Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চরিত্রের নামে পরিচিত এই সব শিল্পীদের আসল নাম জানেন?

Bollywood Actors: এই অভিনেতারা চরিত্রের নামে পরিচিত। কিন্তু কতজন দর্শক এই জনপ্রিয় অভিনেতাদের আসল নাম জানেন?

| Edited By: | Updated on: Aug 02, 2021 | 7:13 PM
‘জেকে’। রাজ এবং ডিকে পরিচালিত ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এ এটাই তাঁর চরিত্রের নাম। মনোজ বাজপেয়ীর সঙ্গে সর্বক্ষণ থাকা এই অভিনেতা জেকে নামেই পরিচিত দর্শক মহলে। ওঁর আসল নাম শারিব হাশমি।

‘জেকে’। রাজ এবং ডিকে পরিচালিত ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’-এ এটাই তাঁর চরিত্রের নাম। মনোজ বাজপেয়ীর সঙ্গে সর্বক্ষণ থাকা এই অভিনেতা জেকে নামেই পরিচিত দর্শক মহলে। ওঁর আসল নাম শারিব হাশমি।

1 / 7
ওয়েব সিরিজ হোক বা বলিউডি সিনেমা, এই অভিনেত্রী পরিচিত মুখ। ‘ফোর মোর শটস্’-এর মতো সিরিজে তাঁর অভিনয় সব মহলে প্রশংসিত। অথচ সাধারণ দর্শক হয়তো অভিনেত্রীর আসল নাম জানেন না। ইনি অমৃতা পুরী।

ওয়েব সিরিজ হোক বা বলিউডি সিনেমা, এই অভিনেত্রী পরিচিত মুখ। ‘ফোর মোর শটস্’-এর মতো সিরিজে তাঁর অভিনয় সব মহলে প্রশংসিত। অথচ সাধারণ দর্শক হয়তো অভিনেত্রীর আসল নাম জানেন না। ইনি অমৃতা পুরী।

2 / 7
‘মকবুল’। ফের ‘মির্জাপুর’। ‘কালিন ভাইয়া’ অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠি অভিনীত চরিত্রের নিরাপত্তারক্ষী ‘মকবুল’ ওয়েব অডিয়েন্সের কাছে চরিত্রের নামে পরিচিত। অভিনেতার আসল নাম সাজি চৌধুরি।

‘মকবুল’। ফের ‘মির্জাপুর’। ‘কালিন ভাইয়া’ অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠি অভিনীত চরিত্রের নিরাপত্তারক্ষী ‘মকবুল’ ওয়েব অডিয়েন্সের কাছে চরিত্রের নামে পরিচিত। অভিনেতার আসল নাম সাজি চৌধুরি।

3 / 7
‘জামতারা- সবকা নাম্বার আয়েগা’, ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’-এর মতো ওয়েব সিরিজে এই অভিনেতাকে দেখেছেন দর্শক। চরিত্রাভিনেতা ইনি। ফলে গুরুত্বপূর্ণ চরিত্রেই তাঁকে কাস্ট করেন নির্মাতারা। অসাধারণ পারফর্মারও তিনি। অথচ এর আসল নাম বহু দর্শক জানেন না। ইনি আসিফ খান।

‘জামতারা- সবকা নাম্বার আয়েগা’, ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’-এর মতো ওয়েব সিরিজে এই অভিনেতাকে দেখেছেন দর্শক। চরিত্রাভিনেতা ইনি। ফলে গুরুত্বপূর্ণ চরিত্রেই তাঁকে কাস্ট করেন নির্মাতারা। অসাধারণ পারফর্মারও তিনি। অথচ এর আসল নাম বহু দর্শক জানেন না। ইনি আসিফ খান।

4 / 7
হিন্দি ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-তে ‘ধনিয়া’ চরিত্রে বিখ্যাত এই অভিনেত্রী। সেই নামেই দর্শকের কাছে পরিচিত তিনি। এর আসল নাম হয়তো অনেকেই জানেন না। ইনি সুনীতা রাজওয়ার।

হিন্দি ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-তে ‘ধনিয়া’ চরিত্রে বিখ্যাত এই অভিনেত্রী। সেই নামেই দর্শকের কাছে পরিচিত তিনি। এর আসল নাম হয়তো অনেকেই জানেন না। ইনি সুনীতা রাজওয়ার।

5 / 7
‘শরদ শুক্লা’। যে সব দর্শক ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ দেখেছেন, তাঁরা এই অভিনেতাকে ‘শরদ শুক্লা’ নামেই চেনেন। ‘মুন্না’ চরিত্রের প্রতিদ্বন্দ্বী। এই অভিনেতার নাম অঞ্জুম শর্মা।

‘শরদ শুক্লা’। যে সব দর্শক ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ দেখেছেন, তাঁরা এই অভিনেতাকে ‘শরদ শুক্লা’ নামেই চেনেন। ‘মুন্না’ চরিত্রের প্রতিদ্বন্দ্বী। এই অভিনেতার নাম অঞ্জুম শর্মা।

6 / 7
‘দিল্লি ক্রাইম’-এর মতো ওয়েব সিরিজে এই অভিনেত্রীর অভিনয় মনে রাখবেন দর্শক। এর আসল নাম যশস্বিনী দয়ামা।

‘দিল্লি ক্রাইম’-এর মতো ওয়েব সিরিজে এই অভিনেত্রীর অভিনয় মনে রাখবেন দর্শক। এর আসল নাম যশস্বিনী দয়ামা।

7 / 7
Follow Us: