AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Web Series: ভারতের ৭টি সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ!

গত কয়েক বছরে ভারতে রমরমিয়ে বৃদ্ধি পেয়েছে ওয়েব সিরিজের চাহিদা। চিরাচরিত ধারাবাহিকের ধারণা ভেঙ্গে নতুন জায়গা করে নিয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিসনি+হটস্টার-এর মত ওয়েব প্ল্যাটফর্ম গুলি। আর এই প্ল্যাটফর্ম গুলির দরুন জনপ্রিয়তা লাভ করেছে ওয়েব সিরিজগুলি। দেখে নেওয়া যাক, ভারতের ৭টি সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ গুলি...

| Edited By: | Updated on: Aug 11, 2021 | 6:45 PM
Share
সেক্রেড গেমস: ভারতের প্রথম নেটফ্লিক্স ওয়েব সিরিজ বিক্রম চন্দের সেক্রেড গেমস উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। দুটি সিজনে উপস্থাপিত এই সিরিজে রয়েছে একাধিক স্তর। রয়েছে সইফ আলি খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পঙ্কজ ত্রিপাঠী, কালকি কোয়েচলিন, রাধিকা আপটের মত একাধিক তারকা।

সেক্রেড গেমস: ভারতের প্রথম নেটফ্লিক্স ওয়েব সিরিজ বিক্রম চন্দের সেক্রেড গেমস উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। দুটি সিজনে উপস্থাপিত এই সিরিজে রয়েছে একাধিক স্তর। রয়েছে সইফ আলি খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পঙ্কজ ত্রিপাঠী, কালকি কোয়েচলিন, রাধিকা আপটের মত একাধিক তারকা।

1 / 7
মির্জাপুর: বাবলু-গুড্ডু মাতিয়ে রেখেছে অ্যামাজন প্রাইমের মির্জাপুর জুড়ে। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফাজাল, বিক্রান্ত মাস্সি ও শ্বেতা ত্রিপাঠীর মত একাধিক শিল্পীরা কাজ করেছেন এই ওয়েব সিরিজে।

মির্জাপুর: বাবলু-গুড্ডু মাতিয়ে রেখেছে অ্যামাজন প্রাইমের মির্জাপুর জুড়ে। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফাজাল, বিক্রান্ত মাস্সি ও শ্বেতা ত্রিপাঠীর মত একাধিক শিল্পীরা কাজ করেছেন এই ওয়েব সিরিজে।

2 / 7
কোটা ফ্যাক্টরি: ইউটিউবকে মাধ্যম বানিয়ে টিভিএফ একাধিক ওয়েব সিরিজ তৈরি করেছে, যার মধ্যে অন্যতম কোটা ফ্যাক্টরি। রাজস্থানের কোটার কোচিং ক্যালচারকে তুলে ধরা হয়েছে এই সিরিজের মাধ্যমে।

কোটা ফ্যাক্টরি: ইউটিউবকে মাধ্যম বানিয়ে টিভিএফ একাধিক ওয়েব সিরিজ তৈরি করেছে, যার মধ্যে অন্যতম কোটা ফ্যাক্টরি। রাজস্থানের কোটার কোচিং ক্যালচারকে তুলে ধরা হয়েছে এই সিরিজের মাধ্যমে।

3 / 7
স্পেশ্যাল ওপিএস: ডিসনি+হটস্টারের এই ওয়েব সিরিজ ভারতে অন্যতম জনপ্রিয়তা লাভ করেছে। ১৯ বছর ধরে ক্রমাগত ভারতে হওয়া সন্ত্রাসী হামলা এবং তা দমনে ভারতীয় গোয়েন্দাদের ভূমিকা নিয়ে তৈরি এই ওয়েব ধারাবাহিক।

স্পেশ্যাল ওপিএস: ডিসনি+হটস্টারের এই ওয়েব সিরিজ ভারতে অন্যতম জনপ্রিয়তা লাভ করেছে। ১৯ বছর ধরে ক্রমাগত ভারতে হওয়া সন্ত্রাসী হামলা এবং তা দমনে ভারতীয় গোয়েন্দাদের ভূমিকা নিয়ে তৈরি এই ওয়েব ধারাবাহিক।

4 / 7
অসুর: ওয়েব সিরিজের এই তালিকার মধ্যে অসুরের গল্প অন্যতম। পৌরাণিক প্রকৃতির ওপর ভিত্তি করে তৈরি অসুর ভুট সিলেক্টে উপস্থাপিত হয়। আর্সাদ ওয়ারসি এবং বরুণ সবতি এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

অসুর: ওয়েব সিরিজের এই তালিকার মধ্যে অসুরের গল্প অন্যতম। পৌরাণিক প্রকৃতির ওপর ভিত্তি করে তৈরি অসুর ভুট সিলেক্টে উপস্থাপিত হয়। আর্সাদ ওয়ারসি এবং বরুণ সবতি এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

5 / 7
দ্য ফ্যামিলি ম্যান: একজন মধ্যবিত্ত মানুষের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজ। অন্যান্য সাধারণ মানুষের চেয়ে শ্রীকান্ত তিওয়ারির কর্মজীবন একটু আলাদা, তিনি কাজ করে জাতীয় তদন্ত সংস্থার গোয়েন্দা রূপে, যার প্রভাব ফেলে তার ব্যক্তিগত জীবনেও। এই শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপায়ী।

দ্য ফ্যামিলি ম্যান: একজন মধ্যবিত্ত মানুষের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজ। অন্যান্য সাধারণ মানুষের চেয়ে শ্রীকান্ত তিওয়ারির কর্মজীবন একটু আলাদা, তিনি কাজ করে জাতীয় তদন্ত সংস্থার গোয়েন্দা রূপে, যার প্রভাব ফেলে তার ব্যক্তিগত জীবনেও। এই শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপায়ী।

6 / 7
দিল্লি ক্রাইম: ২০১২ সালে দিল্লির ভয়াবহ গণধর্ষণ মামলার ওপর ভিত্তি করে তৈরি নেটফ্লিক্সের এই ওয়েব ধারাবাহিকটি। এর সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ।

দিল্লি ক্রাইম: ২০১২ সালে দিল্লির ভয়াবহ গণধর্ষণ মামলার ওপর ভিত্তি করে তৈরি নেটফ্লিক্সের এই ওয়েব ধারাবাহিকটি। এর সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ।

7 / 7