AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salil Ankola: সচিনের সঙ্গে ডেবিউ, সঞ্জয় দত্তের সহ-অভিনেতা! বোর্ডের নতুন নির্বাচকের জীবন হার মানাবে সিনেমাকে

বিসিসিআই ভারতীয় সিনিয়র ক্রিকেট টিমের নতুন নির্বাচন কমিটির ঘোষণা করেছে। কমিটিতে পশ্চিমাঞ্চল থেকে বেছে নেওয়া হয়েছে মহারাষ্ট্রের সলিল আঙ্কোলাকে। যিনি মাত্র ২৮ বছর বয়সে ক্রিকেটকে আলবিদা জানিয়ে অভিনয় জগতে পাড়ি দিয়েছিলেন।

| Edited By: | Updated on: Jan 08, 2023 | 11:05 AM
Share
মহারাষ্ট্রের হয়ে ডেবিউ ম্যাচেই হ্যাটট্রিক। বছরখানেকের মধ্যেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন শোলাপুরের ডানহাতি পেসার সলিল আঙ্কোলা। নব্বইয়ের দশকে তখন সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথ, অজিত আগারকরদের মতো ক্রিকেটারদেরও ভারতীয় দলে প্রবেশ। তারার ভিড়ে আঙ্কোলার হারিয়ে যেতে সময় লাগেনি। (ছবি:ইনস্টাগ্রাম)

মহারাষ্ট্রের হয়ে ডেবিউ ম্যাচেই হ্যাটট্রিক। বছরখানেকের মধ্যেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন শোলাপুরের ডানহাতি পেসার সলিল আঙ্কোলা। নব্বইয়ের দশকে তখন সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথ, অজিত আগারকরদের মতো ক্রিকেটারদেরও ভারতীয় দলে প্রবেশ। তারার ভিড়ে আঙ্কোলার হারিয়ে যেতে সময় লাগেনি। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 9
সচিন আর আঙ্কোলার একইসঙ্গে ভারতীয় দলে প্রবেশ। তবে জাতীয় দলের হয়ে মাত্র ২০টি ওডিআই এবং মাত্র একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। ১৯৯৭ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন। ক্রিকেট কেরিয়ারে আর এগোনোর সুযোগ নেই, এটা অনুমান করেই ২৮ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নেন।(ছবি:ইনস্টাগ্রাম)

সচিন আর আঙ্কোলার একইসঙ্গে ভারতীয় দলে প্রবেশ। তবে জাতীয় দলের হয়ে মাত্র ২০টি ওডিআই এবং মাত্র একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। ১৯৯৭ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন। ক্রিকেট কেরিয়ারে আর এগোনোর সুযোগ নেই, এটা অনুমান করেই ২৮ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নেন।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 9
খারাপ ফিল্ডার হিসেবে বদনাম ছিলই। একইসঙ্গে চোট আঘাত। যে কারণে দীর্ঘসময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন। ১৯৯৬ সালের বিশ্বকাপে ডাক পান। (ছবি:ইনস্টাগ্রাম)

খারাপ ফিল্ডার হিসেবে বদনাম ছিলই। একইসঙ্গে চোট আঘাত। যে কারণে দীর্ঘসময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন। ১৯৯৬ সালের বিশ্বকাপে ডাক পান। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 9
 ৬ ফুট ২ ইঞ্চির সলিল আঙ্কোলার ফিজিক বরাবরই ভালো। একইসঙ্গে হ্যান্ডসাম হাঙ্ক। ফলে অভিনয় জগত থেকে প্রস্তাব আসতে থাকে ভুরি ভুরি। ক্রিকেট না অভিনয়? টানাপোড়েন চলছিল।  অভিনয় জগতেও মুখ থুবড়ে পড়ার ভয় কাজ করেছে। কারণ অভিনয় দেখে নয়, ফিজিক দেখেই তাঁকে প্রস্তাব দেওয়া হচ্ছে এটা ভালোমতোই বুঝেছিলেন।(ছবি:ইনস্টাগ্রাম)

৬ ফুট ২ ইঞ্চির সলিল আঙ্কোলার ফিজিক বরাবরই ভালো। একইসঙ্গে হ্যান্ডসাম হাঙ্ক। ফলে অভিনয় জগত থেকে প্রস্তাব আসতে থাকে ভুরি ভুরি। ক্রিকেট না অভিনয়? টানাপোড়েন চলছিল। অভিনয় জগতেও মুখ থুবড়ে পড়ার ভয় কাজ করেছে। কারণ অভিনয় দেখে নয়, ফিজিক দেখেই তাঁকে প্রস্তাব দেওয়া হচ্ছে এটা ভালোমতোই বুঝেছিলেন।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 9
সিদ্ধান্তটা নিয়েই ফেলেন। বাইশ গজকে বিদায় জানিয়ে পাকাপাকিভাবে ঢুকে পড়েন অভিনয় জগতে। একটা সময় হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ ছিলেন। ২৫টির বেশি সিরিয়ালে অভিনয়। সিআইডি, সাবধান ইন্ডিয়ায় দেখা যেত নিয়মিত। সঞ্জয় দত্তর সঙ্গে কুরুক্ষেত্র সিনেমায় অভিনয় করেন।  (ছবি:ইনস্টাগ্রাম)

সিদ্ধান্তটা নিয়েই ফেলেন। বাইশ গজকে বিদায় জানিয়ে পাকাপাকিভাবে ঢুকে পড়েন অভিনয় জগতে। একটা সময় হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ ছিলেন। ২৫টির বেশি সিরিয়ালে অভিনয়। সিআইডি, সাবধান ইন্ডিয়ায় দেখা যেত নিয়মিত। সঞ্জয় দত্তর সঙ্গে কুরুক্ষেত্র সিনেমায় অভিনয় করেন। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 9
অভিনয় জগৎ তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। জনপ্রিয়তা পেয়েছিলেন। আর্থিক সমস্যাও ছিল না। সব ঠিকই চলছিল। তবে ২০১০ সালের শেষের দিকে ব্যক্তিগত জীবনে বিপর্যয়ের কারণে মদ্যপানে আসক্তি বেড়ে গিয়েছিল। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ। সন্তান কাছ ছাড়া হওয়ার কষ্ট ভুলতে সুরার আশ্রয় নেন। বিচ্ছেদের পর আত্মহত্যা করেন সলিলের প্রথমা স্ত্রী পরিণীতা। নিজেকে মূলস্রোতে ফিরিয়ে আনতে রিহ্যাবে থাকতে হয়েছে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে।(ছবি:ইনস্টাগ্রাম)

অভিনয় জগৎ তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। জনপ্রিয়তা পেয়েছিলেন। আর্থিক সমস্যাও ছিল না। সব ঠিকই চলছিল। তবে ২০১০ সালের শেষের দিকে ব্যক্তিগত জীবনে বিপর্যয়ের কারণে মদ্যপানে আসক্তি বেড়ে গিয়েছিল। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ। সন্তান কাছ ছাড়া হওয়ার কষ্ট ভুলতে সুরার আশ্রয় নেন। বিচ্ছেদের পর আত্মহত্যা করেন সলিলের প্রথমা স্ত্রী পরিণীতা। নিজেকে মূলস্রোতে ফিরিয়ে আনতে রিহ্যাবে থাকতে হয়েছে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 9
যদি ভাবেন সলিল আঙ্কোলার ব্যক্তিগত জীবন এখানেই শেষ তাহলেই হবে বড় ভুল। ২০১৩ সালে ক্রিকেটার টার্নড অভিনেতা দ্বিতীয়বারের জন্য সংসার জীবনে প্রবেশ করেন। ফেসবুকে পরিচয় হয়েছিল এলাহাবাদের ডিভোর্সি বাঙালি চিকিৎসক রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সলিলকে অন্ধকার জীবন থেকে বেরিয়ে আনতে রিয়ার অবদান ছিল অনেকটাই। ২০১১ সালে পরিচয়, ২০১৩ সালে চার হাত এক হয় রিয়া-সলিলের। দম্পতির একটি মেয়ে রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

যদি ভাবেন সলিল আঙ্কোলার ব্যক্তিগত জীবন এখানেই শেষ তাহলেই হবে বড় ভুল। ২০১৩ সালে ক্রিকেটার টার্নড অভিনেতা দ্বিতীয়বারের জন্য সংসার জীবনে প্রবেশ করেন। ফেসবুকে পরিচয় হয়েছিল এলাহাবাদের ডিভোর্সি বাঙালি চিকিৎসক রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সলিলকে অন্ধকার জীবন থেকে বেরিয়ে আনতে রিয়ার অবদান ছিল অনেকটাই। ২০১১ সালে পরিচয়, ২০১৩ সালে চার হাত এক হয় রিয়া-সলিলের। দম্পতির একটি মেয়ে রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 9
সেই নব্বইয়ের দশকে বাইশ গজ ছেড়ে আসা সলিল আঙ্কোলার আরও একবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসে ২০২০ সালে। ক্রিকেটার হিসেবে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেননি। ক্রিকেটে সলিলের কামব্যাক ঘটেছে নির্বাচক হিসেবে। ২০২০ সালে মুম্বই ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পান। (ছবি:ইনস্টাগ্রাম)

সেই নব্বইয়ের দশকে বাইশ গজ ছেড়ে আসা সলিল আঙ্কোলার আরও একবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসে ২০২০ সালে। ক্রিকেটার হিসেবে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেননি। ক্রিকেটে সলিলের কামব্যাক ঘটেছে নির্বাচক হিসেবে। ২০২০ সালে মুম্বই ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পান। (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 9
এ বারের দায়িত্বটা আরও বড়। ভারতীয় সিনিয়র দলের নির্বাচন কমিটির সদস্য তিনি। ৫৪ বছরের সলিল জীবনে প্রচুর চড়াই উতরাই দেখেছেন। ততই অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ হয়েছে। বাইশ গজের কাছাকাছি থাকার আরও একটা সুযোগ। ক্রিকেটীয় কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে ব্যর্থতার খাতায় নাম লেখাতে চান না শোলাপুরের সলিল। (ছবি:ইনস্টাগ্রাম)

এ বারের দায়িত্বটা আরও বড়। ভারতীয় সিনিয়র দলের নির্বাচন কমিটির সদস্য তিনি। ৫৪ বছরের সলিল জীবনে প্রচুর চড়াই উতরাই দেখেছেন। ততই অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ হয়েছে। বাইশ গজের কাছাকাছি থাকার আরও একটা সুযোগ। ক্রিকেটীয় কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে ব্যর্থতার খাতায় নাম লেখাতে চান না শোলাপুরের সলিল। (ছবি:ইনস্টাগ্রাম)

9 / 9