‘বলিউডে টিকতে মোটা চামড়া তৈরি করেছি’, বিস্ফোরক নোরা
Nora Controversy: বলিউডে তিনি প্রথম ব্রেকপেয়েছেন তাঁর বেলিডান্সের জন্যই। নোরা ফাতেহিকে অনেকেই দিয়েছিলেন নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার উপদেশ। তাতে কেরিয়ারে কোনওদিন তিনি নাকি অভিনেত্রী হতে পারবেন না, এমন কথাও বলেছিলেন।
নোরা ফাতেহি, বরাবরই তিনি নিজের স্ট্রাগেল নিয়ে কোনও মন্তব্য করতে পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হল না। অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। তবে নাচের জন্যই সিনেদুনিয়ায় এক পোক্ত জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন তিনি।