Sudipta Banerjee Wedding: ফিটনে চেপে আগমন যুবনেতার, জমজমাট সুদীপ্তার বিয়ে, হাজির মদনও

Sudipta Banerjee Wedding: বাইপাসের ধারে বিলাসবহুল রিসর্ট। সেখানে সোমবার রাতে ঢল নেমেছিল তারকার। শুধু কি টলিউড? হাজির ছিল রাজনৈতিক নেতারও। হবে নাই বা কেন যুবনেতার বিয়ে বলে কথা!

| Edited By: | Updated on: May 02, 2023 | 12:11 PM
বাইপাসের ধারে বিলাসবহুল রিসর্ট। সেখানে সোমবার রাতে ঢল নেমেছিল তারকার। শুধু কি টলিউড? হাজির ছিল রাজনৈতিক নেতারও। হবে নাই বা কেন যুবনেতার বিয়ে বলে কথা!

বাইপাসের ধারে বিলাসবহুল রিসর্ট। সেখানে সোমবার রাতে ঢল নেমেছিল তারকার। শুধু কি টলিউড? হাজির ছিল রাজনৈতিক নেতারও। হবে নাই বা কেন যুবনেতার বিয়ে বলে কথা!

1 / 8
তৃণমূল যুবনেতা সৌম্য বক্সীর গলাতেই গতকাল অর্থাৎ সোমবার মালা দিয়েছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। কী হল সেখানে? কারা কারা এলেন? টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে রইল সেই হদিশ।

তৃণমূল যুবনেতা সৌম্য বক্সীর গলাতেই গতকাল অর্থাৎ সোমবার মালা দিয়েছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। কী হল সেখানে? কারা কারা এলেন? টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে রইল সেই হদিশ।

2 / 8
আইনি বিয়েটা শুরুতেই সেরে নিয়েছিলেন সৌম্য ও সুদীপ্তা। সামাজিক বিয়ে শুরু হয় খানিক রাতেই। ১১টায় ছিল লগ্ন। তার আগেই অবশ্য হাজির হয়েও গিয়েছিলেন সকলেই।

আইনি বিয়েটা শুরুতেই সেরে নিয়েছিলেন সৌম্য ও সুদীপ্তা। সামাজিক বিয়ে শুরু হয় খানিক রাতেই। ১১টায় ছিল লগ্ন। তার আগেই অবশ্য হাজির হয়েও গিয়েছিলেন সকলেই।

3 / 8
ফিটন গাড়িতে চেপে হাজির হয়েছিলেন সৌম্য। বর বেশে তাঁকে মানাচ্ছিল বেশ। অন্যদিকে সুদীপ্তা সেজেছিলেন পুরোদস্তুর বাঙালি সাজে। লালা বেনারসি, গলায়-হাতে সোনার ভারী গয়না, সবকিছুই যেন 'পিকচার পারফেক্ট'।

ফিটন গাড়িতে চেপে হাজির হয়েছিলেন সৌম্য। বর বেশে তাঁকে মানাচ্ছিল বেশ। অন্যদিকে সুদীপ্তা সেজেছিলেন পুরোদস্তুর বাঙালি সাজে। লালা বেনারসি, গলায়-হাতে সোনার ভারী গয়না, সবকিছুই যেন 'পিকচার পারফেক্ট'।

4 / 8
 হাজির ছিলেন 'সোহাগ জল' টিমের প্রায় সকলেই। ঝিলিক ওরফে শ্রীতমা ভট্টাচার্যকে হাজির ছিলেন। প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে হাজির ছিলেন শ্রুতি দাসও।

হাজির ছিলেন 'সোহাগ জল' টিমের প্রায় সকলেই। ঝিলিক ওরফে শ্রীতমা ভট্টাচার্যকে হাজির ছিলেন। প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে হাজির ছিলেন শ্রুতি দাসও।

5 / 8
 মদন মিত্র এসেছিলেন একটু রাতের দিকে। চেনা মেজাজে দেখা গিয়েছিল তাঁকে। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছিল বিয়ে বাড়ি।

মদন মিত্র এসেছিলেন একটু রাতের দিকে। চেনা মেজাজে দেখা গিয়েছিল তাঁকে। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছিল বিয়ে বাড়ি।

6 / 8
বিয়ের ১০ দিন আগেই শুটিং থেকে ছুটি নিয়েছেন সুদীপ্তা। তার আগে সিরিয়ালের সেটে তাঁর জন্য আয়োজন করা হয়েছিল আইবুড়ো ভাতের। পঞ্চব্যঞ্জন সাজিয়ে তা পরিবেশনা করেছিলেন তাঁর সতীর্থরা।

বিয়ের ১০ দিন আগেই শুটিং থেকে ছুটি নিয়েছেন সুদীপ্তা। তার আগে সিরিয়ালের সেটে তাঁর জন্য আয়োজন করা হয়েছিল আইবুড়ো ভাতের। পঞ্চব্যঞ্জন সাজিয়ে তা পরিবেশনা করেছিলেন তাঁর সতীর্থরা।

7 / 8
 বিয়ে নিয়ে উত্তেজনায় ছিলেন তিনি। সৌম্যর সঙ্গে আলাপ তাঁর বহুদিনের। বন্ধুত্ব থেকে প্রেম-- সেই প্রেমই এবার পরিণতি পেল বিয়েতে। মধ্যরাতে এক হলেন তাঁরা।

বিয়ে নিয়ে উত্তেজনায় ছিলেন তিনি। সৌম্যর সঙ্গে আলাপ তাঁর বহুদিনের। বন্ধুত্ব থেকে প্রেম-- সেই প্রেমই এবার পরিণতি পেল বিয়েতে। মধ্যরাতে এক হলেন তাঁরা।

8 / 8
Follow Us: