AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: গৌরীকে ছেড়ে অন্য কারও সঙ্গে প্রেম? দিল্লির রাস্তায় বিপাকে শাহরুখ

Gossip: কী অভিযোগ? তিনি নাকি গৌরী খানকে ঠকাচ্ছেন। তিনি গৌরী খানকে ছেড়ে কেন অন্য কারও সঙ্গে ঘুরছেন? এভাবে ঠাকাচ্ছেন তিনি গৌরীকে, মানতে পারেননি তাঁরা।

| Edited By: | Updated on: Jul 18, 2023 | 9:58 AM
Share
শাহরুখ খান ও গৌরী খানের মধ্যে সম্পর্ক দীর্ধ দিনের। ভক্তরা এই জুটিকে এতটাই পছন্দ করে, যে রীতিমত তাঁদের প্রতিটা আপডেটে নজর থাকে।

শাহরুখ খান ও গৌরী খানের মধ্যে সম্পর্ক দীর্ধ দিনের। ভক্তরা এই জুটিকে এতটাই পছন্দ করে, যে রীতিমত তাঁদের প্রতিটা আপডেটে নজর থাকে।

1 / 8
শাহরুখ খান দিল্লির ছেলে। সেখান থেকেই প্রথম আলাপ গৌরীর সঙ্গে। গৌরীকে খুঁজতেই প্রথম তাঁর মবম্বই শহর দেখা। পকেটে ছিল তখন মাত্র ৩০০ টাকা।

শাহরুখ খান দিল্লির ছেলে। সেখান থেকেই প্রথম আলাপ গৌরীর সঙ্গে। গৌরীকে খুঁজতেই প্রথম তাঁর মবম্বই শহর দেখা। পকেটে ছিল তখন মাত্র ৩০০ টাকা।

2 / 8
সেখান থেকে শুরু তাঁদের সম্পর্ক। দিল্লির সকলেই শাহরুখ খান ও গৌরীর প্রেমকাহিনি জেনে গিয়েছিল কিছু দিনের মধ্যেই। তাই বলে যে শাহরুখ খানকে এভাবে বিপদে পড়তে হবে কে জানত?

সেখান থেকে শুরু তাঁদের সম্পর্ক। দিল্লির সকলেই শাহরুখ খান ও গৌরীর প্রেমকাহিনি জেনে গিয়েছিল কিছু দিনের মধ্যেই। তাই বলে যে শাহরুখ খানকে এভাবে বিপদে পড়তে হবে কে জানত?

3 / 8
একবার শাহরুখ খান গৌরী খানকে নিয়ে দিল্লিতে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই গৌরীর হাত ধরে হাঁটতে দেখা যায় কিং খানকে। হঠাৎই কিছু পরিচিত ব্যক্তি এসে রীতিমত শাহরুখ খানকে মারতে তাড়া করে।

একবার শাহরুখ খান গৌরী খানকে নিয়ে দিল্লিতে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই গৌরীর হাত ধরে হাঁটতে দেখা যায় কিং খানকে। হঠাৎই কিছু পরিচিত ব্যক্তি এসে রীতিমত শাহরুখ খানকে মারতে তাড়া করে।

4 / 8
কী অভিযোগ? তিনি নাকি গৌরী খানকে ঠকাচ্ছেন। তিনি গৌরী খানকে ছেড়ে কেন অন্য কারও সঙ্গে ঘুরছেন? শাহরুখ খানের পরিচিত সেই ব্যক্তিরা গৌরী খানকে চিনতেন না।

কী অভিযোগ? তিনি নাকি গৌরী খানকে ঠকাচ্ছেন। তিনি গৌরী খানকে ছেড়ে কেন অন্য কারও সঙ্গে ঘুরছেন? শাহরুখ খানের পরিচিত সেই ব্যক্তিরা গৌরী খানকে চিনতেন না।

5 / 8
সেই কারণে শাহরুখ খানের পাশে যে গৌরী ছিলেন সেদিন তা তাঁরা বুঝতে পারেনি। আর সেখান থেকেই শুরু হয় যত বিপত্তি।

সেই কারণে শাহরুখ খানের পাশে যে গৌরী ছিলেন সেদিন তা তাঁরা বুঝতে পারেনি। আর সেখান থেকেই শুরু হয় যত বিপত্তি।

6 / 8
অবশেষে শাহরুখ খান সকলকে বুঝিয়ে বলেন, তিনি অন্য কারও সঙ্গে ঘুরছেন না বা প্রেম করছেন না। তাঁর পাশে থাকা মহিলাই গৌরী।

অবশেষে শাহরুখ খান সকলকে বুঝিয়ে বলেন, তিনি অন্য কারও সঙ্গে ঘুরছেন না বা প্রেম করছেন না। তাঁর পাশে থাকা মহিলাই গৌরী।

7 / 8
এরপর তাঁরা রীতিমত লজ্জায় পড়ে যান। কী করবেন কিছু বুঝতে পারেন না। যদিও তাঁদের এই ব্যবহারে রীতিমত খুশি হয়েছিলেন জুটি। হাসি ফোটে গৌরীর মুখে।

এরপর তাঁরা রীতিমত লজ্জায় পড়ে যান। কী করবেন কিছু বুঝতে পারেন না। যদিও তাঁদের এই ব্যবহারে রীতিমত খুশি হয়েছিলেন জুটি। হাসি ফোটে গৌরীর মুখে।

8 / 8