Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durnibar-Mohor: কনেকর্তা প্রসেনজিৎ, ধরলেন পিঁড়িও, রইল দুর্নিবার-মোহরের বিয়ের একগুচ্ছ ছবি

Durnibar-Mohor: অবশেষে ট্রোলিং, কটাক্ষ আর খানিক ভালবাসাকে সঙ্গী করেই দ্বিতীয় বার বিয়ে সারলেন গায়ক দুর্নিবার সাহা। পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর ওরফে ঐন্দ্রিলা সেন।

| Edited By: | Updated on: Mar 10, 2023 | 7:00 AM
অবশেষে ট্রোলিং, কটাক্ষ আর খানিক ভালবাসাকে সঙ্গী করেই দ্বিতীয় বার বিয়ে সারলেন গায়ক দুর্নিবার সাহা। পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর ওরফে ঐন্দ্রিলা সেন।

অবশেষে ট্রোলিং, কটাক্ষ আর খানিক ভালবাসাকে সঙ্গী করেই দ্বিতীয় বার বিয়ে সারলেন গায়ক দুর্নিবার সাহা। পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর ওরফে ঐন্দ্রিলা সেন।

1 / 7
সুতোর কাজ করা পাঞ্জাবি পরেছিলেন দুর্নিবার। আর বেনারসী আর মানানসই গয়নায় সেজেছিলেন ঐন্দ্রিলা। তবে লাইমলাইট কেড়ে নিলেন অন্য একজন।

সুতোর কাজ করা পাঞ্জাবি পরেছিলেন দুর্নিবার। আর বেনারসী আর মানানসই গয়নায় সেজেছিলেন ঐন্দ্রিলা। তবে লাইমলাইট কেড়ে নিলেন অন্য একজন।

2 / 7
তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মোহর তাঁর বড় আদরের। পরিবারের সদস্য বললেও হয়তো কম বলা হয়। তিনিই যেন ছিলেন কনেকর্তা।

তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মোহর তাঁর বড় আদরের। পরিবারের সদস্য বললেও হয়তো কম বলা হয়। তিনিই যেন ছিলেন কনেকর্তা।

3 / 7
আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে খাওয়ার জন্য বারংবার অনুরোধ-- একেবারে নিজের বাড়ির অনুষ্ঠানের মতো এ সবই করতে দেখা গেল তাঁকে।

আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে খাওয়ার জন্য বারংবার অনুরোধ-- একেবারে নিজের বাড়ির অনুষ্ঠানের মতো এ সবই করতে দেখা গেল তাঁকে।

4 / 7
হাজির ছিল প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তানও। হাজির ছিলেন বোন পল্লবী চট্টোপাধ্যায়ও। শুধু কি তাই টলিউড থেকে দিতিপ্রিয়া রায়সহ অনেককেই দেখা গেল বিয়েতে।

হাজির ছিল প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তানও। হাজির ছিলেন বোন পল্লবী চট্টোপাধ্যায়ও। শুধু কি তাই টলিউড থেকে দিতিপ্রিয়া রায়সহ অনেককেই দেখা গেল বিয়েতে।

5 / 7
খাওয়দাওয়ারও ছিল এলাহি আয়োজন। কাবাব থেকে শুরু করে ফুচকা, মাটক কষা... কী ছিল না সেই মেনুতে।

খাওয়দাওয়ারও ছিল এলাহি আয়োজন। কাবাব থেকে শুরু করে ফুচকা, মাটক কষা... কী ছিল না সেই মেনুতে।

6 / 7
তবে এ সবের মধ্যেই ট্রোলিংও হয়েছে। ২০২১-এ মীনাক্ষীর সঙ্গে বিয়ে হয় দুর্নিবারের। মাত্র এক দেড় বছরের মধ্যে আবারও এই নতুন সম্পর্কে জড়ানো অনেকেই নেননি ভাল চোখে।

তবে এ সবের মধ্যেই ট্রোলিংও হয়েছে। ২০২১-এ মীনাক্ষীর সঙ্গে বিয়ে হয় দুর্নিবারের। মাত্র এক দেড় বছরের মধ্যে আবারও এই নতুন সম্পর্কে জড়ানো অনেকেই নেননি ভাল চোখে।

7 / 7
Follow Us: