছাপূরণ হতে পারে।

7 / 8
বিবাহিত মহিলারা এদিন দেব-পার্বতীকে বিভিন্ন প্রসাধনী পণ্য অর্পণ করা উচিত। তাতে স্বামীর উপরে আসা সমস্ত অর্থকষ্ট দূর হয়। ফিরে আসে সব সৌভাগ্য।

বিবাহিত মহিলারা এদিন দেব-পার্বতীকে বিভিন্ন প্রসাধনী পণ্য অর্পণ করা উচিত। তাতে স্বামীর উপরে আসা সমস্ত অর্থকষ্ট দূর হয়। ফিরে আসে সব সৌভাগ্য।

8 / 8
Follow Us: