AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Primary TET 2022 Result: পাশ করেননি? কোথায় ভুল হল? একবার মিলিয়ে নিন TET-এর Answer Key

TET Final Answer Key: শ্নপত্রের পাঁচটি বুকলেট সিরিজ - ১এ, ২বি, ৩সি, ৪ডি, ৫ই। সেই অ্যানসার কি এবং আপনার সঙ্গে থাকা ওএমআর শিটের প্রতিলিপি মিলিয়ে দেখলেই বুঝে যাবেন কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন আপনি।

| Updated on: Feb 10, 2023 | 6:56 PM
Share
২০২২ সালের টেট পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১১ ডিসেম্বর পরীক্ষা হয়েছিল। দুই মাসের মধ্যেই ফল প্রকাশ ফল প্রকাশ করে দিল পর্ষদ।

২০২২ সালের টেট পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১১ ডিসেম্বর পরীক্ষা হয়েছিল। দুই মাসের মধ্যেই ফল প্রকাশ ফল প্রকাশ করে দিল পর্ষদ।

1 / 7
এবারের টেট পরীক্ষায় আরও বেশি স্বচ্ছতা আনতে অ্যানসার কি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। বৃহস্পতিবারই সেই চূড়ান্ত অ্যানসার কি প্রকাশ করে ফেলেছে পর্ষদ। প্রতিটি প্রশ্নপত্রের বুকলেটের অ্যানসার কি প্রকাশ করা হয়েছে।

এবারের টেট পরীক্ষায় আরও বেশি স্বচ্ছতা আনতে অ্যানসার কি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। বৃহস্পতিবারই সেই চূড়ান্ত অ্যানসার কি প্রকাশ করে ফেলেছে পর্ষদ। প্রতিটি প্রশ্নপত্রের বুকলেটের অ্যানসার কি প্রকাশ করা হয়েছে।

2 / 7
পর্ষদের তরফে আগেই ওএমআর শিটের একটি প্রতিলিপি পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছিল। সেই প্রতিলিপির সঙ্গে মিলিয়ে দেখে নিন আপনার উত্তর কতগুলি সঠিক হয়েছে।

পর্ষদের তরফে আগেই ওএমআর শিটের একটি প্রতিলিপি পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছিল। সেই প্রতিলিপির সঙ্গে মিলিয়ে দেখে নিন আপনার উত্তর কতগুলি সঠিক হয়েছে।

3 / 7
প্রশ্নপত্রের পাঁচটি বুকলেট সিরিজ - ১এ, ২বি, ৩সি, ৪ডি, ৫ই। সেই অ্যানসার কি এবং আপনার সঙ্গে থাকা ওএমআর শিটের প্রতিলিপি মিলিয়ে দেখলেই বুঝে যাবেন কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন আপনি।

প্রশ্নপত্রের পাঁচটি বুকলেট সিরিজ - ১এ, ২বি, ৩সি, ৪ডি, ৫ই। সেই অ্যানসার কি এবং আপনার সঙ্গে থাকা ওএমআর শিটের প্রতিলিপি মিলিয়ে দেখলেই বুঝে যাবেন কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন আপনি।

4 / 7
পর্ষদের তরফে এবার শুরু থেকেই বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছিল টেট পরীক্ষার জন্য। যাতে সবকিছু স্বচ্ছভাবে হয়, তা নিশ্চিত করতে তৎপর ছিল পর্ষ

পর্ষদের তরফে এবার শুরু থেকেই বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছিল টেট পরীক্ষার জন্য। যাতে সবকিছু স্বচ্ছভাবে হয়, তা নিশ্চিত করতে তৎপর ছিল পর্ষ

5 / 7
২০২২ সালের টেটের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। ডিসেম্বরের ১১ তারিখে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার জন। পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন।

২০২২ সালের টেটের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। ডিসেম্বরের ১১ তারিখে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার জন। পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন।

6 / 7
পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রশ্নে ‘টেকনিক্যাল গ্লিচ’ বা প্রযুক্তিগত কোনও ত্রুটি থাকলে সকলে ৪ নম্বর করে পাবেন।

পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রশ্নে ‘টেকনিক্যাল গ্লিচ’ বা প্রযুক্তিগত কোনও ত্রুটি থাকলে সকলে ৪ নম্বর করে পাবেন।

7 / 7