Bengali cinema: বাংলা ছবি দিয়ে সিনেমা জগতে পা রেখেছেন কোন কোন নায়িকা, রইল তার খোঁজ

Bengali cinema: বাংলা ছবি শুরু কেরিয়ার। তারপর বলিউডে করেছেন বা করছেন দাঁপিয়ে অভিনয়।

| Edited By: | Updated on: May 07, 2022 | 1:55 AM
বলিউডে অনেক অভিনেত্রী, যাঁরা নিজেদের একটা জায়গা করেছেন নিজেদের অভিনয় গুণে, শুরু করেছিলেন বাংলা ছবি দিয়ে। শুধু বাঙালি নন, অনেক অবাঙালি অভিনেত্রী তাঁদের কেরিয়ার শুরু করেছেন বাংলা ছবি দিয়ে। শর্মিলা ঠাকুর, রাখী গুলজার থেকে শুরু করে বিদ্যা বালন, রাধিকা আপ্তে রয়েছেন এই তালিকায়।

বলিউডে অনেক অভিনেত্রী, যাঁরা নিজেদের একটা জায়গা করেছেন নিজেদের অভিনয় গুণে, শুরু করেছিলেন বাংলা ছবি দিয়ে। শুধু বাঙালি নন, অনেক অবাঙালি অভিনেত্রী তাঁদের কেরিয়ার শুরু করেছেন বাংলা ছবি দিয়ে। শর্মিলা ঠাকুর, রাখী গুলজার থেকে শুরু করে বিদ্যা বালন, রাধিকা আপ্তে রয়েছেন এই তালিকায়।

1 / 8
১. শর্মিলা ঠাকুর সত্যজিৎ রায়ের 'অপুর সংসার' দিয়ে তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন। ১৯৬০ সালে তৈরি এই ছবি বহু আন্তর্জাতিক পুরস্কার পায়। বাংলা ছবি করার পর তিনি বলিউডে পা রাখেন।

১. শর্মিলা ঠাকুর সত্যজিৎ রায়ের 'অপুর সংসার' দিয়ে তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন। ১৯৬০ সালে তৈরি এই ছবি বহু আন্তর্জাতিক পুরস্কার পায়। বাংলা ছবি করার পর তিনি বলিউডে পা রাখেন।

2 / 8
২. রাখী গুলজার ১৯৬৭ সালে দিলীপ নাগ পরিচালিত 'বধূ বরণ' ছবি দিয়ে কেরিয়ার শুরু রাখী গুলজারের। এরপর ১৯৭০ সালে ধর্মেন্দ্র-র বিপরীতে 'জীবন মৃত্যু' ছবি দিয়ে বলিউডের যাত্রা শুরু।

২. রাখী গুলজার ১৯৬৭ সালে দিলীপ নাগ পরিচালিত 'বধূ বরণ' ছবি দিয়ে কেরিয়ার শুরু রাখী গুলজারের। এরপর ১৯৭০ সালে ধর্মেন্দ্র-র বিপরীতে 'জীবন মৃত্যু' ছবি দিয়ে বলিউডের যাত্রা শুরু।

3 / 8
আমির খানকে রানি বলেছিলেন, না, তিনি কষ্ট পাননি ছবিতে প্রীতিকে নেওয়া হয়েছে বলে। তিনি কষ্ট পেয়েছেন তাঁকে কথাটা অন্যের মুখ থেকে জানতে হয়েছিল বলে। আমির খানের সামনে রানি মুখোপাধ্যায় সবটা বলেন।

আমির খানকে রানি বলেছিলেন, না, তিনি কষ্ট পাননি ছবিতে প্রীতিকে নেওয়া হয়েছে বলে। তিনি কষ্ট পেয়েছেন তাঁকে কথাটা অন্যের মুখ থেকে জানতে হয়েছিল বলে। আমির খানের সামনে রানি মুখোপাধ্যায় সবটা বলেন।

4 / 8
৪. বিদ্যা বালন  তিনি বাঙালি নন। কিন্তু মনে প্রাণে বাঙালি। এই কথা সব সময় বলেন বিদ্যা বালন। ২০০৩ সালে 'ভাল থেকো' ছবি দিয়েই শুরু করেন সিনেমায় অভিনয়। প্রথম হিন্দি ছবিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি নির্ভর ছবি 'পরিণিতা'। প্রদীপ সরকার ছবির পরিচালক। সবেতেই বাঙালি।

৪. বিদ্যা বালন তিনি বাঙালি নন। কিন্তু মনে প্রাণে বাঙালি। এই কথা সব সময় বলেন বিদ্যা বালন। ২০০৩ সালে 'ভাল থেকো' ছবি দিয়েই শুরু করেন সিনেমায় অভিনয়। প্রথম হিন্দি ছবিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি নির্ভর ছবি 'পরিণিতা'। প্রদীপ সরকার ছবির পরিচালক। সবেতেই বাঙালি।

5 / 8
৫. সোহা আলি খান মায়ের মতোই সোহা আলি সিনেমার কেরিয়ার শুরু করেন বাংলা ছবির হাত ধরেই। তাঁর প্রথম ছবি অঞ্জন দাস পরিচালিত 'ইতি শ্রীকান্ত'। তাঁর মতোই এই ছবি দিয়ে সিনেমা কেরিয়ার শুরু করেন আদিল হুসেনও।

৫. সোহা আলি খান মায়ের মতোই সোহা আলি সিনেমার কেরিয়ার শুরু করেন বাংলা ছবির হাত ধরেই। তাঁর প্রথম ছবি অঞ্জন দাস পরিচালিত 'ইতি শ্রীকান্ত'। তাঁর মতোই এই ছবি দিয়ে সিনেমা কেরিয়ার শুরু করেন আদিল হুসেনও।

6 / 8
৬. কঙ্কনা সেন শর্মা বলিউডে অন্যধারার ছবির অন্যতম নায়িকা কঙ্কনা সেন শর্মা। তবে তাঁর শুরু বাংলা ছবি দিয়েই। মা অপর্ণা সেন নন, সুব্রত সেন পরিচালিত ছবি 'এক যে আছে কন্যা' তাঁর প্রথম ছবি।

৬. কঙ্কনা সেন শর্মা বলিউডে অন্যধারার ছবির অন্যতম নায়িকা কঙ্কনা সেন শর্মা। তবে তাঁর শুরু বাংলা ছবি দিয়েই। মা অপর্ণা সেন নন, সুব্রত সেন পরিচালিত ছবি 'এক যে আছে কন্যা' তাঁর প্রথম ছবি।

7 / 8
রাধিকা আপতে- রাধিকা আপতে একাধিকবার সমালোচিত হয়েছেন বিভিন্ন কারণ বশত। তবে তিনি কোনও দিন কাজ পেতে পরিচালক বা অভিনেতার কুপ্রস্তাবে রাজি হননি। জানিয়েছেন নিজের মতামত স্পষ্টই।

রাধিকা আপতে- রাধিকা আপতে একাধিকবার সমালোচিত হয়েছেন বিভিন্ন কারণ বশত। তবে তিনি কোনও দিন কাজ পেতে পরিচালক বা অভিনেতার কুপ্রস্তাবে রাজি হননি। জানিয়েছেন নিজের মতামত স্পষ্টই।

8 / 8
Follow Us: