AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখ-ঐশ্বর্যার সন্তানদের স্কুলের শিক্ষকদের মাইনে জানেন? বিশ্বাসই হবে না

Ambani School: ধীরুভাই অম্বানি আন্তর্জাতিক স্কুল-- ভারতের অন্যতম নামজাদা স্কুলের মধ্যে একটি। স্কুলটির প্রতিষ্ঠাতা অম্বানি পরিবারের পুত্রবধূ নীতা অম্বানি।

| Edited By: | Updated on: Dec 18, 2023 | 5:13 PM
Share
ধীরুভাই অম্বানি আন্তর্জাতিক স্কুল-- ভারতের অন্যতম নামজাদা স্কুলের মধ্যে একটি। স্কুলটির প্রতিষ্ঠাতা অম্বানি পরিবারের পুত্রবধূ নীতা অম্বানি।

ধীরুভাই অম্বানি আন্তর্জাতিক স্কুল-- ভারতের অন্যতম নামজাদা স্কুলের মধ্যে একটি। স্কুলটির প্রতিষ্ঠাতা অম্বানি পরিবারের পুত্রবধূ নীতা অম্বানি।

1 / 8
স্কুলটি যেন সাক্ষাৎ ফিল্মসিটি শাহরুখ খানের ছেলে থেকে শুরু করে ঐশ্বর্যা রাই বচ্চনের মেয়ে ওই স্কুলে পড়েন।

স্কুলটি যেন সাক্ষাৎ ফিল্মসিটি শাহরুখ খানের ছেলে থেকে শুরু করে ঐশ্বর্যা রাই বচ্চনের মেয়ে ওই স্কুলে পড়েন।

2 / 8
শুধু কি তাই? করণ জোহরের ছেলে মেয়ে, শাহিদ কাপুরের সন্তান ও করিনা কাপুরের দুই ছেলেও ওই স্কুলেরই ছাত্র।

শুধু কি তাই? করণ জোহরের ছেলে মেয়ে, শাহিদ কাপুরের সন্তান ও করিনা কাপুরের দুই ছেলেও ওই স্কুলেরই ছাত্র।

3 / 8
স্কুলটিতে পড়তে গেলে খরচ করতে হয় মোটা টাকা। মাসিক বেতন নাকি প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি।

স্কুলটিতে পড়তে গেলে খরচ করতে হয় মোটা টাকা। মাসিক বেতন নাকি প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি।

4 / 8
আর ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কত টাকা পান? কী বা যোগ্যতা লাগে ওই স্কুলে পড়াতে? টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে রইল সেই তথ্যই।

আর ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কত টাকা পান? কী বা যোগ্যতা লাগে ওই স্কুলে পড়াতে? টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে রইল সেই তথ্যই।

5 / 8
জানা যাচ্ছে, বি-এড থাকতেই হবে। তবে শিক্ষক হিসেবে 'ফ্রেশার' হল চলবে না। পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে, নয়তো পড়ানো যাবে না কিছুতেই।

জানা যাচ্ছে, বি-এড থাকতেই হবে। তবে শিক্ষক হিসেবে 'ফ্রেশার' হল চলবে না। পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে, নয়তো পড়ানো যাবে না কিছুতেই।

6 / 8
আর টাকা? শিক্ষকদের জন্য মাইনে বছর প্রতি প্রায় ২ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা। অভিজ্ঞতার উপর নির্ভর করে পুরোটাই।

আর টাকা? শিক্ষকদের জন্য মাইনে বছর প্রতি প্রায় ২ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা। অভিজ্ঞতার উপর নির্ভর করে পুরোটাই।

7 / 8
 তবে শুধু পড়ালেই কিন্তু হয় না। ছাত্রছাত্রীদের স্পেশ্যাল অ্যাক্টিভিটির ক্লাসও নিতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। একই সঙ্গে নিতে হয় 'একস্ট্রা ক্লাস'ও।

তবে শুধু পড়ালেই কিন্তু হয় না। ছাত্রছাত্রীদের স্পেশ্যাল অ্যাক্টিভিটির ক্লাসও নিতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। একই সঙ্গে নিতে হয় 'একস্ট্রা ক্লাস'ও।

8 / 8