Bolly Secret: করণের সঙ্গে একান্তে বিদেশ ট্রিপই জ্যাকপট? সিদ্ধার্থকে নিয়ে আজও যে গল্প ঘুরে বেড়ায়

Bolly Secret: জাঁকজমক জৌলুসের পাশাপাশি বলিউডের অন্ধকার দিকও রয়েছে এক। যে অন্ধকার দিক নিয়ে মুখে কুলুপ আঁটেন অনেকেই। শোনা যায় নানা রটনা। এমনই এক গসিপ সেই কবে থেকেই আবর্তিত হয়ে আসছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও করণ জোহরকে ঘিরে।

| Edited By: | Updated on: Nov 25, 2023 | 8:35 PM
জাঁকজমক জৌলুসের পাশাপাশি বলিউডের অন্ধকার দিকও রয়েছে এক। যে অন্ধকার দিক নিয়ে মুখে কুলুপ আঁটেন অনেকেই। শোনা যায় নানা রটনা। এমনই এক গসিপ সেই কবে থেকেই আবর্তিত হয়ে আসছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও করণ জোহরকে ঘিরে।

জাঁকজমক জৌলুসের পাশাপাশি বলিউডের অন্ধকার দিকও রয়েছে এক। যে অন্ধকার দিক নিয়ে মুখে কুলুপ আঁটেন অনেকেই। শোনা যায় নানা রটনা। এমনই এক গসিপ সেই কবে থেকেই আবর্তিত হয়ে আসছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও করণ জোহরকে ঘিরে।

1 / 8
 নিছকই বন্ধুত্ব নাকি তার চেয়েও আরও বেশি--- তা নিয়ে আজও চলে আলোচনা... এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের বিশেষ বন্ধুত্বের বিশেষ গ্রাফ..

নিছকই বন্ধুত্ব নাকি তার চেয়েও আরও বেশি--- তা নিয়ে আজও চলে আলোচনা... এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের বিশেষ বন্ধুত্বের বিশেষ গ্রাফ..

2 / 8
 ২০১২ সালে করণ জোহরের ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' দিয়েই ডেবিউ হয় সিদ্ধার্থের। ওই ছবির পরিচালক ও প্রযোজক এই দুই ছিলেন করণ জোহর। দুই স্টারকিড আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের সঙ্গেও সিদ্ধার্থকেও লঞ্চ করেন করণ।

২০১২ সালে করণ জোহরের ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' দিয়েই ডেবিউ হয় সিদ্ধার্থের। ওই ছবির পরিচালক ও প্রযোজক এই দুই ছিলেন করণ জোহর। দুই স্টারকিড আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের সঙ্গেও সিদ্ধার্থকেও লঞ্চ করেন করণ।

3 / 8
তবে জানেন কি অভিনেতা হওয়ার বাসনা নিয়ে করণের কাছে যাননি সিদ্ধার্থ? তাঁর পরিবারের কেউই এই ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। ছোট খাটো মডেলিং করতেন।

তবে জানেন কি অভিনেতা হওয়ার বাসনা নিয়ে করণের কাছে যাননি সিদ্ধার্থ? তাঁর পরিবারের কেউই এই ফিল্মি দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। ছোট খাটো মডেলিং করতেন।

4 / 8
করণের অফিসে কাজ খুঁজতে এসেছিলেন সিদ্ধার্থ। করণকে সহকারী পরিচালক হওয়ার বাসনা ছিল তাঁর মনে। কিন্তু ওই যে ভাগ্যের লিখন কি আর খন্ডানো যায়? সিদ্ধার্থকে দেখামাত্রই পছন্দ হয় করণের শোনা যায় তেমনটাই।

করণের অফিসে কাজ খুঁজতে এসেছিলেন সিদ্ধার্থ। করণকে সহকারী পরিচালক হওয়ার বাসনা ছিল তাঁর মনে। কিন্তু ওই যে ভাগ্যের লিখন কি আর খন্ডানো যায়? সিদ্ধার্থকে দেখামাত্রই পছন্দ হয় করণের শোনা যায় তেমনটাই।

5 / 8
করণ ঠিক করেন ছবিতে লঞ্চ করবেন তাঁকে, অভিনেতা বানাবেন। শোনা যায়, দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দু'জনে নাকি চুপিচুপি ঘুরতে যান প্রেমের শহর প্যারিসেও।

করণ ঠিক করেন ছবিতে লঞ্চ করবেন তাঁকে, অভিনেতা বানাবেন। শোনা যায়, দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দু'জনে নাকি চুপিচুপি ঘুরতে যান প্রেমের শহর প্যারিসেও।

6 / 8
তবে প্যারিস থেকে এসেই নাকি বিশেষ বন্ধুত্ব ভেঙে যায় তাঁদের। ততদিনে যদিও ছবির অফার পাওয়া হয়ে গিয়েছে তাঁর। এও শোনা যায় বছর দুয়েক নাকি সম্পর্কে ছিলেন তাঁরা।

তবে প্যারিস থেকে এসেই নাকি বিশেষ বন্ধুত্ব ভেঙে যায় তাঁদের। ততদিনে যদিও ছবির অফার পাওয়া হয়ে গিয়েছে তাঁর। এও শোনা যায় বছর দুয়েক নাকি সম্পর্কে ছিলেন তাঁরা।

7 / 8
যদিও পরবর্তীতে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান সিদ্ধার্থ। এই মুহূর্তে কিয়ারা আডবাণীর সঙ্গে দাম্পত্য জীবন উপভোগ করছেন তিনি।

যদিও পরবর্তীতে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান সিদ্ধার্থ। এই মুহূর্তে কিয়ারা আডবাণীর সঙ্গে দাম্পত্য জীবন উপভোগ করছেন তিনি।

8 / 8
Follow Us: