AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Office Vastu Tips: অফিসের ডেস্কে প্লাস্টিকের ফুল রাখলে কত বড় ক্ষতি পারে জানেন?

অফিসের ডেস্ক যদি গোছানো থাকে, তা হলে মনটাও যেন ফুরফুরে হয়ে যায়। নিজের চারপাশের পরিবেশ ভালো থাকলে ইতিবাচকতা ছড়ায়। অনেকেই তাঁদের অফিসের ডেস্কে তাজা ফুল বা কোনও গাছ রাখা পছন্দ করেন। ফুল চেতনাকে সতেজ করে। মনকে শান্ত করে। তবে ডেস্কে ফুল রাখার সময় বেশ কিছু ভুল মোটেও করা উচিত নয়। নইলে হতে পারে হিতে বিপরীত।

| Updated on: May 15, 2025 | 6:33 PM
অফিসের ডেস্ক যদি গোছানো থাকে, তা হলে যেন মনটাও বড্ড ফুরফুরে হয়ে যায়। নিজের চারপাশের পরিবেশ ভালো থাকলে ইতিবাচকতা ছড়ায়। (Pic Credit - Freepik)

অফিসের ডেস্ক যদি গোছানো থাকে, তা হলে যেন মনটাও বড্ড ফুরফুরে হয়ে যায়। নিজের চারপাশের পরিবেশ ভালো থাকলে ইতিবাচকতা ছড়ায়। (Pic Credit - Freepik)

1 / 8
অনেকেই তাঁদের অফিসের ডেস্কে তাজা ফুল বা কোনও গাছ রাখা পছন্দ করেন। ফুল চেতনাকে সতেজ করে। একইসঙ্গে মনকে শান্ত করে। (Pic Credit - Freepik)

অনেকেই তাঁদের অফিসের ডেস্কে তাজা ফুল বা কোনও গাছ রাখা পছন্দ করেন। ফুল চেতনাকে সতেজ করে। একইসঙ্গে মনকে শান্ত করে। (Pic Credit - Freepik)

2 / 8
অফিসের ডেস্কে ফুল রাখলে কর্মক্ষেত্রের পরিবেশ ইতিবাচক হয়। ফুলের সৌন্দর্য এবং সুন্দর গন্ধ মনকে শান্ত করে। ফুল বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সাফল্য ও অগ্রগতির পথও প্রশস্ত করে। (Pic Credit - Freepik)

অফিসের ডেস্কে ফুল রাখলে কর্মক্ষেত্রের পরিবেশ ইতিবাচক হয়। ফুলের সৌন্দর্য এবং সুন্দর গন্ধ মনকে শান্ত করে। ফুল বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সাফল্য ও অগ্রগতির পথও প্রশস্ত করে। (Pic Credit - Freepik)

3 / 8
অনেক সময় অফিসের ডেস্কে ফুল সাজানোর সময় অনেকে বেশ কিছু সাধারণ ভুল করে থাকেন। যা সেই ব্যক্তির কাজের উপর প্রভাব ফেলে। (Pic Credit - Freepik)

অনেক সময় অফিসের ডেস্কে ফুল সাজানোর সময় অনেকে বেশ কিছু সাধারণ ভুল করে থাকেন। যা সেই ব্যক্তির কাজের উপর প্রভাব ফেলে। (Pic Credit - Freepik)

4 / 8
অফিসের ডেস্কে ফুল সাজানোর সময় খেয়াল রাখবেন ফুলের মুখ যেন আপনার দিকেই থাকে। অর্থাৎ, ফুলগুলি আপনার দিকে ঝুঁকে থাকতে হবে। যাতে আপনার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। যদি ফুলগুলি অন্য দিকে হেলে থাকে, তা হলে এটি নেতিবাচকতা আনতে পারে এবং আপনার কাজের উপর প্রভাব ফেলতে পারে। (Pic Credit - Freepik)

অফিসের ডেস্কে ফুল সাজানোর সময় খেয়াল রাখবেন ফুলের মুখ যেন আপনার দিকেই থাকে। অর্থাৎ, ফুলগুলি আপনার দিকে ঝুঁকে থাকতে হবে। যাতে আপনার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। যদি ফুলগুলি অন্য দিকে হেলে থাকে, তা হলে এটি নেতিবাচকতা আনতে পারে এবং আপনার কাজের উপর প্রভাব ফেলতে পারে। (Pic Credit - Freepik)

5 / 8
অফিসের ডেস্কে ফুল রাখার সময় খেয়াল রাখতে হবে ফুলে যেন কাঁটা না থাকে। বাস্তুশাস্ত্র মতে, ডেস্কে কাঁটাযুক্ত ফুল থাকলে কর্মক্ষেত্রে বাধা তৈরি হয়। গোলাপের মতো ফুল ডেস্কে রাখার আগে কাঁটা সরিয়ে ফেলতে হবে। (Pic Credit - Freepik)

অফিসের ডেস্কে ফুল রাখার সময় খেয়াল রাখতে হবে ফুলে যেন কাঁটা না থাকে। বাস্তুশাস্ত্র মতে, ডেস্কে কাঁটাযুক্ত ফুল থাকলে কর্মক্ষেত্রে বাধা তৈরি হয়। গোলাপের মতো ফুল ডেস্কে রাখার আগে কাঁটা সরিয়ে ফেলতে হবে। (Pic Credit - Freepik)

6 / 8
অফিসের ডেস্কে ফুল সাজানোর সময় খেয়াল রাখতে হবে ফুল যেন কৃত্রিম বা প্লাস্টিকের না হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, প্লাস্টিককে শারীরিক ও আধ্যাত্মিকতার স্তরে অপবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই জাতীয় জিনিসগুলির কারণে, রাহু গ্রহ কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্মপ্রবাহে বাধা তৈরি করতে পারে। (Pic Credit - Freepik)

অফিসের ডেস্কে ফুল সাজানোর সময় খেয়াল রাখতে হবে ফুল যেন কৃত্রিম বা প্লাস্টিকের না হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, প্লাস্টিককে শারীরিক ও আধ্যাত্মিকতার স্তরে অপবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই জাতীয় জিনিসগুলির কারণে, রাহু গ্রহ কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্মপ্রবাহে বাধা তৈরি করতে পারে। (Pic Credit - Freepik)

7 / 8
বিঃদ্রঃ - টিভি নাইন বাংলা কোনও ভাবেই কুসংস্কার প্রচার করে না। শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস ও মানুষের মধ্যে প্রচলিত বিশ্বাস, রীতিনীতির ভিত্তিতে এই প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে। (Pic Credit - Freepik)

বিঃদ্রঃ - টিভি নাইন বাংলা কোনও ভাবেই কুসংস্কার প্রচার করে না। শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস ও মানুষের মধ্যে প্রচলিত বিশ্বাস, রীতিনীতির ভিত্তিতে এই প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে। (Pic Credit - Freepik)

8 / 8
Follow Us: