kajol-Ajay Relation: পরকীয়া গুঞ্জনের মাঝেও কী করে টিকে অজয়ের সঙ্গে সম্পর্ক? কাজলের বিশ্বাস…

Bollywood Gossip: কখনও শাহরুখ খান-কাজল বচসা, কখনও আবার অজয়ের জীবনে জল্পনা। সবটার সঙ্গে লড়াই করে সম্পর্ক টিকিয়ে রেখেছেন তাঁরা। তবে সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই এবার এ কী বললেন তিনি?

| Edited By: | Updated on: Dec 01, 2023 | 4:39 PM
কাজল ও অজয় দেবগণ, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে প্রতিটা মুহূর্তে চর্চা থাকে তুঙ্গে। ১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন তাঁরা।

কাজল ও অজয় দেবগণ, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে প্রতিটা মুহূর্তে চর্চা থাকে তুঙ্গে। ১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন তাঁরা।

1 / 8
তবে থেকেই সংসার সামলাচ্ছেন তাঁরায তবে পথটা যে খুব সহজ ছিল এমন নয়। জীবনে এসেছে পরকীয়ার গুঞ্জন। কখনও শাহরুখ খান-কাজল বচসা, কখনও আবার অজয়ের জীবনে জল্পনা।

তবে থেকেই সংসার সামলাচ্ছেন তাঁরায তবে পথটা যে খুব সহজ ছিল এমন নয়। জীবনে এসেছে পরকীয়ার গুঞ্জন। কখনও শাহরুখ খান-কাজল বচসা, কখনও আবার অজয়ের জীবনে জল্পনা।

2 / 8
সবটার সঙ্গে কোমড় বেঁধে লড়াই করে সম্পর্ক টিকিয়ে রেখেছেন তাঁরা। তবে সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই এবার এ কী বললেন তিনি?

সবটার সঙ্গে কোমড় বেঁধে লড়াই করে সম্পর্ক টিকিয়ে রেখেছেন তাঁরা। তবে সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই এবার এ কী বললেন তিনি?

3 / 8
সম্প্রতি কফি উইথ করণ শোয়ে এসেছিলেন তিনি। সঙ্গে এসেছিলেন রানি মুখোপাধ্যায়। সেখানেই ব়্যাপিট ফায়ার রাউন্ডে এসে এ কী বললেন কাজল?

সম্প্রতি কফি উইথ করণ শোয়ে এসেছিলেন তিনি। সঙ্গে এসেছিলেন রানি মুখোপাধ্যায়। সেখানেই ব়্যাপিট ফায়ার রাউন্ডে এসে এ কী বললেন কাজল?

4 / 8
তিনি কুছ কুছ হোতা হ্যায়-তে বিশ্বাস করেন না। তিনি মনে করেন না প্রেম একবারই হয়। প্রেম জীবনে পরবর্তীতে আসতেই পারে। তা প্রকাশ্যে জানিয়ে দিলেন কাজল।

তিনি কুছ কুছ হোতা হ্যায়-তে বিশ্বাস করেন না। তিনি মনে করেন না প্রেম একবারই হয়। প্রেম জীবনে পরবর্তীতে আসতেই পারে। তা প্রকাশ্যে জানিয়ে দিলেন কাজল।

5 / 8
তবে কাজল ও অজয় দেবগণের এই সম্পর্ক যে কেবল বিশ্বাস ও ধৈর্যের ওপর নির্ভর করে রয়েছে, তা কারও অজানা নয়। ফলে তাঁদে এখন বেশ চর্চিত নাম।

তবে কাজল ও অজয় দেবগণের এই সম্পর্ক যে কেবল বিশ্বাস ও ধৈর্যের ওপর নির্ভর করে রয়েছে, তা কারও অজানা নয়। ফলে তাঁদে এখন বেশ চর্চিত নাম।

6 / 8
কাজল ও অজয় দেবগণ এখন দুই সন্তানের অভিভাবক। দুজনেই বলিউডে চুটিয়ে কাজ করছেন। একটা সময় অনেকটা বিরতি নিয়েছিলেন কাজল।

কাজল ও অজয় দেবগণ এখন দুই সন্তানের অভিভাবক। দুজনেই বলিউডে চুটিয়ে কাজ করছেন। একটা সময় অনেকটা বিরতি নিয়েছিলেন কাজল।

7 / 8
কিন্তু এখন তিনি ভাল ভাল কাজ করতে চান বলেই দাবি করেছেন। বেশ কয়েকটি ওটিটি সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।

কিন্তু এখন তিনি ভাল ভাল কাজ করতে চান বলেই দাবি করেছেন। বেশ কয়েকটি ওটিটি সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।

8 / 8
Follow Us: