East Bengal: এক ম্যাচে ৩৫ গোল! রেকর্ড জয় ইস্টবেঙ্গলের

Kanyashree Cup: কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের মাঠে আজ, মঙ্গলবার ১০ জানুয়ারি মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ও বেহালা ঐক্য সম্মিলনী। সেই ম্যাচে রেকর্ড গড়ে জিতেছে ইস্টবেঙ্গল।

| Edited By: | Updated on: Jan 10, 2023 | 5:44 PM
ইস্টবেঙ্গলের (East Bengal) মাঠে চতুর্থ কন্যাশ্রী কাপের (Kanyashree Cup) ম্যাচে আজ, মঙ্গলবার ১০ জানুয়ারি মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ও বেহালা ঐক্য সম্মিলনী (Behala Aikya Sammilani)।

ইস্টবেঙ্গলের (East Bengal) মাঠে চতুর্থ কন্যাশ্রী কাপের (Kanyashree Cup) ম্যাচে আজ, মঙ্গলবার ১০ জানুয়ারি মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ও বেহালা ঐক্য সম্মিলনী (Behala Aikya Sammilani)।

1 / 7
এই ম্যাচে রেকর্ড গড়ে জিতেছে ইস্টবেঙ্গল। কারণ, এক-দুই গোল নয়, বেহালা ঐক্য সম্মিলনীকে গুনে গুনে মোট ৩৫টি গোল দিয়েছে ইমামি ইস্টবেঙ্গলের মেয়েরা।

এই ম্যাচে রেকর্ড গড়ে জিতেছে ইস্টবেঙ্গল। কারণ, এক-দুই গোল নয়, বেহালা ঐক্য সম্মিলনীকে গুনে গুনে মোট ৩৫টি গোল দিয়েছে ইমামি ইস্টবেঙ্গলের মেয়েরা।

2 / 7
আইএফএ (IFA)-র পক্ষ থেকে জানানো হয়েছে, আইএফএ আয়োজিত মহিলাদের টুর্নামেন্টে এই বিশাল বড় ব্যবধানে জয় একটা বিরাট রেকর্ড।

আইএফএ (IFA)-র পক্ষ থেকে জানানো হয়েছে, আইএফএ আয়োজিত মহিলাদের টুর্নামেন্টে এই বিশাল বড় ব্যবধানে জয় একটা বিরাট রেকর্ড।

3 / 7
চোখের পলক পড়তে না পড়তে একের পর এক গোল দিয়েছেন লাল হলুদের মেয়েরা।

চোখের পলক পড়তে না পড়তে একের পর এক গোল দিয়েছেন লাল হলুদের মেয়েরা।

4 / 7
ম্যাচের বয়স যখন মাত্র ৩ মিনিট, তখন প্রথম গোল করেন গীতা দাস। সেই শুরু, এর পর প্রথমার্ধে মোট ১৮টি গোল হয়েছে।

ম্যাচের বয়স যখন মাত্র ৩ মিনিট, তখন প্রথম গোল করেন গীতা দাস। সেই শুরু, এর পর প্রথমার্ধে মোট ১৮টি গোল হয়েছে।

5 / 7
দ্বিতীয়ার্ধে আরও সব মিলিয়ে ১৭টি গোল করেছেন ইমামি ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধে আরও সব মিলিয়ে ১৭টি গোল করেছেন ইমামি ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা।

6 / 7
ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন কবিতা সোরেন (৬) ও মৌসুমি মুর্মু (৬)। ৫টি করে গোল করেছেন দেবলীনা ভট্টাচার্য ও গীতা দাস। সুস্মিতা বর্ধন করেন ৪টি গোল। ঐশ্বরিয়া জাগতাপ মোট ৩ বার বেহালার জাল কাঁপান। সুলঞ্জনা রাউল ও তনুশ্রী ওরাও ২টি করে গোল করেন। পিয়ালি কড়া ও বিরশী ওরাও করেন ১টি করে গোল।

ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন কবিতা সোরেন (৬) ও মৌসুমি মুর্মু (৬)। ৫টি করে গোল করেছেন দেবলীনা ভট্টাচার্য ও গীতা দাস। সুস্মিতা বর্ধন করেন ৪টি গোল। ঐশ্বরিয়া জাগতাপ মোট ৩ বার বেহালার জাল কাঁপান। সুলঞ্জনা রাউল ও তনুশ্রী ওরাও ২টি করে গোল করেন। পিয়ালি কড়া ও বিরশী ওরাও করেন ১টি করে গোল।

7 / 7
Follow Us: