৩০৮ নারীর সঙ্গে শারীরিক মিলন, তবুও এই অভিনেত্রীকেই মন দিয়েছিলেন সঞ্জয়
Bollywood Gossip: একে অন্যের সঙ্গে ডেটিং-এও মত্ত। প্রকাশ্যে ধরা দিতেন তিনি। কিছু দিনের মধ্যেই সামনে খবর আসে তাঁরা বিয়ে করতে চলেছেন। সঞ্জয় দত্ত সেই সময় ছিলেন বিটাউন ক্যাসানোভা। তাতেই কি বিপত্তি! না। এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিজেই গান উল্টো সুর।
1 / 8
সঞ্জয় দত্ত, বলিউডের অন্যতম প্লেবয় নামেও ছিলেন পরিচিত। একাধিক অভিনেত্রী সঙ্গে নাম জড়াতে দেখা যায় তাঁর। শোনা যায় রেখাকেও নাকি গোপবনে বিয়ে করেছিলেন সঞ্জয় দত্ত।
2 / 8
একাধিক সাক্ষাৎকারে সেই কথা নিজে মুখেই স্বীকার করে নিয়েছিলেন। তবে জানেন কী তিনি কাকে গোপনে মন দিয়েছিলেন, কাকে বিয়ে করতে চেয়েছিলেন? শুনলে অবাক হবেন।
3 / 8
বলিউডের বিউটি কুইন মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের কথা কম বেশি সকলেই জানেন। তবে কোথাও গিয়ে যেন ভাগ্যের ফেরে এই জুটির এক সঙ্গে সংসার করা হল না।
4 / 8
নব্বই দশকের গোড়ার কথা, তখন সিনে দুনিয়ায় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিচ্ছেন এই জুটি। একে অন্যের সঙ্গে ডেটিং-এও মত্ত। প্রকাশ্যে ধরা দিতেন তিনি।
5 / 8
কিছু দিনের মধ্যেই সামনে খবর আসে তাঁরা বিয়ে করতে চলেছেন। সঞ্জয় দত্ত সেই সময় ছিলেন বিটাউন ক্যাসানোভা। তাতেই কি বিপত্তি! না। এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিজেই গান উল্টো সুর।
6 / 8
ম্যাগির বিজ্ঞাপনের জন্য রীতিমতো আইনি নোটিশ পেতে হয়েছিল মাধুরী দীক্ষিতকে। উত্তরাখণ্ড থেকে তাঁর নামে লিখিত অভিযোগ করা হয়। কেন তিনি খাবারের কোয়ালিটি না দেখেই বিজ্ঞাপন করতে রাজি হয়েছেন, উঠেছিল প্রশ্ন।
7 / 8
যদিও বাস্তবে রয়েছে অন্য কাহিনি। মাধুরীকে সঞ্জয় দত্ত প্রকৃতই ভালবেসে ছিলেন। যখন তাঁর নামের সঙ্গে টাডা কেস জড়িয়ে যায়, তখনই মাধুরী নিজেকে সরিয়ে নেন এই সম্পর্ক থেকে।
8 / 8
তাঁর বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয় বাইরে। এরপর ভেঙে যায় তাঁদের জুটি। যদিও এই নিয়ে দুজনের মধ্যে কেউই মুখ খোলেননি কোনও দিন। তবে বি-টাউনের এই প্রেমকাহিনি চাপা থাকেনি।