২৩ বছরেই বাজিমাত, সুহানার সম্পত্তি চমকে দেবে আপনাকে
Suhana Khan: অভিনয় কেরিয়ার এখনও সেভাবে শুরু হয়নি। তার আগেই সকলরে নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি। কেরিয়ার শুরু হওয়ার আগেই ভোগ ম্যাগাজিনে জায়গা করে নিয়েছিলেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি ছবির প্রস্তাব তাঁর ঝুলিতে। যদিও পারিশ্রমিক এখনও নির্দিষ্ট করেননি তিনি।
1 / 8
শাহরুখ কন্যা সুহানা খান। বরাবরই বাবার ভীষণ আদরের সন্তান তিনি। মেয়ে মানেই বাবাদের বোধহয় একটু বেশিই আদরের। তাই সুহানাকে নিয়েও বেশ যত্নশীল তিনি।
2 / 8
ছোট থেকেই সুহানার প্রতি বিশেষ নজয়। তাঁর ফ্যাশন থেকে শুরু করে লেখাপড়া সবটাই নিজেরা দায়িত্ব নিয়ে সামলাতেন গৌরী খান ও শাহরুখ খান।
3 / 8
যদিও স্টারকিড বলে প্রথম থেকেই তাঁর ব্র্যান্ড ভ্যালু তুঙ্গে। অভিনয় কেরিয়ার এখনও সেভাবে শুরু হয়নি। তার আগেই সকলরে নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি।
4 / 8
কেরিয়ার শুরু হওয়ার আগেই ভোগ ম্যাগাজিনে জায়গা করে নিয়েছিলেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি ছবির প্রস্তাব তাঁর ঝুলিতে। যদিও পারিশ্রমিক এখনও নির্দিষ্ট করেননি তিনি।
5 / 8
তবে ইতিমধ্যে দুই সম্পত্তির মলিক হয়ে গিয়েছেন তিনি। আলিবাগে একটি জমি কিনেছেন তিনি। যার দাম পড়েছে ১২.৯১ কোটি।
6 / 8
পাশাপাশি বিচের ধারে একটি প্রপার্টি কেনেন সুহানা, যার মূল্য ১০ কোটি টাকা। সিরিজ মুক্তির পর চাষের জমি কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
7 / 8
পাশাপাশি মেবলিন ব্র্যান্ডের মুখ তিনি। তা নিয়েও চর্চা তুঙ্গে। এখানেই শেষ নয়, বিজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন ইভেন্ট থেকেও ডাক আসছে সুহানার।
8 / 8
পাশাপাশি ভাই আরিয়ান খানের ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত তিনি। সব মিলিয়ে কেরিয়ারের শুরুতেই ধামাকা। একের পর এক বাজিমাত করছেন সুহানা।