AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murtaza Lodhgar: প্রয়াত বাংলা রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার মুর্তজা লোধগার

প্রয়াত বাংলা রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার মুর্তজা লোধগার (Murtaza Lodhgar)। বয়স হয়েছিল ৪৬ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। মিজোরামের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কোচিং করাতেন এখন। শুক্রবার রাতে ভাইজ্যাগে নৈশভোজের পর আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। এরপরই মৃত্যু হয় প্রাক্তন বাঁ হাতি স্পিনারের। লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারিদের প্রাক্তন সতীর্থের প্রয়াণে শোকের ছায়া ময়দানে। শোকজ্ঞাপন করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

| Edited By: | Updated on: Sep 18, 2021 | 10:22 AM
Share
৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার মুর্তজা লোধগার (Murtaza Lodhgar)।

৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার মুর্তজা লোধগার (Murtaza Lodhgar)।

1 / 4
মুর্তজা লোধগার মিজোরামের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কোচিং করাতেন এখন।

মুর্তজা লোধগার মিজোরামের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কোচিং করাতেন এখন।

2 / 4
লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারিদের প্রাক্তন সতীর্থের প্রয়াণে শোকের ছায়া ময়দানে।

লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারিদের প্রাক্তন সতীর্থের প্রয়াণে শোকের ছায়া ময়দানে।

3 / 4
মুর্তজা লোধগারের মৃত্যুতে শোকজ্ঞাপন করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

মুর্তজা লোধগারের মৃত্যুতে শোকজ্ঞাপন করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

4 / 4