Shraddha Kapoor: ‘কবে বিয়ে?’ ভক্তের প্রশ্ন শুনে এ কী বললেন শ্রদ্ধা…

Shraddha Kapoor Wedding: একবার শ্রদ্ধা কাপুরকে মনের কথা জানিয়েছিলেন অভিনেতা টাইগার শ্রফ। জানিয়েছিলেন, তিনি স্কুলে পড়ার সময় থেকেই নাকি শ্রদ্ধা কাপুরকে মন দিয়েছিলেন। যদিও শ্রদ্ধা কাপুর পুরোটা শুনে রীতিমত অবাক হয়ে যায়। কারণ অতীতে কোনওদিন এই বিষয় টাইগার শ্রদ্ধ কিছু জানাননি।

| Edited By: | Updated on: Oct 05, 2023 | 3:57 PM
কয়েক মাস ধরেই বলিউডে একের পর এক বিয়ের সানাই বেজেই চলেছে। তবে তালিকায় নেই শ্রদ্ধা কাপুরের নাম। কোনও রকম জল্পনাতেই তাঁকে পাওয়া যা না।

কয়েক মাস ধরেই বলিউডে একের পর এক বিয়ের সানাই বেজেই চলেছে। তবে তালিকায় নেই শ্রদ্ধা কাপুরের নাম। কোনও রকম জল্পনাতেই তাঁকে পাওয়া যা না।

1 / 8
বরাবরই খুব সাধারণ ভাবে জীবন কাটাতে পছন্দ করেন শ্রদ্ধা কাপুর। একাধিকবার জানিয়েছেন তিনি, তাঁর বিলাস বহুল জীবন কাটাতে মোটেও ভাল লাগে না।

বরাবরই খুব সাধারণ ভাবে জীবন কাটাতে পছন্দ করেন শ্রদ্ধা কাপুর। একাধিকবার জানিয়েছেন তিনি, তাঁর বিলাস বহুল জীবন কাটাতে মোটেও ভাল লাগে না।

2 / 8
ব্যক্তিগত জীবনেও তেমন কোনও সম্পর্কের হাতছানি এখনও পর্যন্ত চোখে আসেনি। আসলেও তা খুব যত্নের সঙ্গে সামলাতে দেখা যায় শ্রদ্ধা কাপুরকে।

ব্যক্তিগত জীবনেও তেমন কোনও সম্পর্কের হাতছানি এখনও পর্যন্ত চোখে আসেনি। আসলেও তা খুব যত্নের সঙ্গে সামলাতে দেখা যায় শ্রদ্ধা কাপুরকে।

3 / 8
ভক্তদের সঙ্গে বরাবরই খুব খোলা মনে মিশতে পছন্দ করেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছিলেন তিনি ভক্তদের প্রশ্নের উত্তর দিতে।

ভক্তদের সঙ্গে বরাবরই খুব খোলা মনে মিশতে পছন্দ করেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছিলেন তিনি ভক্তদের প্রশ্নের উত্তর দিতে।

4 / 8
তাঁকে অনলাইন দেখেই এক ভক্ত প্রশ্ন করে বসলেন, কবে বিয়ে করছেন। প্রশ্ন শুনে একচু মাত্র বিরক্ত হলেন না শ্রদ্ধা কাপুর। উল্টে যা বললেন তা রীতিমত সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিল।

তাঁকে অনলাইন দেখেই এক ভক্ত প্রশ্ন করে বসলেন, কবে বিয়ে করছেন। প্রশ্ন শুনে একচু মাত্র বিরক্ত হলেন না শ্রদ্ধা কাপুর। উল্টে যা বললেন তা রীতিমত সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিল।

5 / 8
তিনি লিখলেন, পাশের বাড়ির কাকিমা, আসল আইডি থেকে আসুন দয়া করে। মজা করেই তিনি এই মন্তব্য করেছিলেন। কারণ একটাই, সাধারণ পাড়া পরশিরা এই ধরনের প্রশ্ন করে থাকেন।

তিনি লিখলেন, পাশের বাড়ির কাকিমা, আসল আইডি থেকে আসুন দয়া করে। মজা করেই তিনি এই মন্তব্য করেছিলেন। কারণ একটাই, সাধারণ পাড়া পরশিরা এই ধরনের প্রশ্ন করে থাকেন।

6 / 8
সেই সূত্র ধরেই মজার এই উত্তর দিয়েছেন। অভিনেত্রী যদিও কবে বিয়ে করছেন তা নিয়ে কোনও স্পষ্ট উত্তর এখনও মেলেনি। পাশাপাশি তিনি এখন কোন ছবিতে কাজ করছেন, তা নিয়েও খুব একটা খবর সামনে আসেনি।

সেই সূত্র ধরেই মজার এই উত্তর দিয়েছেন। অভিনেত্রী যদিও কবে বিয়ে করছেন তা নিয়ে কোনও স্পষ্ট উত্তর এখনও মেলেনি। পাশাপাশি তিনি এখন কোন ছবিতে কাজ করছেন, তা নিয়েও খুব একটা খবর সামনে আসেনি।

7 / 8
একবার শ্রদ্ধা কাপুরকে মনের কথা জানিয়েছিলেন অভিনেতা টাইগার শ্রফ। জানিয়েছিলেন, তিনি স্কুলে পড়ার সময় থেকেই নাকি শ্রদ্ধা কাপুরকে মন দিয়েছিলেন। যদিও শ্রদ্ধা কাপুর পুরোটা শুনে রীতিমত অবাক হয়ে যায়। কারণ অতীতে কোনওদিন এই বিষয় টাইগার শ্রদ্ধ কিছু জানাননি।

একবার শ্রদ্ধা কাপুরকে মনের কথা জানিয়েছিলেন অভিনেতা টাইগার শ্রফ। জানিয়েছিলেন, তিনি স্কুলে পড়ার সময় থেকেই নাকি শ্রদ্ধা কাপুরকে মন দিয়েছিলেন। যদিও শ্রদ্ধা কাপুর পুরোটা শুনে রীতিমত অবাক হয়ে যায়। কারণ অতীতে কোনওদিন এই বিষয় টাইগার শ্রদ্ধ কিছু জানাননি।

8 / 8
Follow Us: