WWE: মাত্র তিরিশেই না ফেরার দেশে পাড়ি দিলেন ডব্লিউডব্লিউই সুন্দরী সারা লি

মাত্র ৩০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন ডব্লিউডব্লিউই সুন্দরী সারা লি। তাঁর মা টেরি লি এই দুঃসংবাদ জানিয়েছেন। সারার আচমকা মৃত্যু সাড়া ফেলেছে ক্রীড়া মহলে। সুন্দরী সারা ডব্লিউডব্লিউই রিংয়ে বেশ জনপ্রিয় ছিলেন। ২০১৫ সালে সারা ‘টাফ এনাফ’ নামক রিয়েলিটি কম্পিটিশনের ষষ্ঠ সিজনে চ্যাম্পিয়ন হন। তার পরের বছর, ২০১৬ সালে সারা কেরিয়ারের শেষ ম্যাচে খেলেন।

| Edited By: | Updated on: Oct 07, 2022 | 7:05 PM
মাত্র ৩০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন ডব্লিউডব্লিউই সুন্দরী সারা লি (Sara Lee)। তাঁর মা টেরি লি এই দুঃসংবাদ জানিয়েছেন। সারার আচমকা মৃত্যু সাড়া ফেলেছে ক্রীড়া মহলে। (Pic Curtesy- Sara Lee Instagram)

মাত্র ৩০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন ডব্লিউডব্লিউই সুন্দরী সারা লি (Sara Lee)। তাঁর মা টেরি লি এই দুঃসংবাদ জানিয়েছেন। সারার আচমকা মৃত্যু সাড়া ফেলেছে ক্রীড়া মহলে। (Pic Curtesy- Sara Lee Instagram)

1 / 6
সুন্দরী সারা ডব্লিউডব্লিউই (WWE) রিংয়ে বেশ জনপ্রিয় ছিলেন। ২০১৫ সালে সারা ‘টাফ এনাফ’ নামক রিয়েলিটি কম্পিটিশনের ষষ্ঠ সিজনে চ্যাম্পিয়ন হন। তার পরের বছর, ২০১৬ সালে সারা কেরিয়ারের শেষ ম্যাচে খেলেন।  (Pic Curtesy- Sara Lee Instagram)

সুন্দরী সারা ডব্লিউডব্লিউই (WWE) রিংয়ে বেশ জনপ্রিয় ছিলেন। ২০১৫ সালে সারা ‘টাফ এনাফ’ নামক রিয়েলিটি কম্পিটিশনের ষষ্ঠ সিজনে চ্যাম্পিয়ন হন। তার পরের বছর, ২০১৬ সালে সারা কেরিয়ারের শেষ ম্যাচে খেলেন। (Pic Curtesy- Sara Lee Instagram)

2 / 6
সারা লি-র মা টেরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "অত্যন্ত বেদনার সঙ্গে আপনাদের জানাচ্ছি, সারা আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমরা সকলেই ভীষণই শোকাহত। এই শোকের মুহূর্তে আমাদের পরিবারের পাশে থাকুন।"  (Pic Curtesy- Sara Lee Instagram)

সারা লি-র মা টেরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "অত্যন্ত বেদনার সঙ্গে আপনাদের জানাচ্ছি, সারা আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমরা সকলেই ভীষণই শোকাহত। এই শোকের মুহূর্তে আমাদের পরিবারের পাশে থাকুন।" (Pic Curtesy- Sara Lee Instagram)

3 / 6
ডব্লিউডব্লিউই কুস্তিগির ওয়েস্টিন ব্লেকের সঙ্গে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে হয় সারা লি-র। ওয়েস্টিন ও সারার তিন সন্তানও রয়েছে।  (Pic Curtesy- Sara Lee Instagram)

ডব্লিউডব্লিউই কুস্তিগির ওয়েস্টিন ব্লেকের সঙ্গে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে হয় সারা লি-র। ওয়েস্টিন ও সারার তিন সন্তানও রয়েছে। (Pic Curtesy- Sara Lee Instagram)

4 / 6
হঠাৎ করে সারার কীভাবে মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন থাকছে। তাঁর মা সারার মৃত্যুর কারণ প্রকাশ্যে আনেননি। সারার অকালপ্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল। (Pic Curtesy- Sara Lee Instagram)

হঠাৎ করে সারার কীভাবে মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন থাকছে। তাঁর মা সারার মৃত্যুর কারণ প্রকাশ্যে আনেননি। সারার অকালপ্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল। (Pic Curtesy- Sara Lee Instagram)

5 / 6
 তিন সন্তানের মা সারা, নিয়মিত জিমে যেতেন। প্রচুর কসরত করতেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিল তাঁর একাধিক ভিডিয়ো। ইন্সটাগ্রামে সারা শেষ পোস্টটি করেছিলেন মৃত্যুর ২৪ ঘণ্টা আগে। সেখানে সারা লিখেছিলেন, "শেষ পর্যন্ত স্বাস্থ্য পুনরুদ্ধার করে পর পর দু’দিন জিমে আসতে পেরে খুব ভালো লাগছে। প্রথম সাইনাস সংক্রমণ আমার জীবনকে বিধ্বস্ত করে ফেলেছিল।"  (Pic Curtesy- Sara Lee Instagram)

তিন সন্তানের মা সারা, নিয়মিত জিমে যেতেন। প্রচুর কসরত করতেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিল তাঁর একাধিক ভিডিয়ো। ইন্সটাগ্রামে সারা শেষ পোস্টটি করেছিলেন মৃত্যুর ২৪ ঘণ্টা আগে। সেখানে সারা লিখেছিলেন, "শেষ পর্যন্ত স্বাস্থ্য পুনরুদ্ধার করে পর পর দু’দিন জিমে আসতে পেরে খুব ভালো লাগছে। প্রথম সাইনাস সংক্রমণ আমার জীবনকে বিধ্বস্ত করে ফেলেছিল।" (Pic Curtesy- Sara Lee Instagram)

6 / 6
Follow Us: