২০ বছর পর ‘দিল চাহতা হ্যায়’-এর রহস্য ফাঁস করলেন ফারহান

সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ফরহান। ধন্যবাদ জানিয়েছেন কাস্ট অ্যান্ড ক্রুকে। সেই সঙ্গে শেয়ার করেছেন ছবি সম্পর্কে কিছু অজানা কথা।

| Edited By: | Updated on: Aug 11, 2021 | 5:14 PM
'দিল চাহতা হ্যায়' ছবির ২০ বছর পূর্তি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। বলিউডের বহুমুখী প্রতিভা ফারহান আখতারের প্রথম পরিচালিত ছবিটি এখন কাল্টে পরিণত হয়েছে।

'দিল চাহতা হ্যায়' ছবির ২০ বছর পূর্তি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। বলিউডের বহুমুখী প্রতিভা ফারহান আখতারের প্রথম পরিচালিত ছবিটি এখন কাল্টে পরিণত হয়েছে।

1 / 8
সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ফরহান। ধন্যবাদ জানিয়েছেন কাস্ট অ্যান্ড ক্রুকে। সেই সঙ্গে শেয়ার করেছেন ছবি সম্পর্কে কিছু অজানা কথা।

সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ফরহান। ধন্যবাদ জানিয়েছেন কাস্ট অ্যান্ড ক্রুকে। সেই সঙ্গে শেয়ার করেছেন ছবি সম্পর্কে কিছু অজানা কথা।

2 / 8
তিন বন্ধুর গল্প জুড়ে ছিল 'দিল চাহতা হ্যায়'-এর চিত্রনাট্য। আকাশ, সিড ও সমীরের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান, অক্ষয় খান্না ও সইফ আলি খান। এই তিনজনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ফারহান।

তিন বন্ধুর গল্প জুড়ে ছিল 'দিল চাহতা হ্যায়'-এর চিত্রনাট্য। আকাশ, সিড ও সমীরের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান, অক্ষয় খান্না ও সইফ আলি খান। এই তিনজনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ফারহান।

3 / 8
ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা। ফারহান জানিয়েছেন, প্রীতিই প্রথম সাইন করেছিলেন ছবি। তখন নাকি ছবির ড্রাফ্টও তৈরি হয়নি। প্রীতিকে থ্যাঙ্ক ইউ জানিয়েছেন ফারহান।

ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা। ফারহান জানিয়েছেন, প্রীতিই প্রথম সাইন করেছিলেন ছবি। তখন নাকি ছবির ড্রাফ্টও তৈরি হয়নি। প্রীতিকে থ্যাঙ্ক ইউ জানিয়েছেন ফারহান।

4 / 8
ছবিতে তারার চরিত্রে অভিনয় করেছিলেন ডিম্পল কাপাডিয়া। ফারহান জানিয়েছেন, ডিম্পল ছবির অফার ফিরিয়ে দিলে, তিনি ছবিটিই তৈরি করতেন না। কিন্তু তেমনটা হয়নি।

ছবিতে তারার চরিত্রে অভিনয় করেছিলেন ডিম্পল কাপাডিয়া। ফারহান জানিয়েছেন, ডিম্পল ছবির অফার ফিরিয়ে দিলে, তিনি ছবিটিই তৈরি করতেন না। কিন্তু তেমনটা হয়নি।

5 / 8
ছবিতে বন্ধুত্বের কথা বলতে গিয়ে ফারহান বলেছেন, "এই বন্ধুত্ব গাঢ় ছিল না হলে ছবিটাই ছিল থ্রিডি।"

ছবিতে বন্ধুত্বের কথা বলতে গিয়ে ফারহান বলেছেন, "এই বন্ধুত্ব গাঢ় ছিল না হলে ছবিটাই ছিল থ্রিডি।"

6 / 8
ছবিতে সইফ আলি খানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনালি কুলকার্নি।

ছবিতে সইফ আলি খানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনালি কুলকার্নি।

7 / 8
শুধু তাই নয়, ছবির সঙ্গীত নির্মাতা শঙ্কর-এহসান-লয়কে ধন্যবাদ জানিয়েছেন ফারহান।

শুধু তাই নয়, ছবির সঙ্গীত নির্মাতা শঙ্কর-এহসান-লয়কে ধন্যবাদ জানিয়েছেন ফারহান।

8 / 8
Follow Us: