AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lalit-Sushmita: পরিবারের ঘোর আপত্তি, পাল্টা ভয় দেখিয়ে মায়ের বান্ধবীকেই বিয়ে করেন ললিত

Lalit Modi: ললিতের জীবনে নারীর আনাগোনা বিস্তর। তাঁর বিয়েও যেন সাক্ষাৎ বলিউডের ছবি। মায়ের বান্দবীর সঙ্গে লুকিয়ে পরিণয়, পাল্টা হুমকি... যেন উত্তেজনার ওভারডোজ। সেই প্রেমকাহিনীই রইল

| Edited By: | Updated on: Jul 15, 2022 | 7:38 PM
Share
ললিত মোদী ও সুস্মিতা সেন। বিগত বেশ কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় এই দুই নামই এখন রীতিমতো ট্রেন্ডিং। আইপিএল প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে বঙ্গ তনয়ার প্রেম নিয়ে চলছে নানা কথা। তবে ললিত জীবনে নারীর আনাগোনা বিস্তর। তাঁর বিয়েও যেন সাক্ষাৎ বলিউডের ছবি। মায়ের বান্দবীর সঙ্গে লুকিয়ে পরিণয়, পাল্টা হুমকি... যেন উত্তেজনার ওভারডোজ। সেই প্রেমকাহিনীই রইল

ললিত মোদী ও সুস্মিতা সেন। বিগত বেশ কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় এই দুই নামই এখন রীতিমতো ট্রেন্ডিং। আইপিএল প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে বঙ্গ তনয়ার প্রেম নিয়ে চলছে নানা কথা। তবে ললিত জীবনে নারীর আনাগোনা বিস্তর। তাঁর বিয়েও যেন সাক্ষাৎ বলিউডের ছবি। মায়ের বান্দবীর সঙ্গে লুকিয়ে পরিণয়, পাল্টা হুমকি... যেন উত্তেজনার ওভারডোজ। সেই প্রেমকাহিনীই রইল

1 / 7
ললিত মোদীর স্ত্রীর নাম মিনাল মোদী। মিনাল ছিলেন মোদী পরিবারের ঘনিষ্ঠ। ললিতের মায়ের সঙ্গে তাঁর ছিল বেজায় বন্ধুত্ব। এদিকে মিনালকে বেশ পছন্দ হয় ললিতের। মিনাল তখন বিবাহিত।

ললিত মোদীর স্ত্রীর নাম মিনাল মোদী। মিনাল ছিলেন মোদী পরিবারের ঘনিষ্ঠ। ললিতের মায়ের সঙ্গে তাঁর ছিল বেজায় বন্ধুত্ব। এদিকে মিনালকে বেশ পছন্দ হয় ললিতের। মিনাল তখন বিবাহিত।

2 / 7
তাঁর স্বামী ছিলেন সৌদি আরবের ব্যবসায়ী জ্যাক সাগরানি। এক দুর্নীতিতে নাম জড়ানোয় জ্যাকের সাত মাসের জেল হয়। সে সময় মিনাল ছিলেন অন্তঃসত্ত্বা। যদিও জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিনের মাথাতেই বিচ্ছেদ হয়ে যায় মিনাল ও জ্যাকের।

তাঁর স্বামী ছিলেন সৌদি আরবের ব্যবসায়ী জ্যাক সাগরানি। এক দুর্নীতিতে নাম জড়ানোয় জ্যাকের সাত মাসের জেল হয়। সে সময় মিনাল ছিলেন অন্তঃসত্ত্বা। যদিও জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিনের মাথাতেই বিচ্ছেদ হয়ে যায় মিনাল ও জ্যাকের।

3 / 7
এ দিকে তখন ললিতের মনে মিনালের বাস। শুরু হয় প্রেম পর্বও। কিন্তু মোদী পরিবার ছিল ঘোর আপত্তিতে। একে প্রায় দশ বছরের বয়সের ফারাক, তার মধ্যে মিনাল পূর্বে বিবাহিত... ইত্যাদি নানা প্রশ্ন তুলে আপত্তি জানান ললিতের মা।

এ দিকে তখন ললিতের মনে মিনালের বাস। শুরু হয় প্রেম পর্বও। কিন্তু মোদী পরিবার ছিল ঘোর আপত্তিতে। একে প্রায় দশ বছরের বয়সের ফারাক, তার মধ্যে মিনাল পূর্বে বিবাহিত... ইত্যাদি নানা প্রশ্ন তুলে আপত্তি জানান ললিতের মা।

4 / 7
কিন্তু ললিত ছিলেন একগুঁয়ে। তিনি ঠিক করে নেন বিয়ে তিনি মিনালকেই করবেন। সাফ জানিয়ে দেন, যদি তাঁকে বিয়ে করতে না দেওয়া হয় তবে সে 'স্ক্যান্ডেল'-এর আশ্রয় নেবে। ছেলের জেদের কাছে হার মানে পরিবারও।

কিন্তু ললিত ছিলেন একগুঁয়ে। তিনি ঠিক করে নেন বিয়ে তিনি মিনালকেই করবেন। সাফ জানিয়ে দেন, যদি তাঁকে বিয়ে করতে না দেওয়া হয় তবে সে 'স্ক্যান্ডেল'-এর আশ্রয় নেবে। ছেলের জেদের কাছে হার মানে পরিবারও।

5 / 7
১৯৯১ সালে বিয়ে হয় তাঁদের। ললিত ও মিনালের দুই সন্তান রয়েছে। মিনালের আগের পক্ষের এক মেয়েও রয়েছে। ২০১৮ সালে মৃত্যু হয় মিনালের। তাঁর ক্যানসার হয়েছিল।

১৯৯১ সালে বিয়ে হয় তাঁদের। ললিত ও মিনালের দুই সন্তান রয়েছে। মিনালের আগের পক্ষের এক মেয়েও রয়েছে। ২০১৮ সালে মৃত্যু হয় মিনালের। তাঁর ক্যানসার হয়েছিল।

6 / 7
শোনা যায় সুস্মিতার সঙ্গেও নাকি মিনালের বেশ ভাল সম্পর্ক ছিল। সুস্মিতা আদপে মোদী পরিবারের পারিবারিক বন্ধু। অথচ এই মুহূর্তে ললিত মন দিয়েছেন সুস্মিতাকেই। তাঁদের প্রেমের গতি কোনদিকে এগোয় এখন সেটাই শুধু দেখার।

শোনা যায় সুস্মিতার সঙ্গেও নাকি মিনালের বেশ ভাল সম্পর্ক ছিল। সুস্মিতা আদপে মোদী পরিবারের পারিবারিক বন্ধু। অথচ এই মুহূর্তে ললিত মন দিয়েছেন সুস্মিতাকেই। তাঁদের প্রেমের গতি কোনদিকে এগোয় এখন সেটাই শুধু দেখার।

7 / 7