AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Allu Arjun Controversy: মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে পুলিশের সঙ্গে বচসা, বিতর্কের কেন্দ্রে যখন ‘পুষ্পা’ স্টার

Allu Arjun: পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করা এই 'পুষ্পা' বাস্তব জীবনে ঠিক কেমন? পুলিশের চোখকে কি ফাঁকি দিতে পেরেছিলেন তিনি ?

| Edited By: | Updated on: Apr 08, 2023 | 1:02 PM
Share
বর্তমানে সর্বাধিক চর্চিত স্টার হলেন আল্লু অর্জুন। জন্মদিনে তাঁর আগামী ছবির পোস্টা এক কথায় ঝড় তুলল ভক্তমনে। তবে পুষ্পা ছবির আগে আল্লু অর্জুনের এতটা জনপ্রিয়তা ছিল না। দক্ষিণে তাঁর চাহিদা তুঙ্গে হলেও অনত্র আর পাঁচটা দক্ষিণের স্টারের মতই চর্চায় ছিলেন তিনি।

বর্তমানে সর্বাধিক চর্চিত স্টার হলেন আল্লু অর্জুন। জন্মদিনে তাঁর আগামী ছবির পোস্টা এক কথায় ঝড় তুলল ভক্তমনে। তবে পুষ্পা ছবির আগে আল্লু অর্জুনের এতটা জনপ্রিয়তা ছিল না। দক্ষিণে তাঁর চাহিদা তুঙ্গে হলেও অনত্র আর পাঁচটা দক্ষিণের স্টারের মতই চর্চায় ছিলেন তিনি।

1 / 8
তবে করোনার পর পুষ্পা ছবি মুক্তির পরি এক অন্যমাত্রায় জায়গা করে নেন আল্লু অর্জুন। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর লুক। পরতে-পরতে চমক যেন ভক্তরা তাড়িয়ে-তাড়িয়ে উরভোগ করেছিলেন এই ছবি।

তবে করোনার পর পুষ্পা ছবি মুক্তির পরি এক অন্যমাত্রায় জায়গা করে নেন আল্লু অর্জুন। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর লুক। পরতে-পরতে চমক যেন ভক্তরা তাড়িয়ে-তাড়িয়ে উরভোগ করেছিলেন এই ছবি।

2 / 8
তবে থেকেই তিনি লাইমলাইটে। কবে শুরু হবে পুষ্পা ছবির শুটিং, সেদিকেই ছিল নজর। এবার অভিনেতার জন্মদিনে মুক্তি পেয়ে গেল তাঁর আগামী ছবির লুক থেকে শুরু করে টিজ়ার।

তবে থেকেই তিনি লাইমলাইটে। কবে শুরু হবে পুষ্পা ছবির শুটিং, সেদিকেই ছিল নজর। এবার অভিনেতার জন্মদিনে মুক্তি পেয়ে গেল তাঁর আগামী ছবির লুক থেকে শুরু করে টিজ়ার।

3 / 8
পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করা এই পুষ্পা বাস্তব জীবনে ঠিক কেমন? পুলিশের চোখকে কি ফাঁকি দিতে পেরেছিলেন তিনি বাস্তবে? একাধিক বিতর্কে নাম লিখিয়েছেন আল্লু অর্জুন। ড্রিঙ্ক এন্ড ড্রাইভ থেকে শুরু করে পুলিশের সঙ্গে বচসা। বাদ থাকেনি কিছুই।

পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করা এই পুষ্পা বাস্তব জীবনে ঠিক কেমন? পুলিশের চোখকে কি ফাঁকি দিতে পেরেছিলেন তিনি বাস্তবে? একাধিক বিতর্কে নাম লিখিয়েছেন আল্লু অর্জুন। ড্রিঙ্ক এন্ড ড্রাইভ থেকে শুরু করে পুলিশের সঙ্গে বচসা। বাদ থাকেনি কিছুই।

4 / 8
হায়দরাবাদে একবার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। তখন কেরিয়ারের শুরুর দিক। পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর।

হায়দরাবাদে একবার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। তখন কেরিয়ারের শুরুর দিক। পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর।

5 / 8
এখানেই শেষ নয়, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো জায়গা করে নেয়, যেখানে দেখা যাচ্ছে আল্লু অর্জুন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন।

এখানেই শেষ নয়, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো জায়গা করে নেয়, যেখানে দেখা যাচ্ছে আল্লু অর্জুন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন।

6 / 8
পরবর্তীতে এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছিলেন আল্লু অর্জুন। তিনি জানিয়েছিলেন, তাঁকে টেস্টারে যখন ফুঁ দিতে বলা হয়, তিনি রাজি হননি কারণ, তাঁর অস্বস্তি হচ্ছিল। সেই কারণেই বচসা তুঙ্গে।

পরবর্তীতে এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছিলেন আল্লু অর্জুন। তিনি জানিয়েছিলেন, তাঁকে টেস্টারে যখন ফুঁ দিতে বলা হয়, তিনি রাজি হননি কারণ, তাঁর অস্বস্তি হচ্ছিল। সেই কারণেই বচসা তুঙ্গে।

7 / 8
যদিও পরবর্তীতে আল্লু অর্জুন বেশ সচেতন হয়ে গিয়েছিলেন। তাঁকে নিয়ে খুব একটা চর্চা আর শোনা যায়নি সোশ্যাল মিডিয়ায়।

যদিও পরবর্তীতে আল্লু অর্জুন বেশ সচেতন হয়ে গিয়েছিলেন। তাঁকে নিয়ে খুব একটা চর্চা আর শোনা যায়নি সোশ্যাল মিডিয়ায়।

8 / 8