Bolly Secrets: পয়সার জন্য শেষমেশ এই কাজ! বিবেকের দংশনে প্রায়শ্চিত্ত শাহরুখের

Bolly Secrets: শাহরুখ খান-- তিনি বেতাজ বাদশা। তাঁর ভক্ত সংখ্যা নেহাত কম নয়! এ হেন শাহরুখ পয়সা জন্য করেছিলেন এমন এক কাজ, যে কাজের কারণে বিবেকের দংশনে বিদ্ধ হতে হয়েছিল তাঁকে।

| Edited By: | Updated on: Nov 21, 2023 | 7:58 PM
 শাহরুখ খান-- তিনি বেতাজ বাদশা। তাঁর ভক্ত সংখ্যা নেহাত কম নয়! এ হেন শাহরুখ পয়সা জন্য করেছিলেন এমন এক কাজ, যে কাজের কারণে বিবেকের দংশনে বিদ্ধ হতে হয়েছিল তাঁকে।

শাহরুখ খান-- তিনি বেতাজ বাদশা। তাঁর ভক্ত সংখ্যা নেহাত কম নয়! এ হেন শাহরুখ পয়সা জন্য করেছিলেন এমন এক কাজ, যে কাজের কারণে বিবেকের দংশনে বিদ্ধ হতে হয়েছিল তাঁকে।

1 / 8
 কী সেই কাজ? শাহরুখ জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। শুধু কি তাই? সেই কাজ করার পর এতটাই খারাপ লেগেছিল তাঁর যে করেছিলেন প্রায়শ্চিত্তও। ২০১৬ সালের এক টক শো-য়ে এসে তিনি জানিয়েছিলেন এমনটাই।

কী সেই কাজ? শাহরুখ জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। শুধু কি তাই? সেই কাজ করার পর এতটাই খারাপ লেগেছিল তাঁর যে করেছিলেন প্রায়শ্চিত্তও। ২০১৬ সালের এক টক শো-য়ে এসে তিনি জানিয়েছিলেন এমনটাই।

2 / 8
জীবনে বহু ছবি করেছেন কিং খান। ভালবেসেই করেছিলেন সেই সব ছবি। তবে একটি ছবি তিনি ভালবেসে করেননি। করেছিলেন পয়সার জন্য। নেপথ্যে অবশ্য কারণ ছিল একটি।

জীবনে বহু ছবি করেছেন কিং খান। ভালবেসেই করেছিলেন সেই সব ছবি। তবে একটি ছবি তিনি ভালবেসে করেননি। করেছিলেন পয়সার জন্য। নেপথ্যে অবশ্য কারণ ছিল একটি।

3 / 8
শাহরুখের কথায়, "আমি ছবিটার নাম নেব না। কিন্তু তখন আমার পয়সার দরকার হয়ে পড়ে। এখনও পর্যন্ত প্রায় ৬০টি ছবি আমি করেছি। কিন্তু ওই ছবির ক্ষেত্রে আমি অন্য পন্থা নিই।"

শাহরুখের কথায়, "আমি ছবিটার নাম নেব না। কিন্তু তখন আমার পয়সার দরকার হয়ে পড়ে। এখনও পর্যন্ত প্রায় ৬০টি ছবি আমি করেছি। কিন্তু ওই ছবির ক্ষেত্রে আমি অন্য পন্থা নিই।"

4 / 8
যোগ করেন, " কারণ ওই ছবির টাকায় আমায় বাড়ি কিনতে হয়। আমার পয়সার দরকার ছিল। আমি নিজের জামির (বিবেক) বেচে ওই ছবি করেছি।"

যোগ করেন, " কারণ ওই ছবির টাকায় আমায় বাড়ি কিনতে হয়। আমার পয়সার দরকার ছিল। আমি নিজের জামির (বিবেক) বেচে ওই ছবি করেছি।"

5 / 8
শাহরুখ জানান,  এতটাই খারাপ লেগেছিল তাঁর পরবর্তী কালে যখন অবস্থা ঠিক হয় ওই ছবি কিনে নেন তিনি। প্রযোজককে টাকাও দেন। তাঁর কথায়, "ওই কাজ করে আমার মনে হয়েছিল, অবশেষে আমি আমার নেওয়া টাকা ফেরাতে পেরেছি।"

শাহরুখ জানান, এতটাই খারাপ লেগেছিল তাঁর পরবর্তী কালে যখন অবস্থা ঠিক হয় ওই ছবি কিনে নেন তিনি। প্রযোজককে টাকাও দেন। তাঁর কথায়, "ওই কাজ করে আমার মনে হয়েছিল, অবশেষে আমি আমার নেওয়া টাকা ফেরাতে পেরেছি।"

6 / 8
কোন ছবি? না, সে কথা শাহরুখ বলেননি। কিছু জিনিস ঘটে যায় অনিচ্ছাসত্ত্বেও। এই ছবিটিকেও এমনই এক ছবি হিসেবে মনে রাখতে চান তিনি। তা নিয়ে বাড়তি প্রচার পছন্দ নয় রাজার।

কোন ছবি? না, সে কথা শাহরুখ বলেননি। কিছু জিনিস ঘটে যায় অনিচ্ছাসত্ত্বেও। এই ছবিটিকেও এমনই এক ছবি হিসেবে মনে রাখতে চান তিনি। তা নিয়ে বাড়তি প্রচার পছন্দ নয় রাজার।

7 / 8
এই বছরটা শাহরুখের জন্য বেশ শুভ। বছরের গোড়ায় ও মধ্যভাগে মুক্তিপ্রাপ্ত 'জওয়ান' ও 'পাঠান' হিট হয়েছে। বছরের শেষে মুক্তি পাবে 'ডানকি'। সেই ছবি হিট হয় কিনা, এখন সেটাই দেখার।

এই বছরটা শাহরুখের জন্য বেশ শুভ। বছরের গোড়ায় ও মধ্যভাগে মুক্তিপ্রাপ্ত 'জওয়ান' ও 'পাঠান' হিট হয়েছে। বছরের শেষে মুক্তি পাবে 'ডানকি'। সেই ছবি হিট হয় কিনা, এখন সেটাই দেখার।

8 / 8
Follow Us:
নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?