বলিউডের জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমার। প্রয়াত কিংবদন্তী শিল্পীর বাড়ি রয়েছে পাকিস্তানে। জন্ম তাঁর সেখানেই। মাত্র ১২ বছর বয়সে তিনি চলে এসেছিলেন এখানে।
পাকিস্তানে পেশওয়ারে অবস্থিত এই বাড়ি তৈরি করা হয়েছিল ১৮৮০ সালে। তবে সেই বাড়ি এখন বিপজ্জনক। দিন দিন বাড়ির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
যদিও পাকিস্তান সরকার এই বাড়িকে সরকারের সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে ১০ বছর আগেই। তবে রক্ষণাবেক্ষণের অভাব। বাড়ির দিকে দিকে ফাটল ধরেছে।
সম্প্রতি ভারী বর্ষণে সেই বাড়ি ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি এই খবর এলো সামনে। যত্রতত্র খসে পড়ছে চুন, বালি, ভেঙে পড়েছে সিলিং।
একাধিক জায়গাতে ঠেকনা দিয়েই রাখা হয়েছে বাড়িটি। সম্প্রতি পেশওয়ারের আরকাইভ ডিপার্টমেন্ট তা পুনঃনির্মাণের কথা বলছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাইরাল।
এরপর একবার দিলীপ কুমাপ এই বাড়িতে গিয়েছিলেন। আবেগঘন হয়ে মাটিতে চুম্বনও করেছিলেন। তবে বর্তমানে কেউ নেই সঠিক দেখাশোনা করার।
এরপর একবার দিলীপ কুমাপ এই বাড়িতে গিয়েছিলেন। আবেগঘন হয়ে মাটিতে চুম্বনও করেছিলেন। তবে বর্তমানে কেউ নেই সঠিক দেখাশোনা করার।
যদিও শোনা যায় আগের সরকার বহুবার আবেদন জানিয়েছিলেন এই বাড়িটিকে সারানোর জন্য, কিন্তু সেই খাতে কখনই কোনও অর্থ মোতায়ন হয়নি।