AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relationship Gossip: একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠ, অক্ষয়ের সঙ্গে বিয়ে ভাঙায় কান্না চাপতে পারেননি রবিনা

Relationship Gossip: রাতের পর রাত ঘুম আসত না, তবে কীভাবে নিজেকে সামলে ছিলেন অভিনেত্রী, একটা রাতের ঘটনা সবটা পাল্টে দিয়েছিল রবিনার জীবনে...

| Edited By: | Updated on: May 23, 2023 | 2:00 PM
Share
রবিনা টন্ডন ও অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্কের সমীকরণের কথা কারও অজানা নয়। একের পর এক পুরোনো সাক্ষাৎকারে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওঠে ওঠে।

রবিনা টন্ডন ও অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্কের সমীকরণের কথা কারও অজানা নয়। একের পর এক পুরোনো সাক্ষাৎকারে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওঠে ওঠে।

1 / 8
যেখানে বারে বারে রবিনা টন্ডনকে বলতে শোনা যায়, তাঁর অতীতের ভয়ানক স্মৃতির কথা। অক্ষয় কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক কম দিনের নয়। তখন অক্ষয় কুমার এক কথায় ক্যাসানোভা।

যেখানে বারে বারে রবিনা টন্ডনকে বলতে শোনা যায়, তাঁর অতীতের ভয়ানক স্মৃতির কথা। অক্ষয় কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক কম দিনের নয়। তখন অক্ষয় কুমার এক কথায় ক্যাসানোভা।

2 / 8
জীবনে তাঁর একাধিক নায়িকার আগমন। নিত্য নতুন মেয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তাঁর নাম। কোনও খবরই অজানা ছিল না অভিনেত্রী রবিনার। তবুও তিনি কোনও মতে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন।

জীবনে তাঁর একাধিক নায়িকার আগমন। নিত্য নতুন মেয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তাঁর নাম। কোনও খবরই অজানা ছিল না অভিনেত্রী রবিনার। তবুও তিনি কোনও মতে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন।

3 / 8
মোহরা ছবির এই জুটি ১৯৯৫ সালেই স্থির করেছিলেন তাঁরা বিয়ে করবেন। কিন্তু তেমনটা ঘটেনি। কিছু বছরের মধ্যেই শোনা গিয়েছিল এই সম্পর্ক থেকে তাঁরা বিদায় নিচ্ছেন।

মোহরা ছবির এই জুটি ১৯৯৫ সালেই স্থির করেছিলেন তাঁরা বিয়ে করবেন। কিন্তু তেমনটা ঘটেনি। কিছু বছরের মধ্যেই শোনা গিয়েছিল এই সম্পর্ক থেকে তাঁরা বিদায় নিচ্ছেন।

4 / 8
নিজের বিয়ে ভাঙা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, 'আমার বিয়ে যখন ভাঙে তখন আমার কাছে কোনও কাজ ছিল না। আমি বুঝতে পারছিলাম না, এই অবস্থায় ঠিক কোথায় যাওয়া উচিত আমার'।

নিজের বিয়ে ভাঙা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, 'আমার বিয়ে যখন ভাঙে তখন আমার কাছে কোনও কাজ ছিল না। আমি বুঝতে পারছিলাম না, এই অবস্থায় ঠিক কোথায় যাওয়া উচিত আমার'।

5 / 8
এখানই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, 'রাতের পর রাত আমার ঘুম আসত না। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম। সারা রাত ঘুরতাম, গাড়িতে মিউজ়িক চলত।'  তবে কীভাবে নিজেকে সামিলেছিলেন অভিনেত্রী?

এখানই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, 'রাতের পর রাত আমার ঘুম আসত না। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম। সারা রাত ঘুরতাম, গাড়িতে মিউজ়িক চলত।' তবে কীভাবে নিজেকে সামিলেছিলেন অভিনেত্রী?

6 / 8
রবিনা এক পুরোনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'একদিন গাড়ি চালাতে চালাতে আমি এক বস্তির সামনে এসে পরি। তা দেখেই আমি বেশ অবাক হয়ে যাই। ভাবি এদের এত কষ্ট, অথচ কী নেই আমার?'

রবিনা এক পুরোনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'একদিন গাড়ি চালাতে চালাতে আমি এক বস্তির সামনে এসে পরি। তা দেখেই আমি বেশ অবাক হয়ে যাই। ভাবি এদের এত কষ্ট, অথচ কী নেই আমার?'

7 / 8
বাড়ি গিয়ে এসি চালিয়ে শান্তিতে শুতে পারেন তিনি। এটা ভেবেই স্বস্তি পেয়েছিলেন রবিনা। ফিরে গিয়েছিলেন বাড়িতে। আর তারপর থেকেই সবটা পাল্টে যেতে থাকে।

বাড়ি গিয়ে এসি চালিয়ে শান্তিতে শুতে পারেন তিনি। এটা ভেবেই স্বস্তি পেয়েছিলেন রবিনা। ফিরে গিয়েছিলেন বাড়িতে। আর তারপর থেকেই সবটা পাল্টে যেতে থাকে।

8 / 8