Saurav-Darshana: পাতুরি থেকে পাটিসাপটা, ‘মন্টু’র বিয়ের মেন্যু শুনলে জিভে জল আসবেই

Saurav-Darshana: আজ অর্থাৎ শুক্রবার মন্টু পাইলট ওরফে সৌরভ দাসের বিয়ে। দর্শনা বণিকের সঙ্গে এক হচ্ছেন তিনি। বাইপাসের ধারে বসেছে বিয়ের আসর।

| Edited By: | Updated on: Dec 15, 2023 | 7:22 PM
আজ অর্থাৎ শুক্রবার মন্টু পাইলট ওরফে সৌরভ দাসের বিয়ে। দর্শনা বণিকের সঙ্গে এক হচ্ছেন তিনি। বাইপাসের ধারে বসেছে বিয়ের আসর।

আজ অর্থাৎ শুক্রবার মন্টু পাইলট ওরফে সৌরভ দাসের বিয়ে। দর্শনা বণিকের সঙ্গে এক হচ্ছেন তিনি। বাইপাসের ধারে বসেছে বিয়ের আসর।

1 / 8
 সাবেকি সাজে সেজেছেন বর-বউ। লাল পাড় বেনারসি আর সোনার গয়না অপরূপা নববধূ। আর খাওয়া দাওয়া? তাও হয়েছে জমিয়ে।

সাবেকি সাজে সেজেছেন বর-বউ। লাল পাড় বেনারসি আর সোনার গয়না অপরূপা নববধূ। আর খাওয়া দাওয়া? তাও হয়েছে জমিয়ে।

2 / 8
কী কী রয়েছে মেন্যুতে? প্রথমেই থাকছে মকটেল কাউন্টার।  চা-কফির ব্যবস্থাও রয়েছে। স্ন্যাকস খেতে চান? রয়েছে সেই ব্যবস্থাও।

কী কী রয়েছে মেন্যুতে? প্রথমেই থাকছে মকটেল কাউন্টার। চা-কফির ব্যবস্থাও রয়েছে। স্ন্যাকস খেতে চান? রয়েছে সেই ব্যবস্থাও।

3 / 8
 ফিশ ওরলি থেকে শুরু করে, চিকেন পকোড়া, ভেজ পকোড়া বাদ নেই কিছুই। একটু মুখরোচক কিছু খেতে চাইলে চলে যেরে হবে ভিক্টৈরিয়া চাট কাউন্টারে।

ফিশ ওরলি থেকে শুরু করে, চিকেন পকোড়া, ভেজ পকোড়া বাদ নেই কিছুই। একটু মুখরোচক কিছু খেতে চাইলে চলে যেরে হবে ভিক্টৈরিয়া চাট কাউন্টারে।

4 / 8
Saurav-Darshana: পাতুরি থেকে পাটিসাপটা, ‘মন্টু’র বিয়ের মেন্যু শুনলে জিভে জল আসবেই

5 / 8
মেন কোর্সে রয়েছে রাধা বল্লবী, ছোলার ডাল, বাসন্তি পোলাও, ডায়মন্ড ফিশ ফ্রাই, ফিশ পাতুরী, চিংড়ির মালাইকারি।

মেন কোর্সে রয়েছে রাধা বল্লবী, ছোলার ডাল, বাসন্তি পোলাও, ডায়মন্ড ফিশ ফ্রাই, ফিশ পাতুরী, চিংড়ির মালাইকারি।

6 / 8
এ ছাড়াও থাকছে চিকেন তন্দুরি, মাটন কষা থেকে শুরু করে আনারসের চাটনি, পাঁপড়। কেউ যদি এই সব খেতে না চান, তবে রয়েছে অন্য ব্যবস্থাও।।

এ ছাড়াও থাকছে চিকেন তন্দুরি, মাটন কষা থেকে শুরু করে আনারসের চাটনি, পাঁপড়। কেউ যদি এই সব খেতে না চান, তবে রয়েছে অন্য ব্যবস্থাও।।

7 / 8
স্বাস্থ্য সচেতন এর জন্য রয়েছে স্পেশ্যাল স্যালাডও। আর শেষপাতে ক্ষীরের পাটিসাপটা থেকে শুরু করে রাবড়ির সঙ্গে মালপোয়া, নলেনগুরের রসোগোল্লা, আইসক্রিমও কিন্তু রয়েছে মেন্যুতে।

স্বাস্থ্য সচেতন এর জন্য রয়েছে স্পেশ্যাল স্যালাডও। আর শেষপাতে ক্ষীরের পাটিসাপটা থেকে শুরু করে রাবড়ির সঙ্গে মালপোয়া, নলেনগুরের রসোগোল্লা, আইসক্রিমও কিন্তু রয়েছে মেন্যুতে।

8 / 8
Follow Us: