Bollywood Gossip: আলিয়ার সাফল্যে জ্বলে পুড়ে যাচ্ছেন দীপিকা? বলিউডের মস্তানিকে এক হাত নিল নেটপাড়া

Bollywood Controversey: দিন দুয়েক আগে আলিয়ার মেট গালায় অভিষেকের দিনেই অস্কারের অনুষ্ঠানের ব্যাকস্টেজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দীপিকা। যে কালো পোশাক পরে অস্কারের মঞ্চে গিয়েছিলেন সেই ছবিই শেয়ার করেন দীপিকা।

| Edited By: | Updated on: May 04, 2023 | 1:38 PM
তাঁরই খোঁজে প্রশ্ন করেছিলেন আলিয়া ভাট। জানতে চেয়েছিলেন, তিনি কখন কোথায় থাকবেন? কারণ একটাই, তিনি বাথরুমে যেতে পারতেন না একা-একা, পোশাকের কারণে।

তাঁরই খোঁজে প্রশ্ন করেছিলেন আলিয়া ভাট। জানতে চেয়েছিলেন, তিনি কখন কোথায় থাকবেন? কারণ একটাই, তিনি বাথরুমে যেতে পারতেন না একা-একা, পোশাকের কারণে।

1 / 8
মেটগালা নিয়ে মুখ খুলে এমনই অভিজ্ঞতা শেয়ার করলেন আলিয়া ভাট। আলিয়া ভাটের এই লুক পলকে জায়গা করে নিল সোশ্যাল মিডিয়ার পাতায়। চেনা পোজ দিয়ে সকলের নজর কাড়েছেন কাপুর পরিবারের পুত্রবধু।

মেটগালা নিয়ে মুখ খুলে এমনই অভিজ্ঞতা শেয়ার করলেন আলিয়া ভাট। আলিয়া ভাটের এই লুক পলকে জায়গা করে নিল সোশ্যাল মিডিয়ার পাতায়। চেনা পোজ দিয়ে সকলের নজর কাড়েছেন কাপুর পরিবারের পুত্রবধু।

2 / 8
পোশাকের রং সাদা। পুরোটাই তৈরি মুক্তো দিয়ে। পোশাকটি তৈরি করতে মোট ১ লাখ মুক্তো ব্যবহার করা হয়। লং টেইল সেই পোশাক পরে অস্বস্তিতে হওয়াটাই স্বাভাবিক। সেই কারণেই প্রিয়াঙ্কাকে খুঁজেছিলেন আলিয়া।

পোশাকের রং সাদা। পুরোটাই তৈরি মুক্তো দিয়ে। পোশাকটি তৈরি করতে মোট ১ লাখ মুক্তো ব্যবহার করা হয়। লং টেইল সেই পোশাক পরে অস্বস্তিতে হওয়াটাই স্বাভাবিক। সেই কারণেই প্রিয়াঙ্কাকে খুঁজেছিলেন আলিয়া।

3 / 8
ফ্য়াশান ডিজাইনার প্রবাল গুরুংয়ের তৈরি পোশাক পরে মেটা গালায় পা রাখেন আলিয়া। প্রায় এক লক্ষ মুক্তো দিয়ে বানানো পোশাকের পরে প্রয়াত কিংবদন্তি পোশাকশিল্পী কার্ল ল্যাগারফিল্ডের ‘ব্রাইড’-এর বেশে মেট গালায় উপস্থিত হয়েছিলেন তিনি।

ফ্য়াশান ডিজাইনার প্রবাল গুরুংয়ের তৈরি পোশাক পরে মেটা গালায় পা রাখেন আলিয়া। প্রায় এক লক্ষ মুক্তো দিয়ে বানানো পোশাকের পরে প্রয়াত কিংবদন্তি পোশাকশিল্পী কার্ল ল্যাগারফিল্ডের ‘ব্রাইড’-এর বেশে মেট গালায় উপস্থিত হয়েছিলেন তিনি।

4 / 8
গোটা বিশ্বের প্রশংসা কুড়োচ্ছেন আলিয়া। আর এরই মাঝে বলিউডের অন্দরে পাওয়া যাচ্ছে ঈর্ষার গন্ধ। শোনা যাচ্ছে আলিয়ার মেট গালায় যাওয়া নাকি নেতিবাচক প্রভাব পড়েছে  তাঁর সহকর্মীদের উপর।

গোটা বিশ্বের প্রশংসা কুড়োচ্ছেন আলিয়া। আর এরই মাঝে বলিউডের অন্দরে পাওয়া যাচ্ছে ঈর্ষার গন্ধ। শোনা যাচ্ছে আলিয়ার মেট গালায় যাওয়া নাকি নেতিবাচক প্রভাব পড়েছে তাঁর সহকর্মীদের উপর।

5 / 8
দিন দুয়েক আগে আলিয়ার মেট গালায় অভিষেকের দিনেই অস্কারের অনুষ্ঠানের ব্যাকস্টেজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দীপিকা। যে কালো পোশাক পরে অস্কারের মঞ্চে গিয়েছিলেন সেই ছবিই শেয়ার করেন দীপিকা।

দিন দুয়েক আগে আলিয়ার মেট গালায় অভিষেকের দিনেই অস্কারের অনুষ্ঠানের ব্যাকস্টেজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দীপিকা। যে কালো পোশাক পরে অস্কারের মঞ্চে গিয়েছিলেন সেই ছবিই শেয়ার করেন দীপিকা।

6 / 8
আর এতেই চটেছেন নেট পাড়ার একাংশ। তাঁদের দাবী,  আলিয়ার দিক থেকে প্রচারের আলো সরাতেই এই কাজ করেছেন দীপিকা।

আর এতেই চটেছেন নেট পাড়ার একাংশ। তাঁদের দাবী, আলিয়ার দিক থেকে প্রচারের আলো সরাতেই এই কাজ করেছেন দীপিকা।

7 / 8
অনেকের আবার মত, নিছক হিংসার বশেই এই কাজ করেছেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় উঠছে নিন্দার ঝড়। কেউ-কেউ তো বলেই ফেললেন, "হীনম্মন্যতায় ভুগছেন অভিনেত্রী।"

অনেকের আবার মত, নিছক হিংসার বশেই এই কাজ করেছেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় উঠছে নিন্দার ঝড়। কেউ-কেউ তো বলেই ফেললেন, "হীনম্মন্যতায় ভুগছেন অভিনেত্রী।"

8 / 8
Follow Us: