WWE: মাত্র তিরিশেই না ফেরার দেশে পাড়ি দিলেন ডব্লিউডব্লিউই সুন্দরী সারা লি
মাত্র ৩০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন ডব্লিউডব্লিউই সুন্দরী সারা লি। তাঁর মা টেরি লি এই দুঃসংবাদ জানিয়েছেন। সারার আচমকা মৃত্যু সাড়া ফেলেছে ক্রীড়া মহলে। সুন্দরী সারা ডব্লিউডব্লিউই রিংয়ে বেশ জনপ্রিয় ছিলেন। ২০১৫ সালে সারা ‘টাফ এনাফ’ নামক রিয়েলিটি কম্পিটিশনের ষষ্ঠ সিজনে চ্যাম্পিয়ন হন। তার পরের বছর, ২০১৬ সালে সারা কেরিয়ারের শেষ ম্যাচে খেলেন।
Most Read Stories