AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sudipta Banerjee: তৃণমূল নেতার সঙ্গে বিয়ের বাকি ১০ দিন, জমিয়ে আইবুড়ো ভাত খেলেন সুদীপ্তা

Sudipta Banerjee: দেখতে দেখতে এসেই গেল সেই মাহেন্দ্রক্ষণ। তৃণমূল নেতা স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের বাকি মাত্র দশ দিন।

| Edited By: | Updated on: Apr 20, 2023 | 6:47 PM
Share
 দেখতে দেখতে এসেই গেল সেই মাহেন্দ্রক্ষণ। তৃণমূল নেতা স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের বাকি মাত্র দশ  দিন।

দেখতে দেখতে এসেই গেল সেই মাহেন্দ্রক্ষণ। তৃণমূল নেতা স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের বাকি মাত্র দশ দিন।

1 / 8
আগামী ১ মে সাতপাকে বাঁধা পড়বেন দুইজনে। এরই মধ্যে 'সোহাগ জল' সেটে চুটিয়ে পালন হন নায়িকার আইবুড়ো ভাত পর্ব।

আগামী ১ মে সাতপাকে বাঁধা পড়বেন দুইজনে। এরই মধ্যে 'সোহাগ জল' সেটে চুটিয়ে পালন হন নায়িকার আইবুড়ো ভাত পর্ব।

2 / 8
ছবি শেয়ার করেছেন নায়িকা নিজেই। বাটি বাটি করে সাজানো রকমারি লোভনীয় পদ।

ছবি শেয়ার করেছেন নায়িকা নিজেই। বাটি বাটি করে সাজানো রকমারি লোভনীয় পদ।

3 / 8
তাতে লটে মাছের ঝুরো থেকে শুরু করে, মাংস, হরেক  রকম ভাজা... দই, মিষ্টি, পান... কী নেই!

তাতে লটে মাছের ঝুরো থেকে শুরু করে, মাংস, হরেক রকম ভাজা... দই, মিষ্টি, পান... কী নেই!

4 / 8
শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এখন শুধু শুভদিন আসার অপেক্ষায় দিন গুনছেন নায়িকা।

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এখন শুধু শুভদিন আসার অপেক্ষায় দিন গুনছেন নায়িকা।

5 / 8
বিয়ের দিন আদ্যপান্ত বাঙালি সাজেই সাজার ইচ্ছে রয়েছে নায়িকার। তবে রিসেপশনে পরবেন প্যাস্টেল রঙা লেহেঙ্গা, জানিয়েছিলেন আগেই।

বিয়ের দিন আদ্যপান্ত বাঙালি সাজেই সাজার ইচ্ছে রয়েছে নায়িকার। তবে রিসেপশনে পরবেন প্যাস্টেল রঙা লেহেঙ্গা, জানিয়েছিলেন আগেই।

6 / 8
বিয়ের আগে শেষ শুটিং করবেন আগামীকাল অর্থাৎ ২১ এপ্রিল, হাতে রাখতে চান ১০টা দিন।

বিয়ের আগে শেষ শুটিং করবেন আগামীকাল অর্থাৎ ২১ এপ্রিল, হাতে রাখতে চান ১০টা দিন।

7 / 8
 হাজার হোক বিয়ে বলে কথা! শেষ মুহূর্তের প্রস্তুতি তাই তুঙ্গে নায়িকার।

হাজার হোক বিয়ে বলে কথা! শেষ মুহূর্তের প্রস্তুতি তাই তুঙ্গে নায়িকার।

8 / 8