Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Year Ender 2022: নতুন বছরে প্রত্যাশা, কলকাতায় ফিরুক আইএসএল ট্রফি

একটি বছরের বিদায়, নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। পুরনো বছরে যেমন পাওয়া, না পাওয়ার অনেক হিসেব থাকে তেমনই একরাশ প্রত্যাশা নিয়ে আমরা পা বাড়াই আগামী বছরের দিকে। ২০২৩ সালে বাংলার ফুটবলপ্রেমীদের প্রত্যাশা কী? নতুন বছরে আইএসএল ট্রফি কলকাতায় ফেরার স্বপ্ন দেখছেন অনেকে। মিটবে সেই প্রত্যাশা?

| Edited By: | Updated on: Dec 30, 2022 | 3:26 PM
আইপিএলের জনপ্রিয়তাকে মাথায় রেখে ২০১৪ সালে শুরু হয় ফুটবলের ফ্র্যাঞ্চাইজি লিগ। নামেও সামঞ্জস্য, ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। আটটি দল নিয়ে শুরু হয়েছিল টুর্নামেন্ট। যা বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ১১টিতে। (ছবি:টুইটার)

আইপিএলের জনপ্রিয়তাকে মাথায় রেখে ২০১৪ সালে শুরু হয় ফুটবলের ফ্র্যাঞ্চাইজি লিগ। নামেও সামঞ্জস্য, ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। আটটি দল নিয়ে শুরু হয়েছিল টুর্নামেন্ট। যা বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ১১টিতে। (ছবি:টুইটার)

1 / 7
২০১৪ সালের প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হয় কলকাতার দল 'অ্যাটলেটিকো ডি কলকাতা'। কেরালা ব্লাস্টার্সকে ১-০ হারিয়ে ফুটবলের মক্কায় আসে উদ্বোধনী ট্রফি। কোচ ছিলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। (ছবি:টুইটার)

২০১৪ সালের প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হয় কলকাতার দল 'অ্যাটলেটিকো ডি কলকাতা'। কেরালা ব্লাস্টার্সকে ১-০ হারিয়ে ফুটবলের মক্কায় আসে উদ্বোধনী ট্রফি। কোচ ছিলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। (ছবি:টুইটার)

2 / 7
২০১৫ সংস্করণ বাদ দিলে ২০১৬ সালে ফের আইএসএল ট্রফি ঢোকে কলকাতার দলের ক্যাবিনেটে। সে বারও ফাইনালে প্রতিপক্ষ ছিল কেরালা ব্লাস্টার্স। কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনার কোচিংয়ে পেনাল্টি শুট-আউটে ম্যাচের ফয়সালা হয়। নির্ধারিত সময় ১-১ থাকার পর ৪-৩ গোলে জিতে দ্বিতীয় বারের জন্য আইএসএল ট্রফি আসে অ্যাটলেটিকো ডি কলকাতার ঝুলিতে।(ছবি:টুইটার)

২০১৫ সংস্করণ বাদ দিলে ২০১৬ সালে ফের আইএসএল ট্রফি ঢোকে কলকাতার দলের ক্যাবিনেটে। সে বারও ফাইনালে প্রতিপক্ষ ছিল কেরালা ব্লাস্টার্স। কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনার কোচিংয়ে পেনাল্টি শুট-আউটে ম্যাচের ফয়সালা হয়। নির্ধারিত সময় ১-১ থাকার পর ৪-৩ গোলে জিতে দ্বিতীয় বারের জন্য আইএসএল ট্রফি আসে অ্যাটলেটিকো ডি কলকাতার ঝুলিতে।(ছবি:টুইটার)

3 / 7
২০১৫ সালে যুবভারতীতে বসে এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দেখেছিলেন কিংবদন্তি পেলে। ২০১৯-২০ মরসুমে ফের ফাইনালে ওঠে কলকাতা দলটি। ততদিনে লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। দলের নতুন নাম এটিকে। দক্ষিণের দল চেন্নায়িনকে ৩-১ হারিয়ে সৈকত শহর গোয়া থেকে আইএসএল ট্রফি তুলে আনে কলকাতার টিম।(ছবি:টুইটার)

২০১৫ সালে যুবভারতীতে বসে এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দেখেছিলেন কিংবদন্তি পেলে। ২০১৯-২০ মরসুমে ফের ফাইনালে ওঠে কলকাতা দলটি। ততদিনে লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। দলের নতুন নাম এটিকে। দক্ষিণের দল চেন্নায়িনকে ৩-১ হারিয়ে সৈকত শহর গোয়া থেকে আইএসএল ট্রফি তুলে আনে কলকাতার টিম।(ছবি:টুইটার)

4 / 7
পরের মরসুমে আরও বড় চমক। কলকাতার প্রধান মোহনবাগানের সঙ্গে এটিকের সংযুক্তি এবং এটিকে মোহনবাগান নামে নতুন মোড়কে হাজির হয় দলটি। কোচ ছিলেন অতীতে দু'বারের আইএসএল জয়ী অ্যান্তোনিও লোপেজ হাবাস। আইএসএলের মঞ্চে পা রেখেই সবুজ মেরুনের কামাল। প্রথম মরসুমেই ফাইনালে পৌঁছে গিয়েছিল এটিকে মোহনবাগান। তবে ফাইনালে মুম্বই সিটির কাছে ২-১ হার।  (ছবি:টুইটার)

পরের মরসুমে আরও বড় চমক। কলকাতার প্রধান মোহনবাগানের সঙ্গে এটিকের সংযুক্তি এবং এটিকে মোহনবাগান নামে নতুন মোড়কে হাজির হয় দলটি। কোচ ছিলেন অতীতে দু'বারের আইএসএল জয়ী অ্যান্তোনিও লোপেজ হাবাস। আইএসএলের মঞ্চে পা রেখেই সবুজ মেরুনের কামাল। প্রথম মরসুমেই ফাইনালে পৌঁছে গিয়েছিল এটিকে মোহনবাগান। তবে ফাইনালে মুম্বই সিটির কাছে ২-১ হার। (ছবি:টুইটার)

5 / 7
২০২০-২১ মরসুমে আইএসএলের জগতে পা পড়ে কলকাতার আরও এক প্রধান ইস্টবেঙ্গলের। দীর্ঘ দোলাচলের পর আইএসএলে অভিষেক ঘটে লাল হলুদের। তবে এটিকে মোহনবাগানের মতো চমক তারা দেখাতে পারেনি। বরং দুটো মরসুম খেলা হয়ে গেলেও ইস্টবেঙ্গলের পারফরম্যান্স আহামরি নয়।(ছবি:টুইটার)

২০২০-২১ মরসুমে আইএসএলের জগতে পা পড়ে কলকাতার আরও এক প্রধান ইস্টবেঙ্গলের। দীর্ঘ দোলাচলের পর আইএসএলে অভিষেক ঘটে লাল হলুদের। তবে এটিকে মোহনবাগানের মতো চমক তারা দেখাতে পারেনি। বরং দুটো মরসুম খেলা হয়ে গেলেও ইস্টবেঙ্গলের পারফরম্যান্স আহামরি নয়।(ছবি:টুইটার)

6 / 7
ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এখন কলকাতার দু দুটো দল। তাই ২০২২-২৩ মরসুমে এই দুটি দলের মধ্যে যে কোনও একটির হাতে আইএসএল ট্রফি দেখতে চাইছেন বাংলার ফুটবলপ্রেমীরা। ইস্টবেঙ্গলের দায়িত্বে ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। হুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে এটিকে মোহনবাগান। ট্রফির জন্য এই দুই কোচের দিকেই তাকিয়ে বাঙালি।(ছবি:টুইটার)

ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এখন কলকাতার দু দুটো দল। তাই ২০২২-২৩ মরসুমে এই দুটি দলের মধ্যে যে কোনও একটির হাতে আইএসএল ট্রফি দেখতে চাইছেন বাংলার ফুটবলপ্রেমীরা। ইস্টবেঙ্গলের দায়িত্বে ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। হুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে এটিকে মোহনবাগান। ট্রফির জন্য এই দুই কোচের দিকেই তাকিয়ে বাঙালি।(ছবি:টুইটার)

7 / 7
Follow Us: