Salman Khan Birthday: অভিনেতা নয়, চেয়েছিলেন লেখক হবে, অবসরে কী কী করেন ভাইজান…

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra

Updated on: Dec 27, 2022 | 2:46 PM

Salman Khan; অভিনেতা হতে চাননি সলমন খান। ছোট থেকেই তাঁর লেখার প্রতিছিল বিশেষ ঝোঁক। লেখক হতেই চেয়েছিলেন সলমন খান।

Dec 27, 2022 | 2:46 PM
বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

1 / 6
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।

2 / 6
পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

3 / 6
 অনেকেই হয়তো জানেন না সলমন খান সাবান খুব পছন্দ করেন। তাঁর বাড়ির বাথরুমে বিভিন্ন ধরনের সাবান ভর্তি। সব ধরনের সাবানের কালেকশন তাঁর রয়েছে।

অনেকেই হয়তো জানেন না সলমন খান সাবান খুব পছন্দ করেন। তাঁর বাড়ির বাথরুমে বিভিন্ন ধরনের সাবান ভর্তি। সব ধরনের সাবানের কালেকশন তাঁর রয়েছে।

4 / 6
সলমন-ক্যাটরিনা- সলমন খান ও ক্যাটরিনা কইফ একে অন্যের পাশে ছিলেন বেশ মানানসই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই জুটির সমীকরণ ভক্তদের মনে বেশ পছন্দের।

সলমন-ক্যাটরিনা- সলমন খান ও ক্যাটরিনা কইফ একে অন্যের পাশে ছিলেন বেশ মানানসই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই জুটির সমীকরণ ভক্তদের মনে বেশ পছন্দের।

5 / 6
সলমন খান গানও গাইতে পারেন। নিজেই গান গেয়ে আসর জমিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ভাইজান। নিজের গান নিয়ে তবে সেভাবে চর্চা করেন না তিনি।

সলমন খান গানও গাইতে পারেন। নিজেই গান গেয়ে আসর জমিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ভাইজান। নিজের গান নিয়ে তবে সেভাবে চর্চা করেন না তিনি।

6 / 6

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla