AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: হিরোইনরা গড়ে ১৯-২০, নায়িকাদের সঙ্গে শাহরুখের বয়সের ফারাক শুনলে চমকে উঠবেন

Bollywood Gossip: শাহরুখ খান, সর্বকালের যেন তিনি রোম্যান্টিক হিরো। যারই বিপরীতে তাঁকে রাখা হোক না কেন, তিনি পলকে যে রোম্যান্স ম্যাজিকে পর্দা রঙিন করে তুলবেন, এই বিশ্বাস সকলেই রাখেন। আর ঠিক সেই কারণেই ২৭ বছরের ছোট নায়িকার বিপরীতেও তিনি কাজ করতে পিছপা হন না। শাহরুখের সঙ্গে তাঁর ছবির নায়িকাদের বয়সের ফারাক গড়ে ১৯-২০।

| Edited By: | Updated on: Sep 04, 2023 | 3:28 PM
Share
কখনও দীপিকা পাড়ুকোন, কখনও আবার আলিয়া ভাট, শাহরুখ খানের বিপরীতে পর্দায় যিনিই কাজ করেছেন, তিনিই যেন সেরা। বয়সের ফারাককে তুড়ি মেরে উড়িয়ে নিজের এনার্জি দিয়ে কীভাবে এই গ্যাপ উধাও করতে হয়, সে মন্ত্র তাঁর জানা। এখন দেখে নেওয়া যাক, কিং-এর বিপরীতে থাকা অভিনেত্রীদের সঙ্গে তাঁর বয়সের ফারাক কতটা?

কখনও দীপিকা পাড়ুকোন, কখনও আবার আলিয়া ভাট, শাহরুখ খানের বিপরীতে পর্দায় যিনিই কাজ করেছেন, তিনিই যেন সেরা। বয়সের ফারাককে তুড়ি মেরে উড়িয়ে নিজের এনার্জি দিয়ে কীভাবে এই গ্যাপ উধাও করতে হয়, সে মন্ত্র তাঁর জানা। এখন দেখে নেওয়া যাক, কিং-এর বিপরীতে থাকা অভিনেত্রীদের সঙ্গে তাঁর বয়সের ফারাক কতটা?

1 / 8
শাহরুখ-নয়নতারা-- শাহরুখ খানের সঙ্গে প্রথম জুটি বাঁধছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। 'জওয়ান' ছবিতে দেখা যাবে তাঁকে। শাহরুখের সঙ্গে নয়নের বয়সের ফারাক ১৯ বছরের।

শাহরুখ-নয়নতারা-- শাহরুখ খানের সঙ্গে প্রথম জুটি বাঁধছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। 'জওয়ান' ছবিতে দেখা যাবে তাঁকে। শাহরুখের সঙ্গে নয়নের বয়সের ফারাক ১৯ বছরের।

2 / 8
শাহরুখ-তাপসী- শাহরুখ খানের আগামী ছবি ডানকি। সেখানেই তাঁর বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তাপসী পান্নু। তাঁদের মধ্যে বয়সের ফারাক ২১ বছর। রাজকুমার হিরানির এই ছবির শুট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

শাহরুখ-তাপসী- শাহরুখ খানের আগামী ছবি ডানকি। সেখানেই তাঁর বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তাপসী পান্নু। তাঁদের মধ্যে বয়সের ফারাক ২১ বছর। রাজকুমার হিরানির এই ছবির শুট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

3 / 8
শাহরুখ-দীপিকা- শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি বলিউডের অন্যতম চর্চিত জুটি। শাহরুখের হাত ধরেই বলিউড ডেবিউ হয় তাঁর। যদিও তাঁদের মধ্যে বয়সের ফারাক ২০ বছর।

শাহরুখ-দীপিকা- শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি বলিউডের অন্যতম চর্চিত জুটি। শাহরুখের হাত ধরেই বলিউড ডেবিউ হয় তাঁর। যদিও তাঁদের মধ্যে বয়সের ফারাক ২০ বছর।

4 / 8
শাহরুখ-অনুষ্কা- শাহরুখ খানের সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। যেখানে তিনি ও শাহরুখ খান পর্দায় জুটি বেঁধে সকলের নজর কেড়েছেন। যদিও তাঁর ও শাহরুখ খানের বয়সের ফারাক ২২ বছর।

শাহরুখ-অনুষ্কা- শাহরুখ খানের সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। যেখানে তিনি ও শাহরুখ খান পর্দায় জুটি বেঁধে সকলের নজর কেড়েছেন। যদিও তাঁর ও শাহরুখ খানের বয়সের ফারাক ২২ বছর।

5 / 8
শাহরুখ-ক্যাটরিনা-ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খানও একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন। যদিও তাঁদের মধ্যে বয়সের ফারাকও নেহাতই কম নয়। ১৭ বছরের বড় শাহরুখ ক্যাটরিনার থেকে।

শাহরুখ-ক্যাটরিনা-ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খানও একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন। যদিও তাঁদের মধ্যে বয়সের ফারাকও নেহাতই কম নয়। ১৭ বছরের বড় শাহরুখ ক্যাটরিনার থেকে।

6 / 8
শাহরুখ-মাহিরা- শাহরুখ খান ও মাহিরা খান জুটি বেঁছেছিলেন 'রইস' ছবিতে। শাহরুখ খানের থেকে পাকিস্তানের এই নায়িকার বয়সের ফারাক বিস্তর। ১৯ বছরের ছোট মাহিরা শাহরুখের বিপরীতে কাজ করেছিলেন।

শাহরুখ-মাহিরা- শাহরুখ খান ও মাহিরা খান জুটি বেঁছেছিলেন 'রইস' ছবিতে। শাহরুখ খানের থেকে পাকিস্তানের এই নায়িকার বয়সের ফারাক বিস্তর। ১৯ বছরের ছোট মাহিরা শাহরুখের বিপরীতে কাজ করেছিলেন।

7 / 8
শাহরুখ-আলিয়া- শাহরুখ খানের সঙ্গে ছবি করা অভিনেত্রীদের তালিকায় সব থেকে ছোট হলেন আলিয়া ভাট। তিনি শাহরুখ খানের থেকে ২৭ বছরের ছোট।

শাহরুখ-আলিয়া- শাহরুখ খানের সঙ্গে ছবি করা অভিনেত্রীদের তালিকায় সব থেকে ছোট হলেন আলিয়া ভাট। তিনি শাহরুখ খানের থেকে ২৭ বছরের ছোট।

8 / 8